ক্রীড়া ডেস্ক
জসপ্রীত বুমরার সঙ্গে ভারতীয় দল উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল। সঙ্গে প্রস্তুত হচ্ছিলেন মুম্বাইয়ের ওয়াংখেড়ের গ্যালারিতে থাকা দর্শকেরাও। তবে মোহাম্মদ শামির লোপ্পা ক্যাচ মিসে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়।
৩৯৮ রান তাড়া করতে নামা নিউজিল্যান্ডের ইনিংসের ২৯ তম ওভারের ঘটনা। ওভারের পঞ্চম বলে বুমরাকে পুল করেন কেইন উইলিয়ামসন। মিড অনে দাড়িয়ে থাকা শামির হাত গলে বেরিয়ে যায় সহজ ক্যাচ। ভারতীয় এই পেসার ক্যাচ ধরলে তখন নিউজিল্যান্ডের স্কোর হতো ২৮.৫ ওভারে ৩ উইকেটে ১৮৬ রান। উইলিয়ামসনের স্কোর তখন ছিল ৫২ রান। এই ক্যাচ মিসের পর ভারতীয় বোলারদের ওপর নিউজিল্যান্ডের রানের চাকা বাড়তে থাকে দ্রুত গতিতে। ড্যারিল মিচেল ও উইলিয়ামসন একের পর এক বাউন্ডারি মারতে থাকেন।
৩৩ তম ওভারের প্রথম বলে শামিকে মিড উইকেটে ঠেলে সিঙ্গেল নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন মিচেল। ঠিক তার পরের বলেই ‘জীবন পাওয়া’ উইলিয়ামসনের উইকেটই তুলে নেন শামি। কিউই ব্যাটার ফ্লিক করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে সূর্যকুমারের তালুবন্দী হয়েছেন। ৭৩ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬৯ রান করেন উইলিয়ামসন। এই উইকেটেই শামির বিশ্বকাপ ক্যারিয়ারের ৫০ তম উইকেট। তাতে ভেঙে যায় তৃতীয় উইকেটে উইলিয়ামসন-মিচেলের ১৪৯ বলে ১৮১ রানের জুটি।
উইলিয়ামসনকে যে ওভারে ফিরিয়েছেন, সেই ওভারেই শামি তুলে নিয়েছেন আরও এক উইকেট। ৩৩ তম ওভারের চতুর্থ বলে টম লাথামকে অসাধারণ এক ডেলিভারিতে এলবিডব্লুর ফাঁদে ফেলেন শামি। ভারতীয় এই পেসারের জোড়া আঘাতে ৩৩.৪ ওভারে ৪ উইকেটে ২২০ রান। তাতে শামির বিশ্বকাপ ক্যারিয়ারের উইকেট সংখ্যা হয়ে যায় ৫১। এরপরই রানের চাকা তুলনামূলক ধীর গতির হয়ে যায় নিউজিল্যান্ডের। উইকেটে আসা গ্লেন ফিলিপস রানের জন্য সংগ্রাম করছেন। অন্যদিকে মিচেল পায়ের ব্যথা সামলে রানের চাকা সচল রাখছেন। ৪০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৪ উইকেটে ২৬৬ রান। ১০৭ বলে ৯ চার ও ৭ ছক্কায় ১২৬ রান করে অপরাজিত আছেন মিচেল। আর ২২ বলে ২ চারে ১৯ রান করে ব্যাটিং করছেন ফিলিপস।
নিউজিল্যান্ডের ৪ উইকেটের ৪টিই নিয়েছেন শামি। ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র দুই ওপেনারকেই উইকেটরক্ষক লোকেশ রাহুলের ক্যাচে পরিণত করেন শামি। ৩৯ রানে ২ উইকেট হারানো কিউইরা এরপর দিশা খুঁজে পাচ্ছিল উইলিয়ামসন-মিচেলের জুটিতে। সেই জুটি ভেঙে ভারতকে ম্যাচে ফেরান শামি।
জসপ্রীত বুমরার সঙ্গে ভারতীয় দল উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল। সঙ্গে প্রস্তুত হচ্ছিলেন মুম্বাইয়ের ওয়াংখেড়ের গ্যালারিতে থাকা দর্শকেরাও। তবে মোহাম্মদ শামির লোপ্পা ক্যাচ মিসে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়।
৩৯৮ রান তাড়া করতে নামা নিউজিল্যান্ডের ইনিংসের ২৯ তম ওভারের ঘটনা। ওভারের পঞ্চম বলে বুমরাকে পুল করেন কেইন উইলিয়ামসন। মিড অনে দাড়িয়ে থাকা শামির হাত গলে বেরিয়ে যায় সহজ ক্যাচ। ভারতীয় এই পেসার ক্যাচ ধরলে তখন নিউজিল্যান্ডের স্কোর হতো ২৮.৫ ওভারে ৩ উইকেটে ১৮৬ রান। উইলিয়ামসনের স্কোর তখন ছিল ৫২ রান। এই ক্যাচ মিসের পর ভারতীয় বোলারদের ওপর নিউজিল্যান্ডের রানের চাকা বাড়তে থাকে দ্রুত গতিতে। ড্যারিল মিচেল ও উইলিয়ামসন একের পর এক বাউন্ডারি মারতে থাকেন।
৩৩ তম ওভারের প্রথম বলে শামিকে মিড উইকেটে ঠেলে সিঙ্গেল নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন মিচেল। ঠিক তার পরের বলেই ‘জীবন পাওয়া’ উইলিয়ামসনের উইকেটই তুলে নেন শামি। কিউই ব্যাটার ফ্লিক করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে সূর্যকুমারের তালুবন্দী হয়েছেন। ৭৩ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬৯ রান করেন উইলিয়ামসন। এই উইকেটেই শামির বিশ্বকাপ ক্যারিয়ারের ৫০ তম উইকেট। তাতে ভেঙে যায় তৃতীয় উইকেটে উইলিয়ামসন-মিচেলের ১৪৯ বলে ১৮১ রানের জুটি।
উইলিয়ামসনকে যে ওভারে ফিরিয়েছেন, সেই ওভারেই শামি তুলে নিয়েছেন আরও এক উইকেট। ৩৩ তম ওভারের চতুর্থ বলে টম লাথামকে অসাধারণ এক ডেলিভারিতে এলবিডব্লুর ফাঁদে ফেলেন শামি। ভারতীয় এই পেসারের জোড়া আঘাতে ৩৩.৪ ওভারে ৪ উইকেটে ২২০ রান। তাতে শামির বিশ্বকাপ ক্যারিয়ারের উইকেট সংখ্যা হয়ে যায় ৫১। এরপরই রানের চাকা তুলনামূলক ধীর গতির হয়ে যায় নিউজিল্যান্ডের। উইকেটে আসা গ্লেন ফিলিপস রানের জন্য সংগ্রাম করছেন। অন্যদিকে মিচেল পায়ের ব্যথা সামলে রানের চাকা সচল রাখছেন। ৪০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৪ উইকেটে ২৬৬ রান। ১০৭ বলে ৯ চার ও ৭ ছক্কায় ১২৬ রান করে অপরাজিত আছেন মিচেল। আর ২২ বলে ২ চারে ১৯ রান করে ব্যাটিং করছেন ফিলিপস।
নিউজিল্যান্ডের ৪ উইকেটের ৪টিই নিয়েছেন শামি। ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র দুই ওপেনারকেই উইকেটরক্ষক লোকেশ রাহুলের ক্যাচে পরিণত করেন শামি। ৩৯ রানে ২ উইকেট হারানো কিউইরা এরপর দিশা খুঁজে পাচ্ছিল উইলিয়ামসন-মিচেলের জুটিতে। সেই জুটি ভেঙে ভারতকে ম্যাচে ফেরান শামি।
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
১ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
১ ঘণ্টা আগে