ক্রীড়া ডেস্ক
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে বন্ধ হওয়া আইপিএল পুনরায় শুরু হয়েছে। তবে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ফের মাঠে গড়ালেও ট্রাভিস হেডের ফিরতে দেরি হচ্ছে। কারণ, অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন।
আইপিএলে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় মুখোমুখি হবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদ। লক্ষ্মৌর অটল বিহারি বাজপেয়ী স্টেডিয়ামে হবে এই ম্যাচটি। তবে করোনায় আক্রান্ত হেড এই ম্যাচে খেলতে পারবেন না বলে সানরাইজার্স হায়দরাবাদ কোচ ড্যানিয়েল ভেট্টরি নিশ্চিত করেছেন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গতকাল ভেট্টরি বলেছেন, ‘হেড আগামীকাল (আজ) সকালে আসবে। আসলে সে করোনায় আক্রান্ত। তাই আগে আসতে পারেনি।’
সানরাইজার্স হায়দরাবাদের টুর্নামেন্টে আজকের ম্যাচসহ বাকি ৩ ম্যাচ। ২৩ ও ২৫ মে লিগ পর্বের শেষ দুই ম্যাচে হায়দরাবাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। হেডকে দ্রুতই আইপিএলের বাকি অংশে পাওয়া যাবে বলে আশা করছেন ভেট্টরি। হায়দরাবাদ কোচ বলেন, ‘তার (হেড) কী অবস্থা, আসার পরই আমরা জানতে পারব। পুরোপুরি সেরে উঠলেই দলে যোগ দেওয়ার অনুমতি পাবে।পরের ম্যাচে তাকে পাওয়া যাবে বলে আশা করছি।’
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের কারণে ৯ মে আইপিএল স্থগিত হয়ে গিয়েছিল। যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে ঠিক তার পরের দিন ১০ মে। আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়ায় ফিরতে হয়েছিল হেডকে। বিমানে ভারত থেকে অস্ট্রেলিয়ায় যাওয়া-আসার পথে সাধারণত সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকংয়ে দেওয়া হয় যাত্রাবিরতি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সিঙ্গাপুর ও হংকংয়ে করোনার যে নতুন দুটি ধরন শনাক্ত হয়েছে, সেখান থেকেই অস্ট্রেলিয়ার ক্রিকেটার আক্রান্ত হতে পারেন। যদিও হেড কবে, কীভাবে করোনায় আক্রান্ত হয়েছেন, এই ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি ভেট্টরি।
সানরাইজার্স হায়দরাবাদের মতো হেডের কাছেও এবারের আইপিএল ভুলে যাওয়ার মতোই। লিগ পর্ব থেকে আগেভাগেই বিদায়ঘণ্টা বেজে গিয়েছে দলটির। হেড ১১ ম্যাচে ১০ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন। ২৮.১০ গড় ও ১০৩.০৭ স্ট্রাইকরেটে করেছেন ২৮১ রান। দুটি ফিফটি করেন।
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে বন্ধ হওয়া আইপিএল পুনরায় শুরু হয়েছে। তবে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ফের মাঠে গড়ালেও ট্রাভিস হেডের ফিরতে দেরি হচ্ছে। কারণ, অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন।
আইপিএলে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় মুখোমুখি হবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদ। লক্ষ্মৌর অটল বিহারি বাজপেয়ী স্টেডিয়ামে হবে এই ম্যাচটি। তবে করোনায় আক্রান্ত হেড এই ম্যাচে খেলতে পারবেন না বলে সানরাইজার্স হায়দরাবাদ কোচ ড্যানিয়েল ভেট্টরি নিশ্চিত করেছেন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গতকাল ভেট্টরি বলেছেন, ‘হেড আগামীকাল (আজ) সকালে আসবে। আসলে সে করোনায় আক্রান্ত। তাই আগে আসতে পারেনি।’
সানরাইজার্স হায়দরাবাদের টুর্নামেন্টে আজকের ম্যাচসহ বাকি ৩ ম্যাচ। ২৩ ও ২৫ মে লিগ পর্বের শেষ দুই ম্যাচে হায়দরাবাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। হেডকে দ্রুতই আইপিএলের বাকি অংশে পাওয়া যাবে বলে আশা করছেন ভেট্টরি। হায়দরাবাদ কোচ বলেন, ‘তার (হেড) কী অবস্থা, আসার পরই আমরা জানতে পারব। পুরোপুরি সেরে উঠলেই দলে যোগ দেওয়ার অনুমতি পাবে।পরের ম্যাচে তাকে পাওয়া যাবে বলে আশা করছি।’
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের কারণে ৯ মে আইপিএল স্থগিত হয়ে গিয়েছিল। যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে ঠিক তার পরের দিন ১০ মে। আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়ায় ফিরতে হয়েছিল হেডকে। বিমানে ভারত থেকে অস্ট্রেলিয়ায় যাওয়া-আসার পথে সাধারণত সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকংয়ে দেওয়া হয় যাত্রাবিরতি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সিঙ্গাপুর ও হংকংয়ে করোনার যে নতুন দুটি ধরন শনাক্ত হয়েছে, সেখান থেকেই অস্ট্রেলিয়ার ক্রিকেটার আক্রান্ত হতে পারেন। যদিও হেড কবে, কীভাবে করোনায় আক্রান্ত হয়েছেন, এই ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি ভেট্টরি।
সানরাইজার্স হায়দরাবাদের মতো হেডের কাছেও এবারের আইপিএল ভুলে যাওয়ার মতোই। লিগ পর্ব থেকে আগেভাগেই বিদায়ঘণ্টা বেজে গিয়েছে দলটির। হেড ১১ ম্যাচে ১০ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন। ২৮.১০ গড় ও ১০৩.০৭ স্ট্রাইকরেটে করেছেন ২৮১ রান। দুটি ফিফটি করেন।
দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে ঘুরে দাঁড়ানোর পর অধিনায়ক লিটন দাস বলেছিলেন, নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল তাঁর! আত্মবিশ্বাস ছিল দলকে নিয়েও। তাঁর নেতৃত্বেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
৬ ঘণ্টা আগেকলম্বোয় বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ হলে ঘুরেফিরে আসে ২০১৮ নিদাহাস ট্রফির স্মৃতি। সেবার লঙ্কানদের বিপক্ষে দুবারের লড়াইয়ে দুবারই জিতেছিল বাংলাদেশ। সাত বছর পর সেই প্রেমাদাসায় রচিত হলো ইতিহাস। ৮ উইকেটে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
৮ ঘণ্টা আগেলর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে ‘লো-স্কোরিং থ্রিলারে’ ভারত হারলেও রবীন্দ্র জাদেজার ব্যাটিংয়ের প্রশংসা করেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা। মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাদের নিয়ে প্রাণপণে লড়ে গেছেন জাদেজা। তবে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমলের মতে জাদেজার আরেকটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল।
৮ ঘণ্টা আগেসিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে তেমন কিছুই করতে পারেননি মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। কলম্বোর প্রেমাদাসায় আজ সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে জায়গা মেলেনি তাঁদের। একাদশে দুই পরিবর্তন আনতেই বাজিমাত বাংলাদেশের। মিরাজের পরিবর্তে একাদশে এসেই শেখ মেহেদী হাসান দেখালেন তাঁর ঘূর্ণিজাদু।
৯ ঘণ্টা আগে