Ajker Patrika

আগামীকালও মজার কিছুর অপেক্ষায় আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামীকালও মজার কিছুর অপেক্ষায় আফগানিস্তান

প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আফগানিস্তান কোচ জোনাথন ট্রট একটু মজা করেই বলেছিলেন, ১০ রানে শেষ ৫ উইকেট নিতে পারলে আর ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৫০০ রান করতে পারলে সবচেয়ে ভালো হয়। 

মজা করে বললেও আফগানিস্তানের বোলাররা ব্যাপারটাকে দ্বিতীয় দিন সত্যিতেই রূপ দিলেন। প্রথম দিনের সঙ্গে আর মাত্র ২০ রান যোগ করতেই বাংলাদেশের শেষ ৫ উইকেট তুলে নেন নিজাত মাসুদ ও ইয়ামিন আহমাদজাই। ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে খেলা শুরু করা স্বাগতিকেরা অলআউট হয় ৩৮২ রানে। 

ট্রটের মজাচ্ছলে বলা প্রথম কাজটি বোলাররা করে দেখালেও পরের কাজটি করে দেখাতে পারেননি ব্যাটাররা। ১৪৬ রানেই থামে আফগানিস্তানের প্রথম ইনিংস। ৩৭০ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকেরা। তাই ম্যাচে ফেরাটা এখন কঠিন আফগানদের জন্য। তবে আজকেও খেলা শেষে সংবাদ সম্মেলনে ‘মজার’ কিছু ঘটে যাওয়ার কথা জানিয়ে গেলেন ট্রট, ‘ (ম্যাচে ফেরা) এটা কঠিন হতে যাচ্ছে। কাল সকালে আমাদের খুব ভালো বল করতে হবে, তারপর ব্যাট হাতে সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। যেকোনো কিছুই সম্ভব (ঘটতে পারে)। আমরা অতীতে ক্রিকেটে কিছু মজার ঘটনা দেখেছি। কিন্তু আমাদের সব ঝেড়েই খেলতে হবে।’ 

হতাশার ব্যাটিংয়ের পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দারুণ শুরু পায়। তবে ছুটে যাওয়া ম্যাচের লাগাম ধরা কঠিন হবে তা অস্বীকার করলেন না ট্রটও, ‘পরিস্করভাবেই এটা কঠিন হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত