Ajker Patrika

কোয়ারেন্টিনে থেকেই মোহামেডানের হলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১২ মে ২০২১, ১৬: ০৮
কোয়ারেন্টিনে থেকেই মোহামেডানের হলেন সাকিব

ঢাকা: আইপিএল খেলে ভারত থেকে ফিরে সাকিব আল হাসান কোয়ারেন্টিন–পর্ব সারছেন রাজধানীর একটি হোটেলে। ঘর থেকে বের হওয়ার অনুমতি এখনো মেলেনি। তবে কোয়ারেন্টিনে থেকেই একটি আনুষ্ঠানিকতা সেরেছেন সাকিব। ঢাকা প্রিমিয়ার লিগ তিনি খেলবেন মোহামেডানের হয়ে।

গত বছরের মার্চে স্থগিত হওয়া প্রিমিয়ার লিগ এবারের হচ্ছে টি–টোয়েন্টি সংস্করণে। ক্রিকেটারদের দলও বদলাতে হচ্ছে না, থাকছেন আগের দলেই। সাকিবের বিষয়টি ছিল ভিন্ন। আইসিসির নিষেধাজ্ঞায় তিনি কোনো দলেই ছিলেন না গত প্রিমিয়ার লিগে। প্রশ্ন ছিল, এবার তিনি কোন দলে খেলবেন? সে উত্তরটাও মিলেছে। সাকিব নাম লিখিয়েছেন মোহামেডানে।

মোহামেডানের সঙ্গে সাকিবের কথাবার্তা হয়েছিল আগেই। সেটি চূড়ান্ত হয়েছে আইপিএল থেকে ফেরার পর। কাল সাকিব–স্বাক্ষরিত একটি চিঠি বিসিবিতে জমাও দিয়েছে মোহামেডান। মোহামেডানের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা আজ ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে বিসিবি পরিচালক ও মোহামেডান সদস্য মাহবুব আনামের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করছেন সাকিব। প্রশ্ন উঠেছে, কোয়ারেন্টিনে থেকে কীভাবে এই চুক্তি সম্ভব? অবশ্য ছবিটা পুরোনো বলেই দাবি সংশ্লিষ্টদের।

সাকিবের সামনে সুযোগ ছিল জুনের প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোরের হয়ে খেলার। সাকিব পিসিএল নয়, বেছে নিয়েছেন ডিপিএলকেই। তিনি এরই মধ্যে ডিপিএলে খেলার বিষয়টি নিশ্চিত করে ফেললেও পিসিএলে দল পাওয়া লিটন ও মাহমুদউল্লাহ প্রিমিয়ার লিগ খেলবেন কি না, সে ব্যাপারে কিছু জানাননি। গত বছর স্থগিত হওয়া লিগটিতে লিটন আবাহনীর হয়ে এবং মাহমুদউল্লাহ গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে প্রথম রাউন্ড খেলেছিলেন। একই সময়ে দুটি লিগ হলে এ দুই ক্রিকেটার পিসিএল না ডিপিএল বেছে নেন, সেটিই দেখার বিষয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত