Ajker Patrika

নেপালকে হারিয়ে এশিয়া কাপ শুরু করল যুবারা 

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ২০: ০৩
নেপালকে হারিয়ে এশিয়া কাপ শুরু করল যুবারা 

জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ যুবা দল। শারজাহে নেপাল অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১৫৪ রানের বড় জয় পেয়েছে রাকিবুল হাসানের দল।

বাংলাদেশের দেওয়া ২৯৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি নেপাল। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৫০-এর আগেই থেমেছে নেপাল যুবারা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারালে ৪৫ বল বাকি থাকতে ১৪৭ রানে অ আউট হয় নেপাল। ২টি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, মেহরব হাসান ও নাইমুর রহমান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার। ইফতেখার হোসেন ও মাহফিজুল ইসলাম পাওয়ার প্লেতে তোলেন ৩৫ রান। একাদশ ওভারেই মাহফিজুল উইকেটের পেছনে ক্যাচ দিলে ভাঙে ৩৯ রানের উদ্বোধনী জুটি। দ্রুত ফিরে যান আরেক ওপেনার ইফতেখারও (২১)। দলীয় ১০৫ রানে ২২ রান করে আইচ ফেরার পর দলের হাল ধরেন নাবিল। উইকেটরক্ষক মোহাম্মদ ফাহিমকে নিয়ে নেপালি বোলারদের ওপর চড়াও হোন। চতুর্থ উইকেটে এই দুজন গড়েন ১৭৯ রানের অসাধারণ এক জুটি। ৫৮ রান করা ফাহিম চোট পেয়ে স্বেচ্ছায় মাঠ ছাড়লে চাকা সচল রাখেন নাবিল। ৯৮ বলে তিন অঙ্কে পৌঁছান এই যুবা ব্যাটার। ১১ চার আর ১ ছয়ে ১১২ বলে ১২৭ রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন নাবিল। আর শেষ দিকে মেহোবের ১৫ বলে ২১ রানে ৩০০ ছুঁইছুঁই স্কোর পায় বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে এর অর্ধেক রানও তুলতে পারেনি নেপাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত