Ajker Patrika

বলের চেয়ে যেন বেশি ‘বাউন্স’ করছে তাসকিনদের টাকার চেক

অনলাইন ডেস্ক
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১৫: ৪২
দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের চেক বাউন্স করেছে আবারও। ছবি: দুর্বার রাজশাহী
দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের চেক বাউন্স করেছে আবারও। ছবি: দুর্বার রাজশাহী

দুদিন আগেই দুর্বার রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ জানিয়েছিলেন, উইকেটে বেশি বাউন্স করলে খেলা কঠিন। গত রাতে রাজশাহীর প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা এসএম মেহেরব হোসেনের কথায় জানা গেল ফ্র্যাঞ্চাইজিটির চেক বাউন্স করার কথা। আজ তাদের এক ক্রিকেটার আজকের পত্রিকাকে ব্যাপারটি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে আজ জানা গেল, দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের চেক আরেকবার বাউন্স করেছে। তাদের ব্যাংক অ্যাউন্টে নাকি পর্যাপ্ত টাকা নেই। এই নিয়ে তিন বার তাদের চেক বাউন্স (চেক ভাঙিয়ে টাকা না পাওয়া) করেছে। পারিশ্রমিক জটিলতা নিয়ে স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, ইয়াসির আলী চৌধুরী রাব্বিরা। আজকের পত্রিকাকে ইয়াসির বলেন, ‘এভাবে প্রতারণা করলে তো খেলা যায় না।’ এবার রাজশাহীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পথেই হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথমে তাসকিন-বিজয়সহ দুর্বার রাজশাহীর স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিক বিতর্কের কথা শোনা যায়। এরপর পরশু তাদের বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। হোটেল বদলের পাশাপাশি সেদিন রংপুর রাইডার্সের বিপক্ষে রাজশাহীর কোনো বিদেশি ক্রিকেটার খেলেনি। একই দিন বিজয় তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছিলেন। সেই ছবিতে ক্রিকেটারদের হাতে চেক দেখা গিয়েছিল।

পারিশ্রমিক ইস্যুতে এবারের বিপিএলের বারোটা এরই মধ্যে বেজে গেছে। এমন অবস্থায় দুর্বার রাজশাহীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমানের গালভরা কথা থেমে নেই! সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ শেষে বিপিএলের সম্প্রচারক টি-স্পোর্টসের সঙ্গে কথা বলার সময় শফিক ছিলেন খুশিতে ডগমগ। তখন তিনি জানিয়েছিলেন, ক্রিকেটারদের বোনাসও দেওয়া হবে। এখন বোনাস তো দূর বাদ, প্রাপ্ত পারিশ্রমিক পেলেই যেন বেঁচে যান রাজশাহীর ক্রিকেটাররা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত