ক্রীড়া ডেস্ক
টানা দ্বিতীয় সেঞ্চুরি করার দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন রোহিত শর্মা। তবে ৮০ রানে আউট হওয়ায় তা আর করতে পারেননি। সেই সুযোগ হাতছাড়া করলেও ভারতের হয়ে একটি কীর্তি গড়েছেন তিনি।
অবশ্য পোর্ট অব স্পেন টেস্টে শুধু রোহিতই নজির গড়েননি, বিরাট কোহলিও গড়েছেন। সঙ্গে দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ-ভারত নিজেদের মধ্যে শততম টেস্ট খেলছে। শুরুটা করা যাক রোহিতকে দিয়েই। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে রানে পাঁচে উঠে এসেছেন ভারতীয় অধিনায়ক। তাঁকে জায়গা দিতে ছয়ে নেমে গেছেন ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি।
সব সংস্করণ মিলিয়ে ১৭২৯৮ রান করেছেন রোহিত। ম্যাচ খেলেছেন ৪৪৩টি। ম্যাচ ও রানের সংখ্যা যে বাড়বে, তা না বললেও চলে। অন্যদিকে ৫৩৫ ম্যাচে ১৭০৯২ রান করেছেন ধোনি। ৬৬৪ ম্যাচে ৩৪৩৫৭ রানে শীর্ষে আছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নেমেই রেকর্ড গড়েছেন কোহলি। সব সংস্করণ মিলিয়ে ৫০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন ভারতের ‘রান মেশিন’। আর রানে রোহিতের মতো তিনিও পাঁচে উঠে এসেছেন। তবে ভারতের হয়ে নন, আন্তর্জাতিক সব ক্রিকেটারদের মধ্যে।
২৫৫৪৮ রানে ব্যাটারদের তালিকায় পাঁচে আছেন কোহলি। শীর্ষ পাঁচে উঠতে গিয়ে পেছনে ফেলেছেন জ্যাক ক্যালিসকে। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি অলরাউন্ডার ৫১৯ ম্যাচে রান করেছেন ২৫৫৩৪। এখানে শীর্ষ রানের তালিকায় সবার শীর্ষে যথারীতি শচীন। আর কোহলি ভারতীয় ব্যাটারদের তালিকায় দুইয়ে।
ভারতের তালিকায় শচীনকে স্পর্শ বা ছাড়িয়ে যাওয়া কঠিন হলেও আন্তর্জাতিকে আরও দু-একজন কিংবদন্তি ব্যাটারকে পেছনে ফেলার সুযোগ পাচ্ছেন কোহলি। তাঁর ওপরে ৬৫২ ম্যাচে ২৫৯৫৭ রানে চারে আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। তিনে থাকা অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের রান ২৭৪৮৩। ম্যাচ খেলেছেন ৫৬০টি। আর শ্রীলঙ্কার আরেক লিজেন্ড কুমার সাঙ্গাকারা আছেন দুইয়ে। এই উইকেটরক্ষক ব্যাটারের রান ৫৯৪ ম্যাচে ২৮০১৬।
মাহেলা, পন্টিংয়দের যেমন স্পর্শ করার সুযোগ পাচ্ছেন কোহলি, তেমনি এই টেস্টে আরেকটি সেঞ্চুরিও হাঁকানোর সুযোগ আছে তাঁর সামনে। টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি পেতে ১৩ রান দূরে তিনি। ১৬১ বলে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮৭ রানে অপরাজিত আছেন ৩৪ বছর বয়সী ব্যাটার। প্রথম দিন শেষে ভারতের রান ৪ উইকেটে ২৮৮। কোহলির সঙ্গে ৩৬ রানে অপরাজিত আছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
টানা দ্বিতীয় সেঞ্চুরি করার দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন রোহিত শর্মা। তবে ৮০ রানে আউট হওয়ায় তা আর করতে পারেননি। সেই সুযোগ হাতছাড়া করলেও ভারতের হয়ে একটি কীর্তি গড়েছেন তিনি।
অবশ্য পোর্ট অব স্পেন টেস্টে শুধু রোহিতই নজির গড়েননি, বিরাট কোহলিও গড়েছেন। সঙ্গে দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ-ভারত নিজেদের মধ্যে শততম টেস্ট খেলছে। শুরুটা করা যাক রোহিতকে দিয়েই। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে রানে পাঁচে উঠে এসেছেন ভারতীয় অধিনায়ক। তাঁকে জায়গা দিতে ছয়ে নেমে গেছেন ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি।
সব সংস্করণ মিলিয়ে ১৭২৯৮ রান করেছেন রোহিত। ম্যাচ খেলেছেন ৪৪৩টি। ম্যাচ ও রানের সংখ্যা যে বাড়বে, তা না বললেও চলে। অন্যদিকে ৫৩৫ ম্যাচে ১৭০৯২ রান করেছেন ধোনি। ৬৬৪ ম্যাচে ৩৪৩৫৭ রানে শীর্ষে আছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নেমেই রেকর্ড গড়েছেন কোহলি। সব সংস্করণ মিলিয়ে ৫০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন ভারতের ‘রান মেশিন’। আর রানে রোহিতের মতো তিনিও পাঁচে উঠে এসেছেন। তবে ভারতের হয়ে নন, আন্তর্জাতিক সব ক্রিকেটারদের মধ্যে।
২৫৫৪৮ রানে ব্যাটারদের তালিকায় পাঁচে আছেন কোহলি। শীর্ষ পাঁচে উঠতে গিয়ে পেছনে ফেলেছেন জ্যাক ক্যালিসকে। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি অলরাউন্ডার ৫১৯ ম্যাচে রান করেছেন ২৫৫৩৪। এখানে শীর্ষ রানের তালিকায় সবার শীর্ষে যথারীতি শচীন। আর কোহলি ভারতীয় ব্যাটারদের তালিকায় দুইয়ে।
ভারতের তালিকায় শচীনকে স্পর্শ বা ছাড়িয়ে যাওয়া কঠিন হলেও আন্তর্জাতিকে আরও দু-একজন কিংবদন্তি ব্যাটারকে পেছনে ফেলার সুযোগ পাচ্ছেন কোহলি। তাঁর ওপরে ৬৫২ ম্যাচে ২৫৯৫৭ রানে চারে আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। তিনে থাকা অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের রান ২৭৪৮৩। ম্যাচ খেলেছেন ৫৬০টি। আর শ্রীলঙ্কার আরেক লিজেন্ড কুমার সাঙ্গাকারা আছেন দুইয়ে। এই উইকেটরক্ষক ব্যাটারের রান ৫৯৪ ম্যাচে ২৮০১৬।
মাহেলা, পন্টিংয়দের যেমন স্পর্শ করার সুযোগ পাচ্ছেন কোহলি, তেমনি এই টেস্টে আরেকটি সেঞ্চুরিও হাঁকানোর সুযোগ আছে তাঁর সামনে। টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি পেতে ১৩ রান দূরে তিনি। ১৬১ বলে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮৭ রানে অপরাজিত আছেন ৩৪ বছর বয়সী ব্যাটার। প্রথম দিন শেষে ভারতের রান ৪ উইকেটে ২৮৮। কোহলির সঙ্গে ৩৬ রানে অপরাজিত আছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
৪২ মিনিট আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
২ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৩ ঘণ্টা আগে