৩৮২ রানে লক্ষ্য। দক্ষিণ আফ্রিকার এই রানপাহাড় পাড়ি দিতে গিয়ে উল্টো পিষ্ট হতে বসেছে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৩০ রান জমা করতেই হারিয়ে ফেলেছে দুই টপ অর্ডার ব্যাটার।
ইনিংসের সপ্তম ওভার করতে এসেই প্রথম বলেই তানজিদ হাসান তামিমকে (১২) ফেরানোর পর নাজমুল হোসেন শান্তকে ডাক উপহার দেন মার্কো ইয়ানসেন। প্রোটিয়া পেসারের হ্যাটট্রিক নষ্ট করেন সাকিব আল হাসান।
তবে শেষরক্ষা হয়নি বাংলাদেশ অধিনায়কেরও। আরেক পেসার লিজাড উইলিয়ামসের করা পরের ওভারের দ্বিতীয় বলেই প্রথম স্লিপে ব্যক্তিগত ১ রানে ক্যাচ দিয়ে বসেন সাকিব। বাংলাদেশের তিন ব্যাটারকেই উইকেটের পেছনে গ্লাভসবন্দী করেন হেনরিখ ক্লাসেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৪ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন ওপেনার লিটন দাস (১২) ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম (২)। জয়ের জন্য বাংলাদেশের দরকার আরও ৩৪৯ রান।
বিশ্বকাপে নিজেদের এর আগের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৩৯৯ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। সেই রেকর্ড ২২৯ রানে জিতেছিল তারা। রান তাড়া করতে নেমে ৩৮ রানেই ৪ উইকেট হারানো ইংলিশরা থেমেছিল ১৭০ রানে।
আজ একই মাঠে বাংলাদেশের বিপক্ষে তেমন কিছুর আভাস দিচ্ছে প্রোটিয়ারা। টসে জিতে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩৮২ রানের স্কোর দাঁড় করায় তারা। রান তাড়া করতে নামা বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন প্রোটিয়া পেসাররা।
৩৮২ রানে লক্ষ্য। দক্ষিণ আফ্রিকার এই রানপাহাড় পাড়ি দিতে গিয়ে উল্টো পিষ্ট হতে বসেছে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৩০ রান জমা করতেই হারিয়ে ফেলেছে দুই টপ অর্ডার ব্যাটার।
ইনিংসের সপ্তম ওভার করতে এসেই প্রথম বলেই তানজিদ হাসান তামিমকে (১২) ফেরানোর পর নাজমুল হোসেন শান্তকে ডাক উপহার দেন মার্কো ইয়ানসেন। প্রোটিয়া পেসারের হ্যাটট্রিক নষ্ট করেন সাকিব আল হাসান।
তবে শেষরক্ষা হয়নি বাংলাদেশ অধিনায়কেরও। আরেক পেসার লিজাড উইলিয়ামসের করা পরের ওভারের দ্বিতীয় বলেই প্রথম স্লিপে ব্যক্তিগত ১ রানে ক্যাচ দিয়ে বসেন সাকিব। বাংলাদেশের তিন ব্যাটারকেই উইকেটের পেছনে গ্লাভসবন্দী করেন হেনরিখ ক্লাসেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৪ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন ওপেনার লিটন দাস (১২) ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম (২)। জয়ের জন্য বাংলাদেশের দরকার আরও ৩৪৯ রান।
বিশ্বকাপে নিজেদের এর আগের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৩৯৯ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। সেই রেকর্ড ২২৯ রানে জিতেছিল তারা। রান তাড়া করতে নেমে ৩৮ রানেই ৪ উইকেট হারানো ইংলিশরা থেমেছিল ১৭০ রানে।
আজ একই মাঠে বাংলাদেশের বিপক্ষে তেমন কিছুর আভাস দিচ্ছে প্রোটিয়ারা। টসে জিতে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩৮২ রানের স্কোর দাঁড় করায় তারা। রান তাড়া করতে নামা বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন প্রোটিয়া পেসাররা।
সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
১ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
৩ ঘণ্টা আগেএবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে