Ajker Patrika

মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা বেশি, সমালোচনাও বেশি

অনলাইন ডেস্ক
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১: ২৮
মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম আছেন বেশ আলোচনায়। ছবি: এএফপি
মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম আছেন বেশ আলোচনায়। ছবি: এএফপি

২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ওঠার পেছনে ভাগ্যের ছোঁয়া পেয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট পেয়েছিল। এবারও বৃষ্টির কবলে পড়েছে অস্ট্রেলিয়া। কাল ইসলামাবাদের টিম হোটেলে বৃষ্টিবিলাস দেখে শান্তদের মনে একটা আফসোসের বুদ্‌বুদ ওঠার কথা—ইশ্, বৃষ্টিটা যদি কাল আসত কিংবা নিউজিল্যান্ডের ম্যাচটা যদি ২৫ ফেব্রুয়ারি পড়ত...!

গুরুত্বপূর্ণ ১টা পয়েন্ট পেলেই কিন্তু গ্রুপে পয়েন্ট তালিকার চিত্রটা অন্যরকম হয়ে যেত। ভাগ্য নাকি সাহসীদের দিকেই বেশি হাত বাড়িয়ে দেয়। এবার বাংলাদেশ যাওয়ার আগে কথাবার্তায় যতটা ‘সাহস’ দেখাল, মাঠের পারফরম্যান্সে ততটা নয়, বিশেষ করে ব্যাটাররা। সর্বাঙ্গেই ব্যথা হলে ওষুধটা কোথায় লাগাতে হবে, সেই প্রশ্ন এসে যায়! বাংলাদেশ দলের ব্যাটিংয়ের অবস্থা হয়েছে তেমনই। এই যে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ‘টেস্ট খেলে’ দলের স্কোর দুই শতাধিকে নিয়ে গেলেন, তবু কি তিনি দায়মুক্ত? উইকেটে থিতু হয়ে তিনি উইলিয়াম ও’রুর্কির বলে আউট হলেন পুল শট ‘অনুশীলন’ করে। ভারতের বিপক্ষে বিরুদ্ধস্রোতে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করা তাওহীদ হৃদয় পরের ম্যাচেই ভুলে গেলেন তাঁর দায়িত্বের কথা। এক ম্যাচ ভালো খেলে পরের ম্যাচে ‘নাই’ হওয়াটা বাংলাদেশের ব্যাটারদের চিরায়ত রোগ। তবে সবচেয়ে বেশি আলোচনায় দুই অভিজ্ঞতম ব্যাটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনের অবসর নিয়ে বেশি আলোচনা। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেল, দুজনের বিদায় কিংবা কাল তাঁদের চ্যাম্পিয়নস ট্রফির শেষ ম্যাচ কি না, এ নিয়ে দলে খুব একটা আলোচনা না হলেও পুরো দল হতাশ আসলে নিজেদের পারফর‍ম্যান্স নিয়ে। পরশু ম্যাচের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত দলে দুই সিনিয়র ক্রিকেটারের অবদান মনে করিয়ে দিয়েছেন। মাহমুদউল্লাহর সর্বশেষ ৫ ওয়ানডের পারফরম্যান্স আর মুশফিকের ক্ষেত্রে তাঁর কিপিং দক্ষতা আর দীর্ঘ সময়ে দলে অবদান রাখার কথা স্মরণ করিয়ে দিয়েছেন শান্ত।

পরশু ম্যাচ পরিস্থিতি না বুঝে দলের অভিজ্ঞতম ক্রিকেটার মুশফিকের শট খেলা দেখে ধারাভাষ্যকার ইয়ান স্মিথ বলেই ফেলেছেন, ‘মুশফিক, এত অভিজ্ঞতা নিয়ে এমন শট!’ আরেক অভিজ্ঞ মাহমুদউল্লাহর শট আরও দৃষ্টিকটু। মাইকেল ব্রেসওয়েলকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে তিনি আউট! সিনিয়র এই দুই ক্রিকেটারের যেখানে দায়িত্ব নিয়ে খেলার কথা, সেখানে এভাবে দুজনের উইকেট বিলিয়ে দিয়ে আসাটা দৃষ্টি কেড়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। মাহমুদউল্লাহর আউটের ধরন দেখে বিস্মিত ইয়ান স্মিথ বলে উঠেছেন, ‘আবারও এভাবে আউট...এখানে হচ্ছেটা কী!’ আর ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর ক্রিকইনফোতে ধুয়ে দিয়েছেন দুই ভায়রা ভাইকেই, ‘আজ (পরশু) আমরা যে শট নির্বাচন দেখেছি, খুবই হতাশাজনক। মুশফিক যে শটটি খেলেছে, মাহমুদউল্লাহ যে বেপরোয়া শটটি খেলেছে...এই ম্যাচ তো তাদের বাঁচা-মরার ম্যাচ। এমন ম্যাচে তারা দায়িত্ব নেবে এবং নিজেদের প্রমাণ করবে, সেটাই প্রত্যাশিত। কিন্তু দুঃখজনক, আইসিসি টুর্নামেন্টগুলোয় গল্পটা তাদের একই রকম থেকে যাচ্ছে।’

মাহমুদউল্লাহর বয়স ৩৯। আটত্রিশ ছুঁই ছুঁই মুশফিকের। এই বয়সেও দুজনকে জাতীয় দলে খেলে যেতে দেখে বিস্মিত ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক, ‘কোনো না কোনো সময়ে তরুণদের জন্য জায়গাটা ছাড়তে হবে। কারণ, এটা দলকে স্থিতিশীল করবে। প্রথম দিকে তারা হয়তো সংগ্রাম করবে, তবে শেষে গিয়ে এটাই তাদের সাফল্য দেবে। ২০২৬ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ ভালো করতে চাইলে এমনটাই হওয়া উচিত।’ বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ শেষে টক শো ‘ডিপি ওয়ার্ল্ড ড্রেসিংরুমে’র আলোচনায় বসে ওয়াসিম আকরামও ধুয়ে দিয়েছেন বাংলাদেশের এই অভিজ্ঞতম দুই ব্যাটারকে, ‘দুই সিনিয়র ক্রিকেটার মিডল অর্ডারের দায়িত্ব সামলাতেই তো এসেছে। দুজনই আজব শট খেলে আউট হয়েছে; যে স্পিনারের বল কিনা ঘোরেই না।’

ভাগ্যের কী নির্মম পরিহাস, আট বছর আগে কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে কাব্যিক এক সেঞ্চুরি করে নায়ক বনে গিয়েছিলেন মাহমুদউল্লাহ। সময়ের স্রোতে চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আরেকটি ম্যাচে তিনি আর সেই আসনে নেই; উল্টো শুনতে হচ্ছে অবসরে যাচ্ছেন কবে!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত