Ajker Patrika

বিয়ের পিঁড়িতে বসছেন ম্যাক্সওয়েল, যাচ্ছেন না পাকিস্তান

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ২৩
বিয়ের পিঁড়িতে বসছেন ম্যাক্সওয়েল, যাচ্ছেন না পাকিস্তান

২০১৭ সাল থেকে ভারতীয় বংশোদ্ভূত ভিনি রমনের সঙ্গে পরিচয় গ্লেন ম্যাক্সওয়েলের। সেই পরিচয় গড়াচ্ছে পরিণয়ের দিকে। এবার গাঁটছড়া বাঁধার পালা। আর সে কারণে পাকিস্তান সফরে যেতে পারছেন না এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। 

আগামী ২৭ মার্চ রমনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল। এদিকে ৩ মার্চ পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। শুধু পাকিস্তান সফর নয় বিয়ের কারণে আইপিএলে শুরুর দিকের ম্যাচও মিস করবেন ম্যাক্সওয়েল। এবারের আইপিএলে বেঙ্গালুরুর হয়ে খেলবেন ম্যাক্সওয়েল। শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর সম্প্রচারক চ্যানেল ফক্স স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় বিষয়টি জানান ম্যাক্সওয়েল। 

গ্লেন ম্যাক্সওয়েল-ভিনি রমনের বিয়ের আমন্ত্রণপত্রম্যাক্সওয়েল-রমনের বিয়ের আমন্ত্রণপত্র লেখা হয়েছে তামিল ভাষায়। সংবাদমাধ্যমের খবর, বিয়ের অনুষ্ঠান মেলবোর্নে হলেও সেটি হবে তামিল ব্রাহ্মণ রীতিতেই। এক সপ্তাহের মধ্যে বিয়ের তিনটি আলাদা অনুষ্ঠান করবেন ম্যাক্সওয়েল। দুই পরিবারের স্বজন ও কাছের বন্ধুবান্ধব মিলিয়ে প্রায় ৩৫০ জন অতিথি থাকবেন। 

বিয়ের এই আমন্ত্রণপত্র এরই মধ্যে টুইট করেছেন ভারতীয় অভিনেত্রী কস্তুরী শঙ্কর। এই অভিনেত্রী টুইটে লিখেছেন, ‘ভিনি রমনকে বিয়ে করছেন গ্লেন ম্যাক্সওয়েল। এই মিষ্টি তামিল আমন্ত্রণপত্র থেকে যতটুকু বোঝা যাচ্ছে, তামিল ব্রাহ্মণ রীতিতেই বিয়েটা হবে...সেখানে কি সাদা গাউনের বিয়েও হবে? গ্লেন ও ভিনিকে অভিনন্দন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত