Ajker Patrika

যুক্তরাষ্ট্রের লিগে খেলবেন বিসিবির নির্বাচক রাজ্জাক

যুক্তরাষ্ট্রের লিগে খেলবেন বিসিবির নির্বাচক রাজ্জাক

আন্তর্জাতিক ক্রিকেটে আবদুর রাজ্জাক সবশেষ খেলেছেন ২০১৮ সালে। ৬ বছর পেরোলেও ২২ গজের ‘মায়া’ যে কিছুতেই ছাড়তে পারছেন না তিনি। ভারতে গত বছর খেলে এসেছেন টি-টোয়েন্টি সংস্করণের ‘লিজেন্ডস লিগ ক্রিকেট’। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক রাজ্জাক এবার দল পেয়েছেন যুক্তরাষ্ট্রের টি-টেনেও।    

রাজ্জাককে সরাসরি চুক্তিতে নিয়েছে যুক্তরাষ্ট্র টি-টেন মাস্টার্সের ডেট্রয়েট ফ্যালকনস। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট গতকাল রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ৬ ক্রিকেটারের একটি ছবি পোস্ট করেছে। রাজ্জাকসহ সেই ছবিতে আছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের রায়াদ এমরিত,  দুই শ্রীলঙ্কান থিসারা পেরেরা ও অ্যাঞ্জেলো পেরেরা। এখন পর্যন্ত বাংলাদেশিদের মধ্যে রাজ্জাকই দল পেয়েছেন যুক্তরাষ্ট্রের টি-টেন মাস্টার্সের নতুন মৌসুমে। 

বিসিবির নির্বাচক প্যানেলে থাকলেও যখনই কোনো টুর্নামেন্টে সুযোগ পান, বাঁ হাতের ঘূর্ণিতে ব্যাটারদের কাবু করে থাকেন রাজ্জাক।প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ৬০১ উইকেট তাঁর দখলে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরশু রাতে রাজ্জাক লিজেন্ডস লিগ ক্রিকেটের একটি রিলস শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, বিষাক্ত আর্মারে ব্যাটারদের দারুণভাবে বোকা বানাচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রেই বল ব্যাটারদের ফাঁকি দিয়ে স্টাম্পে আঘাত হানছে। কখনোবা এলবিডব্লিউর জোরালো আবেদন করছেন তিনি। আম্পায়ারও মুহূর্তেই আঙুল তুলে দিচ্ছেন।    
 
যুক্তরাষ্ট্রের টি-টেন মাস্টার্সের দ্বিতীয় মৌসুম শুরু হচ্ছে ৮ নভেম্বর। ডেট্রয়েট ফ্যালকনস, মরিসভিল ইউনিটি, দ্য শিকাগো প্লেয়ার্স, ক্যালিফোর্নিয়া বোল্টস, নিউইয়র্ক ওয়ারিয়র্স, আটলান্টা রাইডার্স—এই ছয় দল খেলছে এবারের টুর্নামেন্ট। টুর্নামেন্ট শেষ হবে ১৭ নভেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত