ক্রীড়া ডেস্ক
আইসিসি বাছাইপর্বে নিজেদের দুর্দান্ত পারফরম্যান্সটা অব্যাহত রেখেছে জিম্বাবুয়ে। নিজেদের মাটিতে হওয়া টুর্নামেন্ট টানা তৃতীয় জয় পেয়েছে তারা। আজ ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ রানে হারিয়েছে স্বাগতিকেরা।
হারারেতে অবশ্য জয়ের পথেই ছিল ওয়েস্ট ইন্ডিজরা। কিন্তু নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পাওয়া ক্যারিবিয়ানরা শেষ দিকে ৫৮ রানে ৬ উইকেট হারিয়ে ফেলায় প্রতিপক্ষের দেওয়া ২৬৯ রানের লক্ষ্য পেরোতে পারেনি। ২৩৩ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেছেন ওপেনার কাইল মায়ার্স। শেষ দিকে ক্যারিবিয়ানদের ধসে দেওয়া টেন্ডাই চাতারা ৫২ রানে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সর্বোচ্চ উইকেটশিকারি।
এর আগে প্রতিপক্ষকে ২৬৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেওয়ার স্কোর পায় জিম্বাবুয়ে সিকান্দার রাজা ও রায়ান বার্লের জোড়া ফিফটিতে। ৫০ রান করেন বার্ল। আর ব্যাটিংয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন নেদারল্যান্ডসের বিপক্ষে জিম্বাবুয়ের হয়ে দ্রুততম সেঞ্চুরি করা রাজা। ব্যাটিংয়ে দুর্দান্তে ফিফটির পর বোলিংয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন এই অলরাউন্ডার।
সর্বশেষ বিশ্বকাপে খেলা হয়নি জিম্বাবুয়ের। এবার সেই আক্ষেপটা দূর হতে পারে তাদের। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারানোর আগেই সুপার সিক্স নিশ্চিত হয়েছিল স্বাগতিকদের। এ জয়ে ২০২৩ বিশ্বকাপে সুযোগ পেতে ‘এ’ গ্রুপের অন্যান্য প্রতিপক্ষদের চেয়ে বেশ এগিয়ে থাকল তারা। গ্রুপের প্রতিপক্ষদের বিপক্ষে পাওয়া পয়েন্টগুলো সুপার সিক্সে তাদের নামের পাশে যোগ হবে। বর্তমানে ৩ ম্যাচে ৬ পয়েন্টে ‘এ’ গ্রুপের শীর্ষে তারা।
টুর্নামেন্টের অন্য ম্যাচে নেপালকে ৭ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। ম্যাক্স ও’ডাউডের ৯০ রানের ইনিংসের সুবাদে ১৩৭ বল হাতে রেখেই ১৬৮ রানের লক্ষ্য পেরিয়ে যায় ডাচরা। জয়ের কাজটা অবশ্য প্রতিপক্ষকে ১৬৭ রানে অলআউট করে বোলাররাই করে রেখেছিল। ডাচদের হয়ে মাত্র ২৪ রানে ৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি লোগান ফন বিক।
আইসিসি বাছাইপর্বে নিজেদের দুর্দান্ত পারফরম্যান্সটা অব্যাহত রেখেছে জিম্বাবুয়ে। নিজেদের মাটিতে হওয়া টুর্নামেন্ট টানা তৃতীয় জয় পেয়েছে তারা। আজ ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ রানে হারিয়েছে স্বাগতিকেরা।
হারারেতে অবশ্য জয়ের পথেই ছিল ওয়েস্ট ইন্ডিজরা। কিন্তু নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পাওয়া ক্যারিবিয়ানরা শেষ দিকে ৫৮ রানে ৬ উইকেট হারিয়ে ফেলায় প্রতিপক্ষের দেওয়া ২৬৯ রানের লক্ষ্য পেরোতে পারেনি। ২৩৩ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেছেন ওপেনার কাইল মায়ার্স। শেষ দিকে ক্যারিবিয়ানদের ধসে দেওয়া টেন্ডাই চাতারা ৫২ রানে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সর্বোচ্চ উইকেটশিকারি।
এর আগে প্রতিপক্ষকে ২৬৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেওয়ার স্কোর পায় জিম্বাবুয়ে সিকান্দার রাজা ও রায়ান বার্লের জোড়া ফিফটিতে। ৫০ রান করেন বার্ল। আর ব্যাটিংয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন নেদারল্যান্ডসের বিপক্ষে জিম্বাবুয়ের হয়ে দ্রুততম সেঞ্চুরি করা রাজা। ব্যাটিংয়ে দুর্দান্তে ফিফটির পর বোলিংয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন এই অলরাউন্ডার।
সর্বশেষ বিশ্বকাপে খেলা হয়নি জিম্বাবুয়ের। এবার সেই আক্ষেপটা দূর হতে পারে তাদের। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারানোর আগেই সুপার সিক্স নিশ্চিত হয়েছিল স্বাগতিকদের। এ জয়ে ২০২৩ বিশ্বকাপে সুযোগ পেতে ‘এ’ গ্রুপের অন্যান্য প্রতিপক্ষদের চেয়ে বেশ এগিয়ে থাকল তারা। গ্রুপের প্রতিপক্ষদের বিপক্ষে পাওয়া পয়েন্টগুলো সুপার সিক্সে তাদের নামের পাশে যোগ হবে। বর্তমানে ৩ ম্যাচে ৬ পয়েন্টে ‘এ’ গ্রুপের শীর্ষে তারা।
টুর্নামেন্টের অন্য ম্যাচে নেপালকে ৭ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। ম্যাক্স ও’ডাউডের ৯০ রানের ইনিংসের সুবাদে ১৩৭ বল হাতে রেখেই ১৬৮ রানের লক্ষ্য পেরিয়ে যায় ডাচরা। জয়ের কাজটা অবশ্য প্রতিপক্ষকে ১৬৭ রানে অলআউট করে বোলাররাই করে রেখেছিল। ডাচদের হয়ে মাত্র ২৪ রানে ৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি লোগান ফন বিক।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে