নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শেষ টেস্টে শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানে পরাজয়ের রেশ তখনও কাটেনি। এর মধ্যেই সংবাদ সম্মেলন কক্ষে ঢুকে নিজের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। দশ মিনিটের ভেতর বক্তব্য শেষ করে ফিরে যান ড্রেসিংরুমে। তবে শান্তর এমন সিদ্ধান্ত বিসিবিতে ছড়িয়ে দিয়েছে স্তব্ধতা। এখন তাই খুঁজতে হচ্ছে নতুন অধিনায়ক।
গতকাল ওয়ানডে দলের সঙ্গে কলম্বো পৌঁছেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। শান্ত সংবাদ সম্মেলন শেষ করে ফিরে যাওয়ার পরপরই ফাহিম ড্রেসিংরুমে প্রবেশ করেন। সেখানে চলে এক ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক। ধারণা করা হচ্ছে, সেখানে শান্তর সিদ্ধান্তর বিস্তারিত ব্যাখ্যাও চাওয়া হয়েছে।
নতুন অধিনায়ক নির্বাচন নিয়ে এখনো পরিকল্পনা শুরু করেনি বিসিবি। ফাহিম বলেন, ‘এখন আমাদের নতুন করে ভাবতে হবে। এই মুহূর্তে সে ভাবনা শুরু হয়নি। তবে শান্তর সিদ্ধান্তকে আমি সম্মান করি। তার অধিনায়কত্বের গুণ দলকে ভালো কিছু দিয়েছে। আশা করি, ব্যাটার হিসেবে সে দারুণ অবদান রাখবে। শুভকামনা রইল তার জন্য।’
নতুন নেতৃত্ব নিয়ে কথার প্রসঙ্গে ফাহিম যোগ করেন, ‘দ্বিতীয় ব্যক্তি হিসেবে যাকে বলা হয়েছে, সে মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে দলের দায়িত্ব এখন তার কাঁধে। আমি ধরেই নিয়েছিলাম শান্তই নিয়মিতভাবে নেতৃত্ব দেবে।’
শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে ওয়ানডে নেতৃত্ব হারান শান্ত। সূত্র বলছে, সফর-পূর্ব সংবাদ সম্মেলনের সময়ও শান্ত জানতেন না যে তাঁকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। যা আলোচনার জন্ম দিয়েছিল বেশ। গল টেস্টে বাংলাদেশের ভালো পারফরম্যান্সের কারণে বিষয়টি চাপা পড়ে যায়। কিন্তু কলম্বো টেস্ট শুরুর আগেই ফের উঠে আসে নেতৃত্ব ছাড়া নিয়ে নিয়ে প্রশ্ন।
মাঠেই শান্তর টেস্ট নেতৃত্ব ছাড়ার বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফাহিম বলেন, ‘আমার ধারণা ছিল, এই সিদ্ধান্ত আরও পরে হবে। আজই হবে, সেটা আশা করিনি। বোর্ড যখন সিদ্ধান্ত নিয়েছে, তখন শান্তর সঙ্গে আলোচনা করেই নিয়েছে। আমরা যদি অতীতের দিকে তাকাই, দেখি আমরা খুবই অধারাবাহিক মাঝে মাঝে ভালো খেলি, বেশিরভাগ সময়েই প্রত্যাশা অনুযায়ী নয়।’
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শেষ টেস্টে শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানে পরাজয়ের রেশ তখনও কাটেনি। এর মধ্যেই সংবাদ সম্মেলন কক্ষে ঢুকে নিজের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। দশ মিনিটের ভেতর বক্তব্য শেষ করে ফিরে যান ড্রেসিংরুমে। তবে শান্তর এমন সিদ্ধান্ত বিসিবিতে ছড়িয়ে দিয়েছে স্তব্ধতা। এখন তাই খুঁজতে হচ্ছে নতুন অধিনায়ক।
গতকাল ওয়ানডে দলের সঙ্গে কলম্বো পৌঁছেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। শান্ত সংবাদ সম্মেলন শেষ করে ফিরে যাওয়ার পরপরই ফাহিম ড্রেসিংরুমে প্রবেশ করেন। সেখানে চলে এক ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক। ধারণা করা হচ্ছে, সেখানে শান্তর সিদ্ধান্তর বিস্তারিত ব্যাখ্যাও চাওয়া হয়েছে।
নতুন অধিনায়ক নির্বাচন নিয়ে এখনো পরিকল্পনা শুরু করেনি বিসিবি। ফাহিম বলেন, ‘এখন আমাদের নতুন করে ভাবতে হবে। এই মুহূর্তে সে ভাবনা শুরু হয়নি। তবে শান্তর সিদ্ধান্তকে আমি সম্মান করি। তার অধিনায়কত্বের গুণ দলকে ভালো কিছু দিয়েছে। আশা করি, ব্যাটার হিসেবে সে দারুণ অবদান রাখবে। শুভকামনা রইল তার জন্য।’
নতুন নেতৃত্ব নিয়ে কথার প্রসঙ্গে ফাহিম যোগ করেন, ‘দ্বিতীয় ব্যক্তি হিসেবে যাকে বলা হয়েছে, সে মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে দলের দায়িত্ব এখন তার কাঁধে। আমি ধরেই নিয়েছিলাম শান্তই নিয়মিতভাবে নেতৃত্ব দেবে।’
শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে ওয়ানডে নেতৃত্ব হারান শান্ত। সূত্র বলছে, সফর-পূর্ব সংবাদ সম্মেলনের সময়ও শান্ত জানতেন না যে তাঁকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। যা আলোচনার জন্ম দিয়েছিল বেশ। গল টেস্টে বাংলাদেশের ভালো পারফরম্যান্সের কারণে বিষয়টি চাপা পড়ে যায়। কিন্তু কলম্বো টেস্ট শুরুর আগেই ফের উঠে আসে নেতৃত্ব ছাড়া নিয়ে নিয়ে প্রশ্ন।
মাঠেই শান্তর টেস্ট নেতৃত্ব ছাড়ার বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফাহিম বলেন, ‘আমার ধারণা ছিল, এই সিদ্ধান্ত আরও পরে হবে। আজই হবে, সেটা আশা করিনি। বোর্ড যখন সিদ্ধান্ত নিয়েছে, তখন শান্তর সঙ্গে আলোচনা করেই নিয়েছে। আমরা যদি অতীতের দিকে তাকাই, দেখি আমরা খুবই অধারাবাহিক মাঝে মাঝে ভালো খেলি, বেশিরভাগ সময়েই প্রত্যাশা অনুযায়ী নয়।’
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। যে চাওয়ার কথা গতকাল টুর্নামেন্ট শুরুর দিন দুবাইয়ে ‘ক্যাপ্টেন’স মিট’-এ বলেছিলেন দলের অধিনায়ক লিটন দাস। কিন্তু বাস্তবতার সঙ্গে এই চাওয়াটা কতটা সংগতিপূর্ণ তা নিয়ে প্রশ্ন আছে।
১৪ মিনিট আগে২০২৫ এশিয়া কাপে ভুলে যাওয়ার মতো শুরু করেছে হংকং। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়েছে আফগানিস্তান। বড় ব্যবধানে হারের পর এখন ঘুরে দাঁড়াতে মরিয়া হংকং।
২ ঘণ্টা আগেটি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে এবারের এশিয়া কাপে। ভারত বাদে টুর্নামেন্টে খেলছে আরও ৭ দল। কিন্তু কোনো দলকেই ভারতের সমকক্ষ হিসেবে মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। এমনকি বাংলাদেশও ভারতের সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।
২ ঘণ্টা আগেএশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন আবুধাবিতে। একই সময়ে দেশে প্রায় দেড় শ ক্রিকেটার আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টির জন্য ঘাম ঝরাচ্ছেন স্থানীয় কোচদের তত্ত্বাবধানে। দেশের ক্রিকেটে ব্যস্ততার এই সময়েও আলোচনায় বিসিবির এলিট কোচদের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচেস এডুকেটরদের বিশেষ সেশন।
২ ঘণ্টা আগে