নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শেষ টেস্টে শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানে পরাজয়ের রেশ তখনও কাটেনি। এর মধ্যেই সংবাদ সম্মেলন কক্ষে ঢুকে নিজের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। দশ মিনিটের ভেতর বক্তব্য শেষ করে ফিরে যান ড্রেসিংরুমে। তবে শান্তর এমন সিদ্ধান্ত বিসিবিতে ছড়িয়ে দিয়েছে স্তব্ধতা। এখন তাই খুঁজতে হচ্ছে নতুন অধিনায়ক।
গতকাল ওয়ানডে দলের সঙ্গে কলম্বো পৌঁছেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। শান্ত সংবাদ সম্মেলন শেষ করে ফিরে যাওয়ার পরপরই ফাহিম ড্রেসিংরুমে প্রবেশ করেন। সেখানে চলে এক ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক। ধারণা করা হচ্ছে, সেখানে শান্তর সিদ্ধান্তর বিস্তারিত ব্যাখ্যাও চাওয়া হয়েছে।
নতুন অধিনায়ক নির্বাচন নিয়ে এখনো পরিকল্পনা শুরু করেনি বিসিবি। ফাহিম বলেন, ‘এখন আমাদের নতুন করে ভাবতে হবে। এই মুহূর্তে সে ভাবনা শুরু হয়নি। তবে শান্তর সিদ্ধান্তকে আমি সম্মান করি। তার অধিনায়কত্বের গুণ দলকে ভালো কিছু দিয়েছে। আশা করি, ব্যাটার হিসেবে সে দারুণ অবদান রাখবে। শুভকামনা রইল তার জন্য।’
নতুন নেতৃত্ব নিয়ে কথার প্রসঙ্গে ফাহিম যোগ করেন, ‘দ্বিতীয় ব্যক্তি হিসেবে যাকে বলা হয়েছে, সে মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে দলের দায়িত্ব এখন তার কাঁধে। আমি ধরেই নিয়েছিলাম শান্তই নিয়মিতভাবে নেতৃত্ব দেবে।’
শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে ওয়ানডে নেতৃত্ব হারান শান্ত। সূত্র বলছে, সফর-পূর্ব সংবাদ সম্মেলনের সময়ও শান্ত জানতেন না যে তাঁকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। যা আলোচনার জন্ম দিয়েছিল বেশ। গল টেস্টে বাংলাদেশের ভালো পারফরম্যান্সের কারণে বিষয়টি চাপা পড়ে যায়। কিন্তু কলম্বো টেস্ট শুরুর আগেই ফের উঠে আসে নেতৃত্ব ছাড়া নিয়ে নিয়ে প্রশ্ন।
মাঠেই শান্তর টেস্ট নেতৃত্ব ছাড়ার বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফাহিম বলেন, ‘আমার ধারণা ছিল, এই সিদ্ধান্ত আরও পরে হবে। আজই হবে, সেটা আশা করিনি। বোর্ড যখন সিদ্ধান্ত নিয়েছে, তখন শান্তর সঙ্গে আলোচনা করেই নিয়েছে। আমরা যদি অতীতের দিকে তাকাই, দেখি আমরা খুবই অধারাবাহিক মাঝে মাঝে ভালো খেলি, বেশিরভাগ সময়েই প্রত্যাশা অনুযায়ী নয়।’
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শেষ টেস্টে শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানে পরাজয়ের রেশ তখনও কাটেনি। এর মধ্যেই সংবাদ সম্মেলন কক্ষে ঢুকে নিজের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। দশ মিনিটের ভেতর বক্তব্য শেষ করে ফিরে যান ড্রেসিংরুমে। তবে শান্তর এমন সিদ্ধান্ত বিসিবিতে ছড়িয়ে দিয়েছে স্তব্ধতা। এখন তাই খুঁজতে হচ্ছে নতুন অধিনায়ক।
গতকাল ওয়ানডে দলের সঙ্গে কলম্বো পৌঁছেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। শান্ত সংবাদ সম্মেলন শেষ করে ফিরে যাওয়ার পরপরই ফাহিম ড্রেসিংরুমে প্রবেশ করেন। সেখানে চলে এক ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক। ধারণা করা হচ্ছে, সেখানে শান্তর সিদ্ধান্তর বিস্তারিত ব্যাখ্যাও চাওয়া হয়েছে।
নতুন অধিনায়ক নির্বাচন নিয়ে এখনো পরিকল্পনা শুরু করেনি বিসিবি। ফাহিম বলেন, ‘এখন আমাদের নতুন করে ভাবতে হবে। এই মুহূর্তে সে ভাবনা শুরু হয়নি। তবে শান্তর সিদ্ধান্তকে আমি সম্মান করি। তার অধিনায়কত্বের গুণ দলকে ভালো কিছু দিয়েছে। আশা করি, ব্যাটার হিসেবে সে দারুণ অবদান রাখবে। শুভকামনা রইল তার জন্য।’
নতুন নেতৃত্ব নিয়ে কথার প্রসঙ্গে ফাহিম যোগ করেন, ‘দ্বিতীয় ব্যক্তি হিসেবে যাকে বলা হয়েছে, সে মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে দলের দায়িত্ব এখন তার কাঁধে। আমি ধরেই নিয়েছিলাম শান্তই নিয়মিতভাবে নেতৃত্ব দেবে।’
শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে ওয়ানডে নেতৃত্ব হারান শান্ত। সূত্র বলছে, সফর-পূর্ব সংবাদ সম্মেলনের সময়ও শান্ত জানতেন না যে তাঁকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। যা আলোচনার জন্ম দিয়েছিল বেশ। গল টেস্টে বাংলাদেশের ভালো পারফরম্যান্সের কারণে বিষয়টি চাপা পড়ে যায়। কিন্তু কলম্বো টেস্ট শুরুর আগেই ফের উঠে আসে নেতৃত্ব ছাড়া নিয়ে নিয়ে প্রশ্ন।
মাঠেই শান্তর টেস্ট নেতৃত্ব ছাড়ার বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফাহিম বলেন, ‘আমার ধারণা ছিল, এই সিদ্ধান্ত আরও পরে হবে। আজই হবে, সেটা আশা করিনি। বোর্ড যখন সিদ্ধান্ত নিয়েছে, তখন শান্তর সঙ্গে আলোচনা করেই নিয়েছে। আমরা যদি অতীতের দিকে তাকাই, দেখি আমরা খুবই অধারাবাহিক মাঝে মাঝে ভালো খেলি, বেশিরভাগ সময়েই প্রত্যাশা অনুযায়ী নয়।’
ক্রীড়াঙ্গনে ম্যাচ পাতানোর খবর শোনা যায় অহরহ। দল ও ক্লাবগুলো প্রায়ই পেয়ে থাকে নিষেধাজ্ঞা। অনেক সময় ক্লাবের কর্মকর্তারাও আজীবন বা সাময়িকভাবে নিষিদ্ধ হয়ে যান। এবার আর্সেনাল তিভাত নামের এক ক্লাবকে কঠিন শাস্তি দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
১ ঘণ্টা আগে১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ভালো সময়ের চেয়ে খারাপ সময়টাই বেশি দেখেছেন লিটন দাস। আর বাজে সময়ে সমালোচনা তো বটেই, সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকদের কী পরিমাণ বিদ্রূপ চলে, সেটা তাঁর চেয়ে আর ভালো কে জানবেন! ব্যর্থতার চক্রে ঘুরপাক খেতে থাকা লিটন এবার ফিরলেন লঙ্কা জয় করে।
২ ঘণ্টা আগে২০ ওভারের ক্রিকেটেই যেখানে উচ্ছ্বাস-হতাশা, আনন্দ-বেদনার জমাট গল্প, সেখানে পাঁচ দিনের ক্রিকেট মাঠে গিয়ে দেখবে কে! বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা বিচ্ছিন্নভাবে লাল বলের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার কথা জানিয়েছিলেন। কিন্তু প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পর দীর্ঘ দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও হারি
৩ ঘণ্টা আগেশেষ ভালো যাঁর, সব ভালো তাঁর—কলম্বোর প্রেমাদাসায় গত রাতে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশ দলকে নিয়ে এমনটা বলা যায়। এবারের শ্রীলঙ্কা সফরটা নেহাতই মন্দ হয়নি বাংলাদেশের। টেস্ট সিরিজ হারলেও গলে বীরত্বপূর্ণ ড্র করেছে দলটি। ওয়ানডে সিরিজও জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। সব ছাপিয়ে বাংলাদেশ সফর
৩ ঘণ্টা আগে