Ajker Patrika

ব্যাট হাতেই আফিফকে চ্যালেঞ্জ জানালেন সাইফ 

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৩ জুন ২০২১, ২০: ১৩
ব্যাট হাতেই আফিফকে চ্যালেঞ্জ জানালেন সাইফ 

ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগে একই দলে খেলেন দুই জাতীয় দল সতীর্থ আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। একই দলে খেললেও দুজনের মাঝে চলছে অন্য এক লড়াই। আফিফের সঙ্গে সাইফউদ্দিনের এ লড়াইটা মূলত ব্যাটিং পজিশন নিয়ে। সাইফ একাধিকবার জানিয়েছেন, পাঁচ-ছয়ে ব্যাটিং করতে চান তিনি। নিজের সেই বার্তা আজ ব্যাট হাতেই দিলেন তিনি। 

ওল্ড ডিওএইচএসের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৭২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা আবাহনী। এই চাপ সামলে দলকে এগিয়ে নেন সাইফউদ্দিন। আফিফের সঙ্গে জুটি গড়ে ষষ্ঠ উইকেটে যোগ করেন ৬১ রান। আফিফের মন্থর ব্যাটিংয়ের বিপরীতে সাইফ ছিলেন দারুণ আক্রমণাত্মক। আফিফ ৯৩.১০ স্ট্রাইকরেটে করেন ২৯ বলে ১৭ রান। অন্যদিকে সাইফউদ্দিন ২১০.৫২ স্ট্রাইকরেটে দুটি চার ও তিনটি ছয়ে করেন ১৯ বলে ৪০ রান। 

জবাবে ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৩ রান তুলে থেমে যায় ডিওএইচএস। ৪৪ বলে ৪২ রান করেন রাকিন আহমেদ। বৃষ্টি আইনে আবাহনী ম্যাচ জেতে ২২ রানে। 

এই ম্যাচে দারুণ ব্যাট করে নতুন করে পুরোনো দাবিই যেন রাখলেন সাইফ। এর আগে বেশ কয়েকবারই ওপরের দিকে ব্যাটিং করার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। ডিপিএল শুরুর আগে সংবাদমাধ্যমকে বলেছিলেন,‘টিম ম্যানেজমেন্ট আফিফের আগে আমাকে নামাবে না। তারপরও এক-দুইটা ম্যাচে সুযোগ দেওয়ার জন্য টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করব। গতবার আবাহনীর হয়ে ব্যাট হাতে দারুণ অবদান রেখেছি। যদি ওনারা চায় তাহলে অবশ্যই আমি ওপরে খেলতে আগ্রহী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত