নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
তামিম ভিডিও বার্তায় বলেছেন, ' 'এমন একজন ব্যক্তি রিটায়ার করল যার সঙ্গে ২০-২৫ বছরের জার্নি।একটা স্ট্যাটাসে মানুষকে বোঝাতে পারতাম না তার প্রতি আমার আবেগটা কী। তুই আস্তে আস্তে বড় হয়েছিস। তুই সাধারণ একটা ব্যাটার থেকে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার হয়েছিস। দেখেছি একটা ছেলে কতটা কষ্ট করতে পারে। একটা মানুষের পক্ষে যতটা কষ্ট করা সম্ভব সে সবই করেছে।
আমরা এটা নিয়ে অনেক সময় হাসাহাসিও করি যে একটা মানুষ এতো কষ্ট করে কেন! তার খেলার প্রতি ত্যাগ, ভালোবাসা এটা কল্পনাতীত।'
তামিমের চাওয়ার ৯৪ টেস্ট খেলা মুশফিক অন্তত ১০০ টেস্ট খেলুন, ' তুই এখনেন টেষ্ট খেলছিস। বাংলাদেশের হয়ে কেউ এখনো ১০০তম টেস্ট খেলেনি। আশা করি তুই খেলবি। বাংলাদেশ তোকে খুব মিস করবে এটাই সত্য। ধন্যবাদ মুশফিক, ধন্যবাদ।'
তাসকিন ফেসবুকে লিখেছেন, 'মুশফিক ভাই, আপনাকে ছাড়া বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট কল্পনাই করা কঠিন। আপনার নিবেদন, লড়াকু মানসিকতা, আর অপরিসীম প্রেরণা আমাদের জন্য সব সময়ই উদাহরণ হয়ে থাকবে। আপনাকে কাছ থেকে দেখা, একসঙ্গে মাঠে থাকা, আর শিখতে পারা—এটা সত্যিই গর্বের বিষয়।'
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিখেছেন, 'লাখো মানুষকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ মুশফিক ভাই।' সৌম্য লিখেছেন, 'অবসর শেষ নয়, নতুন অধ্যায়ের শুরু মাত্র।'
মুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
তামিম ভিডিও বার্তায় বলেছেন, ' 'এমন একজন ব্যক্তি রিটায়ার করল যার সঙ্গে ২০-২৫ বছরের জার্নি।একটা স্ট্যাটাসে মানুষকে বোঝাতে পারতাম না তার প্রতি আমার আবেগটা কী। তুই আস্তে আস্তে বড় হয়েছিস। তুই সাধারণ একটা ব্যাটার থেকে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার হয়েছিস। দেখেছি একটা ছেলে কতটা কষ্ট করতে পারে। একটা মানুষের পক্ষে যতটা কষ্ট করা সম্ভব সে সবই করেছে।
আমরা এটা নিয়ে অনেক সময় হাসাহাসিও করি যে একটা মানুষ এতো কষ্ট করে কেন! তার খেলার প্রতি ত্যাগ, ভালোবাসা এটা কল্পনাতীত।'
তামিমের চাওয়ার ৯৪ টেস্ট খেলা মুশফিক অন্তত ১০০ টেস্ট খেলুন, ' তুই এখনেন টেষ্ট খেলছিস। বাংলাদেশের হয়ে কেউ এখনো ১০০তম টেস্ট খেলেনি। আশা করি তুই খেলবি। বাংলাদেশ তোকে খুব মিস করবে এটাই সত্য। ধন্যবাদ মুশফিক, ধন্যবাদ।'
তাসকিন ফেসবুকে লিখেছেন, 'মুশফিক ভাই, আপনাকে ছাড়া বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট কল্পনাই করা কঠিন। আপনার নিবেদন, লড়াকু মানসিকতা, আর অপরিসীম প্রেরণা আমাদের জন্য সব সময়ই উদাহরণ হয়ে থাকবে। আপনাকে কাছ থেকে দেখা, একসঙ্গে মাঠে থাকা, আর শিখতে পারা—এটা সত্যিই গর্বের বিষয়।'
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিখেছেন, 'লাখো মানুষকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ মুশফিক ভাই।' সৌম্য লিখেছেন, 'অবসর শেষ নয়, নতুন অধ্যায়ের শুরু মাত্র।'
চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
৯ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার...
১০ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনাল জিতে ভারত আগেই উঠে গেছে ফাইনালে। একই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যুও ঠিক হয়ে গেছে। ভারতের প্রতিপক্ষ কে হয়, সেটাই জানার বাকি ছিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড...
১০ ঘণ্টা আগেভারতের ক্রিকেট নিয়ে উন্মাদনার কথা সবারই জানা। আইসিসি ইভেন্ট হলে সেটা বেড়ে যায় বহুগুণে। তার ওপর যদি দলটি ওঠে ফাইনালে, তাহলে তো কথাই নেই। সেকারণে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে প্রতিপক্ষ ঠিক হওয়ার আগেই শেষ সব টিকিট।
১১ ঘণ্টা আগে