Ajker Patrika

পরিবারের প্রয়োজনে আইপিএল খেলছেন না সাকিব 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৬: ৫১
পরিবারের প্রয়োজনে আইপিএল খেলছেন না সাকিব 

সাকিব আল হাসানের আইপিএলে যাওয়া-না যাওয়া নিয়ে আলোচনা যখন তুঙ্গে, সেই মুহূর্তে টুর্নামেন্টটি থেকে তিনি নিজেকে সরিয়ে নেন। সাকিব আইপিএলের শুরু থেকে খেলতে চেয়েছিলেন। সেই হিসাবে বিসিবির কাছে এনওসিও জমা দেন। 

কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবকে এনওসি দেয়নি। আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট জয়ের পর আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক এ নিয়ে মুখ খুলেছেন। সাকিব জানিয়েছেন, পরিবারের জরুরি প্রয়োজনের কারণে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক বলেছেন, ‘না, অবশ্যই ভালো একটা সুযোগ ছিল। যেহেতু বিশ্বকাপের বছর, যেতে পারলে খুব ভালো হতো। কিন্তু পরিবারের জরুরি প্রয়োজনের সঙ্গে কোনো আপস নয়।’ 

এই মুহূর্তে জাতীয় দলের কোনো ব্যস্ততা নেই। ঘরোয়া ক্রিকেটে চলছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সাকিব গতবারের মতো এই মৌসুমেও মোহামেডানের হয়ে খেলছেন। এ সময় মোহামেডানের হয়ে খেলবেন, নাকি যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাবেন প্রশ্নে সাকিব বলেছেন, ‘সেটা সময়ই বলে দেবে, দেখি।’ 

মিরপুর টেস্টে সাকিব আলোচনায় ছিলেন যথেষ্ট বোলিং না করে। দুই ইনিংস মিলিয়ে সাকল্যে ১৭ ওভার বল করেছেন এই বাঁহাতি স্পিনার। প্রথম ইনিংসে বল হাতে তুলে নেন আইরিশ ইনিংসের ৬৬তম ওভারে। বেশি বোলিং না করার ব্যাখ্যায় সাকিব বলেছেন, ‘ওরকম তো কোনো ব্যাখ্যা নেই। বোলিং কাউকে করতেই হবে এমন কোনো কথা নেই। আপনার কাছে পাঁচ-ছয় রকমের অস্ত্র থাকলে সব অস্ত্র ব্যবহার করার দরকার নেই সব সময়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত