Ajker Patrika

সেমিফাইনালে যেতে ১২.১ ওভারে ১১৬ করতে হবে বাংলাদেশকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ জুন ২০২৪, ০৯: ২৬
সেমিফাইনালে যেতে ১২.১ ওভারে ১১৬ করতে হবে বাংলাদেশকে

সেন্ট ভিনসেন্টে বোলারদের দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানকে ১১৫ রানে আটকে ফেলেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করতে হলে বাংলাদেশকে এই রান তাড়া করতে হবে ১২.১ ওভারের মধ্যে।

আর্নস ভেল গ্রাউন্ডে সেমিফাইনালের জটিল সমীকরণের ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। এই বিশ্বকাপে আফগানিস্তান এত দূর যাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩ ম্যাচে অন্তত ১০০ রানের জুটি গড়েছেন গুরবাজ-ইব্রাহিম। বাংলাদেশ ম্যাচের আগ পর্যন্ত এই বিশ্বকাপে ওপেনিং জুটিতে সর্বোচ্চ গড় (৭৬.৬০) এই জুটির। এই ম্যাচেও দারুণ শুরু পেয়েছিলেন তাঁরা। তবে তাঁদের কঠিন পরীক্ষা নিয়েছেন তাসকিন আহমেদ-রিশাদ হোসেনরা। নিজেদের ধরন অনুযায়ী খেলতে দেননি তাঁদের। 

পাওয়ার-প্লেতে ২৭ রান তুলতে পারে আফগানিস্তান। ওভারপ্রতি আফগান ওপেনাররা রান তুলতে পেরেছেন ৪.৫০ ইকোনমিতে। সংগ্রাম করছিলেন দুজনে। একটু দেরি হলেও রিশাদ হোসেনের ঘূর্ণি জাদুতে ৫৯ রানে ভাঙে গুরবাজ-ইব্রাহিমের জুটি।

১১তম ওভারে চতুর্থ বলে জায়গা বানিয়ে তুলে মেরেছিলেন ইব্রাহিম। লং অফ থেকে অনেকটা ছুটে গিয়ে ক্যাচ নিয়েছেন তানজিম হাসান সাকিব। ২৯ বলে ২৮ রান আসে ইব্রাহিমের ব্যাট থেকে।

ইব্রাহিমকে ফিরিয়ে অনন্য এক রেকর্ড গড়েন রিশাদ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই লেগ স্পিনারের শিকার এখন ১৪ উইকেট। ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১১ উইকেট শিকার করেছিলেন এই অলরাউন্ডার। সাকিবের রেকর্ডটি ছিল ২০২১ বিশ্বকাপে।

১৬তম ওভারে আজমতউল্লাহ ওমরজাইকে ফেরান (১০) মোস্তাফিজুর রহমান। ১৭তম ওভারে আরেক ওপেনার গুরবাজকেও ফেরান রিশাদ। ৫৫ বলে ৪৩ রানের মন্থর এক ইনিংস খেলেছেন এই তরুণ ব্যাটার। একই ওভারে গুলবাদিন নায়েবকেও (৩) ফেরান রিশাদ। শেষ দিকে রশিদ খানের ৩ ছক্কায় ১০ বলে ১৯ রানের ইনিংসের কল্যাণে ৫ উইকেটে ১১৫ রান তোলে আফগানিস্তান। ২৬ রান দিয়ে ৩টি উইকেট শিকার রিশাদের। মোস্তাফিজ ও তাসকিন নিয়েছেন ১টি করে উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত