Ajker Patrika

শ্রীলঙ্কাকে পেল বাংলাদেশ, এক গ্রুপে ভারত-পাকিস্তান

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ২১: ১৩
শ্রীলঙ্কাকে পেল বাংলাদেশ, এক গ্রুপে ভারত-পাকিস্তান

ছেলেদের ক্রিকেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা মানেই যেন ভিন্নরকম এক আবহ। মেয়েদের ক্রিকেটে অবশ্য তেমন উত্তাপ দেখা যায় না। ২০২৪ নারী এশিয়া কাপে লঙ্কানদের গ্রুপেই পড়েছে বাংলাদেশ।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আজ নিজেদের ফেসবুক পেজে ২০২৪ নারী এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে। ৮ দল নিয়ে হবে এবারের টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি সংস্করণে। দুই গ্রুপে থাকছে ৪টি করে দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়া। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে থাকছে সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। ১৯ জুলাই টুর্নামেন্ট শুরুর প্রথম দিনেই মাঠে নামছে ভারত ও পাকিস্তান। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ হিসেবে নামছে না। পাকিস্তান খেলবে নেপালের বিপক্ষে আর ভারতের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।

২০ জুলাই নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দল শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ২২ ও ২৪ জুলাই থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।

গ্রুপ পর্বের ম্যাচ হবে ২৪ জুলাই পর্যন্ত। দুই গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের সেরা দুই দল খেলবে সেমিফাইনাল। দুটি সেমিফাইনাল হবে ২৬ জুলাই। ফাইনাল হবে ২৮ জুলাই। সব ম্যাচ হবে ডাম্বুলায়।

সবশেষ নারী এশিয়া কাপ হয়েছিল ২০২২ সালে। টি-টোয়েন্টি সংস্করণের টুর্নামেন্টটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। বাংলাদেশে হওয়া টুর্নামেন্টে অংশ নেয় ৭ দল। তবে আয়োজক বাংলাদেশ সেমিফাইনালেই উঠতে পারেনি।

২০২৪ নারী এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ: 
প্রতিপক্ষ             তারিখ                
শ্রীলঙ্কা               ২০ জুলাই         
থাইল্যান্ড           ২২ জুলাই 
মালয়েশিয়া        ২৪ জুলাই        

প্রথম সেমিফাইনাল ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘বি’ গ্রুপ রানার্সআপ 
দ্বিতীয় সেমিফাইনাল ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘এ’ গ্রুপ রানার্সআপ 
দুটি সেমিফাইনালই ২৬ জুলাই
ফাইনাল ২৮ জুলাই

*সব ম্যাচ ডাম্বুলায়। সময় এখনো জানানো হয়নি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত