নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আফগানিস্তান কোচ জোনাথন ট্রট একটু মজা করেই বলেছিলেন, ১০ রানে শেষ ৫ উইকেট নিতে পারলে আর ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৫০০ রান করতে পারলে সবচেয়ে ভালো হয়।
মজা করে বললেও আফগানিস্তানের বোলাররা ব্যাপারটাকে দ্বিতীয় দিন সত্যিতেই রূপ দিলেন। প্রথম দিনের সঙ্গে আর মাত্র ২০ রান যোগ করতেই বাংলাদেশের শেষ ৫ উইকেট তুলে নেন নিজাত মাসুদ ও ইয়ামিন আহমাদজাই। ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে খেলা শুরু করা স্বাগতিকেরা অলআউট হয় ৩৮২ রানে।
ট্রটের মজাচ্ছলে বলা প্রথম কাজটি বোলাররা করে দেখালেও পরের কাজটি করে দেখাতে পারেননি ব্যাটাররা। ১৪৬ রানেই থামে আফগানিস্তানের প্রথম ইনিংস। ৩৭০ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকেরা। তাই ম্যাচে ফেরাটা এখন কঠিন আফগানদের জন্য। তবে আজকেও খেলা শেষে সংবাদ সম্মেলনে ‘মজার’ কিছু ঘটে যাওয়ার কথা জানিয়ে গেলেন ট্রট, ‘ (ম্যাচে ফেরা) এটা কঠিন হতে যাচ্ছে। কাল সকালে আমাদের খুব ভালো বল করতে হবে, তারপর ব্যাট হাতে সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। যেকোনো কিছুই সম্ভব (ঘটতে পারে)। আমরা অতীতে ক্রিকেটে কিছু মজার ঘটনা দেখেছি। কিন্তু আমাদের সব ঝেড়েই খেলতে হবে।’
হতাশার ব্যাটিংয়ের পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দারুণ শুরু পায়। তবে ছুটে যাওয়া ম্যাচের লাগাম ধরা কঠিন হবে তা অস্বীকার করলেন না ট্রটও, ‘পরিস্করভাবেই এটা কঠিন হবে।’
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আফগানিস্তান কোচ জোনাথন ট্রট একটু মজা করেই বলেছিলেন, ১০ রানে শেষ ৫ উইকেট নিতে পারলে আর ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৫০০ রান করতে পারলে সবচেয়ে ভালো হয়।
মজা করে বললেও আফগানিস্তানের বোলাররা ব্যাপারটাকে দ্বিতীয় দিন সত্যিতেই রূপ দিলেন। প্রথম দিনের সঙ্গে আর মাত্র ২০ রান যোগ করতেই বাংলাদেশের শেষ ৫ উইকেট তুলে নেন নিজাত মাসুদ ও ইয়ামিন আহমাদজাই। ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে খেলা শুরু করা স্বাগতিকেরা অলআউট হয় ৩৮২ রানে।
ট্রটের মজাচ্ছলে বলা প্রথম কাজটি বোলাররা করে দেখালেও পরের কাজটি করে দেখাতে পারেননি ব্যাটাররা। ১৪৬ রানেই থামে আফগানিস্তানের প্রথম ইনিংস। ৩৭০ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকেরা। তাই ম্যাচে ফেরাটা এখন কঠিন আফগানদের জন্য। তবে আজকেও খেলা শেষে সংবাদ সম্মেলনে ‘মজার’ কিছু ঘটে যাওয়ার কথা জানিয়ে গেলেন ট্রট, ‘ (ম্যাচে ফেরা) এটা কঠিন হতে যাচ্ছে। কাল সকালে আমাদের খুব ভালো বল করতে হবে, তারপর ব্যাট হাতে সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। যেকোনো কিছুই সম্ভব (ঘটতে পারে)। আমরা অতীতে ক্রিকেটে কিছু মজার ঘটনা দেখেছি। কিন্তু আমাদের সব ঝেড়েই খেলতে হবে।’
হতাশার ব্যাটিংয়ের পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দারুণ শুরু পায়। তবে ছুটে যাওয়া ম্যাচের লাগাম ধরা কঠিন হবে তা অস্বীকার করলেন না ট্রটও, ‘পরিস্করভাবেই এটা কঠিন হবে।’
দলের পারফরম্যান্স যেমনই হোক, কোচকে সব সময় থাকতে হয় তটস্থ। দল ভালো করলে যেমন হাততালি পাওয়া যায়, তেমনি বাজে পারফরম্যান্সে সব দোষ যেন কোচের ঘাড়ের ওপর গিয়ে পড়ে। বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন তা-ই মনে করেন।
২২ মিনিট আগেনিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত জিম্বাবুয়ে ১৭ টেস্ট খেলেছে। যার মধ্যে কিউইরা জিতেছে ১১ ম্যাচ। বাকি ৬ টেস্ট ড্র হয়েছে। এবার জিম্বাবুয়ে নামছে ভিন্ন গল্প লেখার আশায়। বাংলাদেশ সময় আজ বেলা ২টায় শুরু হবে জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন হয়েছেন গত বছরের নভেম্বরে। তিনি এই পদে আসার পর আট মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) কত কিছুই তো ঘটেছে। ফারুক আহমেদের জায়গায় এ বছরের মে মাসে বিসিবির সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।
১ ঘণ্টা আগেলুকা মদরিচ রিয়াল মাদ্রিদের জার্সি ছাড়ার পরই কে পরবেন ১০ নম্বর জার্সি—এই প্রশ্নটা ছিল অনেকেরই। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান হলো গত রাতে। রিয়ালের ১০ নম্বর জার্সি এবার পরবেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
২ ঘণ্টা আগে