Ajker Patrika

আইপিএলে আজ কোহলির সামনে নতুন রেকর্ডের হাতছানি

ক্রীড়া ডেস্ক    
রানের বন্যা বইয়ে দিয়েছেন বিরাট কোহলি। ছবি: ক্রিকইনফো
রানের বন্যা বইয়ে দিয়েছেন বিরাট কোহলি। ছবি: ক্রিকইনফো

রানের বন্যা বইয়ে দিয়ে একের পর এক রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট—সব জায়গাতেই পাল্লা দিয়ে রান করেছেন বলে নামের পাশে জুড়ে গেছে ‘কিং কোহলি’ উপাধি। আইপিএলে আজ ভারতীয় এই ব্যাটারের সামনে রয়েছে নতুন রেকর্ডের হাতছানি।

আইপিএলে আজ লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বাংলাদেশ সময় রাত ৮টায় লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। কোহলি আজ ফিফটি করলেই এক ঢিলে দুই পাখি মারবেন। ৬৩ ফিফটি করে আইপিএলে সর্বোচ্চ ফিফটির রেকর্ডটি হয়ে যাবে তাঁর। বর্তমানে ৬২ ফিফটি করে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সর্বোচ্চ ফিফটির তালিকায় যৌথভাবে শীর্ষে ওয়ার্নার ও কোহলি। ফিফটি করলে বেঙ্গালুরুর প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ৯ হাজার রানের কীর্তি গড়বেন কোহলি। বর্তমানে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে তাঁর রান ৮৯৭৬।

বেঙ্গালুরুর হয়ে ৮৯৭৬ রান করতে কোহলি খেলেছেন ২৭০ ইনিংস। এত রানের মধ্যে আইপিএলে ২৫৬ ইনিংসে ৮৫৫২ রান। বাকি ১৪ ইনিংসে ৪২৪ রান করেছেন চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে। বেঙ্গালুরুর জার্সিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কোহলির পরে আছেন এবি ডি ভিলিয়ার্স। ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে এসেছে ৪৫২২ রান।

৮৫৫২ রান করে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহক কোহলি। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ৬২ ফিফটির পাশাপাশি ৮ সেঞ্চুরি করেছেন তিনি। ২০০৮ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেই আছেন কোহলি। এবারের আইপিএলে ৫৪৮ রান করে এখনো পর্যন্ত সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় ছয়ে তিনি। গড় ৬০.৮৮ ও স্ট্রাইকরেট ১৪৫.৩৫। করেছেন ৭ ফিফটি।

গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ানস—এই চার দল এবারের আইপিএলের প্লে অফ নিশ্চিত করেছে। যার মধ্যে পাঞ্জাব প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছে। আজ বেঙ্গালুরু জিতলে ১৯ পয়েন্ট নিয়ে সেরা দুইয়ে থাকা নিশ্চিত করবে। কোহলির দল বর্তমানে ১৭ পয়েন্ট নিয়ে তিনে। পয়েন্ট তালিকার তিন ও চারে থাকা দল খেলবে এলিমিনেটর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ভিসায় ছয় দেশ

এর জবাব দেশে দিইনি, জাপানে দিলে বিপদ হবে: পদত্যাগ প্রশ্নে ড. ইউনূস

চারটি গুলির পর নিরস্ত্র মেজর সিনহার গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়: অ্যাটর্নি জেনারেল

চট্টগ্রামে নারীকে লাথি মেরে ফেলে দেওয়া ‘শিবিরের লোক’ আকাশ চৌধুরীকে ধরছে না পুলিশ

‘বাংলাদেশের বিপক্ষে জিতলেও পাকিস্তানের কোনো লাভ হবে না’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত