Ajker Patrika

দলের বাইরের বিতর্কিত বিষয় নিয়ে ভাবেন না হাসানরা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১২: ৩২
দলের বাইরের বিতর্কিত বিষয় নিয়ে ভাবেন না হাসানরা

বিশ্বকাপে তামিম ইকবালের না থাকা নিয়ে বাংলাদেশে আলোচনা-সমালোচনা এখন তুঙ্গে। দেশের বাইরেও তামিমের বিষয়ে নিয়ে আলোচনা হচ্ছে। ফলে বিশ্বকাপে যে দেশসেরা ওপেনারের বিষয়টি বাংলাদেশ দলে প্রভাব রাখবে, তা আর বলার অপেক্ষা রাখে না। 

বিশ্বকাপ শুরু হলে সেটা জানা যাবে। তবে দলের বাইরের এই বিষয় নিয়ে ভাবছেন না বলে জানিয়েছেন হাসান মাহমুদ। শ্রীলঙ্কার বিপক্ষে আজ প্রস্তুতি ম্যাচ খেলতে নামার আগে গতকাল ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এমনটি জানিয়েছেন তরুণ পেসার। 

গৌহাটি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুশীলনের মাঝে হাসান বলেছেন, ‘মনে করি, দলের বাইরে কী ঘটছে না ঘটছে, সেটা নিয়ে আমরা ভাবি না। আমরা শুধু রুটিন মেনে অনুশীলন করছি। যেন ভালো পারফরম্যান্সের জন্য নিজেদের সেরাটা দিতে পারি। ব্যক্তিগতভাবে এটা (তামিমের না থাকা) নিয়ে বেশি ভাবি না। কারণ এখানে নিজের ভূমিকা পালন করতে এসেছি। এতটুকুই।’ 

তামিমের বাদ পড়ার বিষয়ে আর কিছু না বললেও বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও সতীর্থ পেসারদের নিয়ে বেশ প্রশংসাই শোনা গেল হাসানের মুখে। কোচের বিষয়ে তিনি বলেছেন, ‘তাঁর মতো একজনকে আমাদের দলে পাওয়াটা দুর্দান্ত। তিনি সব সময়ই সহায়তা করেন। আমরা পেসাররা সাধারণত শুরুর দিকে আর ডেথ ওভারে কীভাবে আরও ভালো বোলিং করতে পারি, তা নিয়ে আলোচনা করি। নিজের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেন তিনি। এটি সত্যি অসাধারণ।’ 

গত দেড় বছর ধরেই বাংলাদেশের দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে বোলিং আক্রমণে আছেন হাসান। বেশ ভালো বোলিংও করছেন তাঁরা। সেই বিষয় নিয়েই প্রথমবারে মতো বিশ্বকাপে খেলতে যাওয়া হাসান বলেছেন, ‘এক বছর বা তার চেয়ে বেশি সময় ধরে পেসাররা ভালো করে আসছি। ইতিমধ্যে তাসকিন ও মোস্তাফিজ দেশের হয়ে ভালো করেছে। আইপিএলে প্রচুর ম্যাচে খেলার কারণে ভারতে কন্ডিশন সম্পর্কে বেশ ভালো অভিজ্ঞতা আছে মোস্তাফিজের। সেদিক থেকে জুনিয়র এবং নতুন হিসেবে তাদের সঙ্গে বিষয়টি সত্যিই দারুণ হবে। বিশ্বকাপে সুযোগ পেলে নিজের সর্বোচ্চটুকু দিয়েই বোলিং করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত