Ajker Patrika

বেটিং কোম্পানির লোগো ব্যবহারে আইসিসির ‘বিশেষ নিয়ম’

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৩: ১৭
বেটিং কোম্পানির লোগো ব্যবহারে আইসিসির ‘বিশেষ নিয়ম’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলগুলোর জার্সিতে প্রায়ই দেখা যায় বেটিং কোম্পানির লোগো। যে কারণে ক্রিকেটারদের বিপাকে পড়তে হয় প্রায়ই। ক্রিকেটার ও দলগুলোকে এমন দুশ্চিন্তা থেকে মুক্ত করতে এক ‘বিশেষ নিয়ম’ চালু করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। 

আইসিসির এই বিশেষ নিয়মের কথা জানিয়েছে অন্যতম জনপ্রিয় ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস।’ ‘দ্য টাইমসের’ খবরে বলা হয়েছে, আইসিসি ইভেন্টে বেটিং কোম্পানির প্রচারণা চালানো যাবে না। তবে দলগুলো দ্বিপক্ষীয় সিরিজে তাদের জার্সিতে বেটিং কোম্পানির লোগো ব্যবহার করতে পারবে। 

বেটিং কোম্পানির প্রচারণায় জড়িয়ে কদিন আগে আলোচনায় এসেছেন ব্রেন্ডন ম্যাককালাম। ৩১ মার্চ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর পর বেটিং কোম্পানি ২২ বেট ইন্ডিয়ার বিজ্ঞাপনে দেখা যাচ্ছে ম্যাককালামকে। নিজেকে এই কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবে উল্লেখ করেছেন নিউজিল্যান্ডের সাবেক এই ব্যাটার। বিজ্ঞাপনটি নিয়ে অভিযোগ ওঠার পর গুগল নিউজিল্যান্ড থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নেয়। এরপর ২২ বেট কোম্পানির বিজ্ঞাপনের বিষয়টি তদন্ত করে দেখার কথা জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক এখন আছেন চাকরি হারানোর শঙ্কায়। গত বছরের মে মাসে ইংল্যান্ডের টেস্ট দলের কোচের দায়িত্ব নেন ম্যাককালাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত