Ajker Patrika

বড় জয়ে বাংলাদেশের দারুণ প্রস্তুতি 

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০১: ১৯
বড় জয়ে বাংলাদেশের দারুণ প্রস্তুতি 

টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে নামার আগে প্রস্তুতির প্রথম পরীক্ষায় ভালোভাবেই নিজেদের পরখ করে নিয়েছে বাংলাদেশ। ওমান 'এ' দলকে ৬০ রানে   হারিয়েছেন লিটন দাস-মুশফিকুর রহিমরা।

মাসকাটের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশের দেওয়া ২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট  খায় ওমান। প্রথম ওভারেই দলকে সাফল্য এনে দেন নাসুম আহমেদ। রানের খাতা খোলার আগেই বাঁহাতি স্পিনারের বলে আফিফ হোসেনের হাতে ক্যাচ দেন  অক্ষয় প্যাটেল (০)। 

শুরুর এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি ওমান 'এ' দল। ৪৩ রান করা শোয়াইব খান এক প্রান্ত আগলে রাখলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মরুর দলটি। 

ওমান 'এ' পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করা শোয়াইব ফিরে যান রানআউটে কাটা পড়েন। 

এরপর মোহাম্মদ সাইফউদ্দিন খররুম নাওয়াজকে (১১) বোল্ড  করলে ৭৬ রানে ৬ উইকেট হারায় স্বাগতিকেরা। তারা ম্যাচ থেকে ছিটকে যায় তখনই।

বাকি ব্যাটাররা পরে  শুধু ব্যবধান কমিয়েছেন। শেষ পর্যন্ত ওমান 'এ' ইনিংস থামে ৯ উইকেটে ১৪৭ রানে। 
 
এর  আগে টস হেরে ব্যাটিং করা বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন  এ ম্যাচের অধিনায়ক  লিটন দাস (৫৩) ও মোহাম্মদ নাঈম (৬৩*)। তাঁদের   উদ্বোধনী জুটি থেকে আসে ১০২ রান। শুরুর মতো  শেষটা  রাঙিয়েছেন নুরুল হাসান সোহান আর শামীম পাটোয়ারী। এই দুজনের বিস্ফোরক ব্যাটিংয়ে ২০৭  রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

সোহান ১৫ বলে ৪৯ আর শামীম ১০ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। দুই ওপেনার  ও সোহান শামিমের  প্রস্তুতিটা ভালো হলেও এদিন ব্যর্থ হয়েছেন  মিডল অর্ডারের ব্যাটাররা।সব পাওয়ার প্রস্তুতি ম্যাচে না পাওয়া বলতে এটাই।দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনিনি সৌম্য সরকার (৮) , মুশফিকুর রহিম (০) আর  আফিফ হোসেন (৬)। মুশফিক তো ফিরেছেন প্রথম বলেই।

মূল পর্বের আগে  বাংলাদেশ আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচে অবশ্য মুশফিক সৌমরা আরও একবার নিজেদের ঝাকিয়ে নেওয়ার সুযোগ পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত