Ajker Patrika

‘বাংলাদেশের কাছে হারের কথা তো ভুলেই গেছি’

ক্রীড়া ডেস্ক
‘বাংলাদেশের কাছে হারের কথা তো ভুলেই গেছি’

দীর্ঘদিন পর রানে ফিরেছেন বিরাট কোহলি। মনে হচ্ছে যেন ‘কিং কোহলি’ ফিরে এসেছেন। তবে কোহলিকে বাংলাদেশ সিরিজের ‘তিক্ত স্মৃতি’ মনে করিয়ে দিলেন গৌতম গম্ভীর।

গত মঙ্গলবার গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৭ বলে ১১৩ রান করেন কোহলি। যা ছিল ভারতীয় এই ব্যাটারের ৪৫তম ওয়ানডে সেঞ্চুরি আর আন্তর্জাতিক ক্রিকেটে ৭৩তম। টানা দুই ওয়ানডেতে সেঞ্চুরিও হয়ে গিয়েছিল কোহলির। শ্রীলঙ্কার আগে গত বছরের ১০ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে এই সংস্করণে সেঞ্চুরি করেছিলেন তিনি। চট্টগ্রামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৯১ বলে ১১৩ রান করেছিলেন ভারতীয় এই ব্যাটার। যেখানে ভারত সিরিজ আগেই হেরে গিয়েছিল।

গম্ভীরের মতে, ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় পারফরম্যান্স বেশি গুরুত্বপূর্ণ। ভারতীয় এই বাঁহাতি ব্যাটার স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের ভুললে চলবে না যে আমরা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছি। আমরা ভুলেই গেছি। ব্যক্তিগত সাফল্য, সেঞ্চুরি সবই গুরুত্বপূর্ণ। যখন আপনার রেকর্ডে ফিফটি, সেঞ্চুরি যোগ হয়, দেখতে ভালো লাগে। তবে বাংলাদেশে কি হয়েছে, তা আপনার ভুললে চলবে না। অনেক বড় শিক্ষা ছিল এটা।’

২০০৩ থেকে ২০১৬ পর্যন্ত  আন্তর্জাতিক ক্রিকেট খেলেন গম্ভীর। ভারতের জার্সিতে ৫৮ টেস্ট, ১৪৭ ওয়ানডে ও ৩৭ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তিন সংস্করণ মিলে ২৪২ ম্যাচে ৩৮.৯৫ গড়ে ১০৩২৪ রান করেন। ২০ সেঞ্চুরির সঙ্গে করেছেন ৬৩ ফিফটি। সবচেয়ে বেশি রান করেছেন ওয়ানডেতে। সাদা বলের এই সংস্করণে ৩৯.৬৮ গড় ও ৮৫.২৫ স্ট্রাইক রেটে  করেছেন ৫২৩৮ রান। করেছেন ১১ সেঞ্চুরি ও ৩৪ ফিফটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত