নিজস্ব প্রতিবেদক, চেন্নাই থেকে
নিউজিল্যান্ড দলের সংবাদ সম্মেলন আর মিক্সড জোন শেষে অপেক্ষা শুরু। আইসিসির ভেন্যু ম্যানেজারের তাগাদায় প্রায় আধঘণ্টার অপেক্ষা শেষে সহকারী কোচ নিক পোথাস আর একজন ক্রিকেটারকে নিয়ে মিক্সড জোনে এলেন বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার।
মিক্সড জোনে মোস্তাফিজুর রহমানকে দেখে একটু বিস্ময় বাংলাদেশি সাংবাদিকদের চোখে। বেশির ভাগ সময়ে সংবাদমাধ্যম থেকে দূরে থাকা ফিজ যথারীতি বড় প্রশ্নে ছোট উত্তর দিলেন। তিন ম্যাচের দুটিতে বড় ব্যবধানে হেরেও এখনো বড় আশা তাঁর, ‘অসম্ভব কোনো কিছু না। আমরা ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি।’
তবে আজ মোস্তাফিজের আফসোস ঝরল আরও ৩০ রান না হওয়ার, ‘আমরা পেসাররা শুরুটা ভালো করেছিলাম। আমাদের যদি আরও ৩০ রান বেশি হতো, তাহলে আরও সুযোগ থাকত। ওরা আরেকটু ঝুঁকি নিয়ে খেলত। ২৮০-এর মতো হলে ভালো কিছু হতো।’
ব্যাটাররা ভালো সংগ্রহ এনে দিতে পারছেন না বোলারদের। ধারাবাহিক ব্যর্থ সতীর্থ ব্যাটারদের নিয়ে আশাবাদী মোস্তাফিজ, ‘আশা করি ব্যাটারদের ভালো দিন আসছে।’তাসকিন আহমেদ এখনো নিজেকে মেলে ধরতে পারেননি যথার্থভাবে। মোস্তাফিজ পাশে থাকছেন তাসকিনের, ‘সে তো খারাপ করছে না। ভালো-খারাপ মিলিয়েই হয়। কিছু সময় চাইলেই বোলিং করলে উইকেট পাবেন। কিছু সময় আল্লাহ-বিল্লাহ করলেও পাচ্ছেন না!’
নিউজিল্যান্ড দলের সংবাদ সম্মেলন আর মিক্সড জোন শেষে অপেক্ষা শুরু। আইসিসির ভেন্যু ম্যানেজারের তাগাদায় প্রায় আধঘণ্টার অপেক্ষা শেষে সহকারী কোচ নিক পোথাস আর একজন ক্রিকেটারকে নিয়ে মিক্সড জোনে এলেন বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার।
মিক্সড জোনে মোস্তাফিজুর রহমানকে দেখে একটু বিস্ময় বাংলাদেশি সাংবাদিকদের চোখে। বেশির ভাগ সময়ে সংবাদমাধ্যম থেকে দূরে থাকা ফিজ যথারীতি বড় প্রশ্নে ছোট উত্তর দিলেন। তিন ম্যাচের দুটিতে বড় ব্যবধানে হেরেও এখনো বড় আশা তাঁর, ‘অসম্ভব কোনো কিছু না। আমরা ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি।’
তবে আজ মোস্তাফিজের আফসোস ঝরল আরও ৩০ রান না হওয়ার, ‘আমরা পেসাররা শুরুটা ভালো করেছিলাম। আমাদের যদি আরও ৩০ রান বেশি হতো, তাহলে আরও সুযোগ থাকত। ওরা আরেকটু ঝুঁকি নিয়ে খেলত। ২৮০-এর মতো হলে ভালো কিছু হতো।’
ব্যাটাররা ভালো সংগ্রহ এনে দিতে পারছেন না বোলারদের। ধারাবাহিক ব্যর্থ সতীর্থ ব্যাটারদের নিয়ে আশাবাদী মোস্তাফিজ, ‘আশা করি ব্যাটারদের ভালো দিন আসছে।’তাসকিন আহমেদ এখনো নিজেকে মেলে ধরতে পারেননি যথার্থভাবে। মোস্তাফিজ পাশে থাকছেন তাসকিনের, ‘সে তো খারাপ করছে না। ভালো-খারাপ মিলিয়েই হয়। কিছু সময় চাইলেই বোলিং করলে উইকেট পাবেন। কিছু সময় আল্লাহ-বিল্লাহ করলেও পাচ্ছেন না!’
টেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৪ মিনিট আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১ ঘণ্টা আগেএবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেবেশির ভাগ সময় বিদেশিরা আইপিএলে ছড়ি ঘোরালেও এবারেরটা একটু ব্যতিক্রম। ১৮তম আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা খেলছেন দাপট দেখিয়েছেন। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভারতীয়দের জয়জয়কার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে