Ajker Patrika

প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেলেন তাসকিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ভারতের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথমটি খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। দারুণ ছন্দে থাকা তাসকিন বেশ কিছুদিন ধরে পিঠের সমস্যায় ভুগছেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে তাসকিনের না খেলার কথা বিসিবির একটি সূত্র আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে।

পিঠের সমস্যার কারণে ভারত সিরিজ সামনে রেখে সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের বেশি খেলতে পারেননি তাসকিন। তাঁর দল বিসিবি উত্তরাঞ্চল অবশ্য এবার শিরোপা জিতে টুর্নামেন্ট শেষ করেছে। গতকাল বাংলাদেশ দলের ম্যাচ আবহের অনুশীলনেও ছিলেন না তাসকিন।

জানা গেছে, সেরে উঠতে ব্যথানাশক ইনজেকশন নিয়েছেন তাসকিন। আগামী ৪ ডিসেম্বর প্রথম ওয়ানডের আগে ব্যথা কমার সম্ভাবনা নেই। ওয়ানডে সিরিজের আগে চোট শঙ্কা আছে অধিনায়ক তামিম ইকবালকে নিয়েও। জানা গেছে, গতকাল প্রস্তুতি ম্যাচে হাঁটুতে চোট পান তামিম। আজ তাঁর হাঁটুর স্ক্যান করানোর কথা। 

এদিকে ৩ ওয়ানডে ও ২ টেস্ট খেলতে আজ বাংলাদেশে আসছে ভারত। সন্ধ্যায় ঢাকা এসে পোঁছানোর কথা বিরাট কোহলি-রোহিত শর্মাদের। দুজনই সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সফরের দলে ছিলেন না। বাংলাদেশ সফর সামনে রেখে ভারতেই নিজেদের প্রস্তুত করেছেন তাঁরা। প্রথম ওয়ানডের পর দুই দিনের বিরতি দিয়ে মিরপুরে ৭ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ১০ ডিসেম্বর শেষ ওয়ানডে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত