কদিন আগেই বাংলাদেশের কাছে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ তো হেরেছেই, প্রতিটি ম্যাচেই হারার আগে হার মেনেছে ক্যারিবীয়রা। সেই তারাই এবার ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলল ভয়ডরহীন ক্রিকেট। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ৩ রানে হারলেও তাই খুশি উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। ম্যাচ শেষে পুরান তো এমনও বলেছেন, এই হার তাঁর কাছে জয়ের মতোই।
পোর্ট অব স্পেনে টস জিতে আগে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক পুরান। দুই ওপেনারের ভালো শুরুর পর ৭ উইকেটে ভারত তোলে ৩০৮ রান। লক্ষ্য তাড়া করতে নেমে সফরকারীদের ভয় ধরিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য লড়াই করেও জিততে পারেনি তারা। স্বাগতিকেরা হেরেছে ৩ রানে।
হারলেও তাই দলের পারফরম্যান্সে খুশি পুরান। তিনি বলেন, ‘এটা আমাদের কাছে একটা জয়ের মতোই। এটা অনেকটা তেতো মিষ্টি। আমরা ৫০ ওভার ব্যাটিং করার কথা বলেছিলাম। সবাই দেখেছে আমরা কী করতে পারি। আশা করি আমরা এখান থেকে নিজেদের শক্তি বাড়াতে পারব। সিরিজের বাকি ম্যাচগুলোর দিকে এখন তাকিয়ে রয়েছি।’
হারের পর সতীর্থদের প্রশংসা করেছেন পুরান। এই ম্যাচ থেকে ইতিবাচক দিকগুলো নিতে চান তিনি। পুরান বলেন, ‘এটি একটি ভালো ব্যাটিং উইকেট ছিল। আমাদের বোলাররা তাদের একটা নির্দিষ্ট রানে আটকে দিয়ে দারুণ কাজ করেছে। এভাবে হারাটা কঠিন, কিন্তু আমরা এটাকে মেনে নিয়েছি। আমাদের একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে। সবাইকে বলেছি, আমাদের চ্যালেঞ্জ নিতে হবে, ইতিবাচক দিকে লক্ষ্য স্থির করা গুরুত্বপূর্ণ।’
কদিন আগেই বাংলাদেশের কাছে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ তো হেরেছেই, প্রতিটি ম্যাচেই হারার আগে হার মেনেছে ক্যারিবীয়রা। সেই তারাই এবার ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলল ভয়ডরহীন ক্রিকেট। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ৩ রানে হারলেও তাই খুশি উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। ম্যাচ শেষে পুরান তো এমনও বলেছেন, এই হার তাঁর কাছে জয়ের মতোই।
পোর্ট অব স্পেনে টস জিতে আগে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক পুরান। দুই ওপেনারের ভালো শুরুর পর ৭ উইকেটে ভারত তোলে ৩০৮ রান। লক্ষ্য তাড়া করতে নেমে সফরকারীদের ভয় ধরিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য লড়াই করেও জিততে পারেনি তারা। স্বাগতিকেরা হেরেছে ৩ রানে।
হারলেও তাই দলের পারফরম্যান্সে খুশি পুরান। তিনি বলেন, ‘এটা আমাদের কাছে একটা জয়ের মতোই। এটা অনেকটা তেতো মিষ্টি। আমরা ৫০ ওভার ব্যাটিং করার কথা বলেছিলাম। সবাই দেখেছে আমরা কী করতে পারি। আশা করি আমরা এখান থেকে নিজেদের শক্তি বাড়াতে পারব। সিরিজের বাকি ম্যাচগুলোর দিকে এখন তাকিয়ে রয়েছি।’
হারের পর সতীর্থদের প্রশংসা করেছেন পুরান। এই ম্যাচ থেকে ইতিবাচক দিকগুলো নিতে চান তিনি। পুরান বলেন, ‘এটি একটি ভালো ব্যাটিং উইকেট ছিল। আমাদের বোলাররা তাদের একটা নির্দিষ্ট রানে আটকে দিয়ে দারুণ কাজ করেছে। এভাবে হারাটা কঠিন, কিন্তু আমরা এটাকে মেনে নিয়েছি। আমাদের একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে। সবাইকে বলেছি, আমাদের চ্যালেঞ্জ নিতে হবে, ইতিবাচক দিকে লক্ষ্য স্থির করা গুরুত্বপূর্ণ।’
কদিন আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল, লিভারপুল ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছেন লুইস দিয়াজ। আনুষ্ঠানিক ঘোষণাটাও এসে গেল। অ্যানফিল্ড থেকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমাচ্ছেন তিনি। চার বছরের জন্য কলম্বিয়ান এই উইঙ্গারের সঙ্গে চুক্তি করেছে জার্মান লিগ চ্যাম্পিয়নরা।
৭ ঘণ্টা আগেসাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ফিরেছিলেন ব্রেন্ডন টেলর। তাই এই টেস্টে সবার নজর ছিল তাঁর দিকে। তবে তাঁকে বাইরে রেখে টেস্টের একাদশ গড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। তবু বুলাওয়ে টেস্টে শুরুটা তাদের মোটেও ভালো হয়নি। প্রথম ইনিংসে ১৪৯ ওভারে অলআউট হয়েছে তারা।
৮ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে রাউন্ড রবিন লিগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেনি ভারত। দারুণ ব্যাপার হলো, সেমিফাইনালেও প্রতিপক্ষে হিসেবে নিজেদের পেয়েছে তারা। আগামীকাল বার্মিংহামে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামার কথা ছিল ভারত-পাকিস্তানের। সে পর্যন্ত আর যেতে হয়নি, ভারত এবারও পাকিস্তানের বিপক্ষে খেল
৯ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বাঁ পায়ে ক্র্যাম্প এবং কাঁধে ব্যথায় ভুগছিলেন বেন স্টোকস। শেষ টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, এমন সংশয় ছিলই। এর মধ্যে আজ ওভাল টেস্টের একাদশ ঘোষণা করেছে। কাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে নেই অধিনায়ক স্টোকস। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ওলি পোপ, এর আগেও ৪টি টেস্টে ইংল্যান্ডের
১০ ঘণ্টা আগে