Ajker Patrika

বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর ভারতের বিপক্ষে লড়াকু উইন্ডিজ

আপডেট : ২৩ জুলাই ২০২২, ১১: ৩৬
বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর ভারতের বিপক্ষে লড়াকু উইন্ডিজ

কদিন আগেই বাংলাদেশের কাছে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ তো হেরেছেই, প্রতিটি ম্যাচেই হারার আগে হার মেনেছে ক্যারিবীয়রা। সেই তারাই এবার ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলল ভয়ডরহীন ক্রিকেট। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ৩ রানে হারলেও তাই খুশি উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। ম্যাচ শেষে পুরান তো এমনও বলেছেন, এই হার তাঁর কাছে জয়ের মতোই।

পোর্ট অব স্পেনে টস জিতে আগে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক পুরান। দুই ওপেনারের ভালো শুরুর পর ৭ উইকেটে ভারত তোলে ৩০৮ রান। লক্ষ্য তাড়া করতে নেমে সফরকারীদের ভয় ধরিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য লড়াই করেও জিততে পারেনি তারা। স্বাগতিকেরা হেরেছে ৩ রানে।

হারলেও তাই দলের পারফরম্যান্সে খুশি পুরান। তিনি বলেন, ‘এটা আমাদের কাছে একটা জয়ের মতোই। এটা অনেকটা তেতো মিষ্টি। আমরা ৫০ ওভার ব্যাটিং করার কথা বলেছিলাম। সবাই দেখেছে আমরা কী করতে পারি। আশা করি আমরা এখান থেকে নিজেদের শক্তি বাড়াতে  পারব। সিরিজের বাকি ম্যাচগুলোর দিকে এখন তাকিয়ে রয়েছি।’

হারের পর সতীর্থদের প্রশংসা করেছেন পুরান। এই ম্যাচ থেকে ইতিবাচক দিকগুলো নিতে চান তিনি। পুরান বলেন, ‘এটি একটি ভালো ব্যাটিং উইকেট ছিল। আমাদের বোলাররা তাদের একটা নির্দিষ্ট রানে আটকে দিয়ে দারুণ  কাজ করেছে। এভাবে হারাটা কঠিন, কিন্তু আমরা এটাকে মেনে নিয়েছি। আমাদের একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে। সবাইকে বলেছি, আমাদের চ্যালেঞ্জ নিতে হবে, ইতিবাচক দিকে লক্ষ্য স্থির করা গুরুত্বপূর্ণ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত