Ajker Patrika

এবার রানচাপায় পিষ্ট কোহলির ভারত

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১৫: ১২
এবার রানচাপায় পিষ্ট কোহলির ভারত

ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে ব্যাট ও বল হাতে সমানতালে ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে ভারত। 

গতকাল টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৭৮ রানে অলআউট হওয়ার পর আজ বিরাট কোহলির দলকে রীতিমতো রানের চাপায় পিষে ফেলেছে ইংলিশরা। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৮ উইকেটে ৪২৩ রান। ইমারতসম লিডটা বেড়ে হয়েছে ৩৪৫! 

জবাব দিতে নেমে কাল দুই ইংলিশ ওপেনার রোরি বার্নস ও হাসিব হামিদ দারুণ সূচনা করেছিলেন। আজ তাঁরা বিচ্ছিন্ন হয়েছেন আর ১৫ রান যোগ করে। বার্নসকে (৬১) বোল্ড করে ভারতকে প্রথম ব্রেক থ্রু এনে দেন লর্ডস টেস্টের নায়ক মোহামেদ শামি। মধ্যাহ্নভোজ বিরতির আগে অন্য ওপেনার হাসিবকে (৬৮) ফেরান রবীন্দ্র জাদেজা। 

দিনের দ্বিতীয় সেশনে ইংলিশদের হাল ধরেন অধিনায়ক জো রুট। জন্মশহরে স্ট্রোকের ফুলঝুরি ছড়িয়ে টেস্ট ক্যারিয়ারের ২৩ তম সেঞ্চুরি পূরণ করেন তিনি। রুটকে যোগ্য সঙ্গ দেন ডেভিড মালান। এই জুটি যোগ করে ১৫৯ রান। 

মোহাম্মদ সিরাজের বলে উইকেটের পেছনে ধরা পড়ার আগে বাঁহাতি মালান করেন ৭০ রান। তিনি আউট হওয়ার পর জনি বেয়ারস্টোর সঙ্গে আরেকটি দারুণ জুটি গড়েন রুট। তবে দলীয় ৩৫০ ছুঁয়ে বেয়ারস্টো (২৯) ফিরতেই খানিকটা মড়ক লাগে ইংলিশদের ইনিংসে। 

বেশিক্ষণ টিকতে পারেননি জস বাটলার (৭) ও মঈন আলী (৮)। এই দুজনের মাঝে স্যান্ডউইচ হয়ে আছে রুটের উইকেটটি। জসপ্রীত বুমরাহর বলে বোল্ড হয়ে ফেরার আগে ‘ফ্যাবুলাস ফোর’-এর শেষ জন করেন ১২১ রান। 

SCOREতবে রুটের পতনে বিন্দুমাত্রও ক্ষতি হয়নি ইংল্যান্ডের। ততক্ষণে লিড যে ৩০০ ছাড়িয়ে গেছে! এরপর ওয়ানডে মেজাজে খেলে ইনিংসটাকে আরও বড় করেছেন ক্রেইগ ওভারটন (২৪ *)। 

৩ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার শামি। দুটি করে উইকেট পকেটে পুরেছেন সিরাজ ও জাদেজা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত