নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগে একই দলে খেলেন দুই জাতীয় দল সতীর্থ আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। একই দলে খেললেও দুজনের মাঝে চলছে অন্য এক লড়াই। আফিফের সঙ্গে সাইফউদ্দিনের এ লড়াইটা মূলত ব্যাটিং পজিশন নিয়ে। সাইফ একাধিকবার জানিয়েছেন, পাঁচ-ছয়ে ব্যাটিং করতে চান তিনি। নিজের সেই বার্তা আজ ব্যাট হাতেই দিলেন তিনি।
ওল্ড ডিওএইচএসের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৭২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা আবাহনী। এই চাপ সামলে দলকে এগিয়ে নেন সাইফউদ্দিন। আফিফের সঙ্গে জুটি গড়ে ষষ্ঠ উইকেটে যোগ করেন ৬১ রান। আফিফের মন্থর ব্যাটিংয়ের বিপরীতে সাইফ ছিলেন দারুণ আক্রমণাত্মক। আফিফ ৯৩.১০ স্ট্রাইকরেটে করেন ২৯ বলে ১৭ রান। অন্যদিকে সাইফউদ্দিন ২১০.৫২ স্ট্রাইকরেটে দুটি চার ও তিনটি ছয়ে করেন ১৯ বলে ৪০ রান।
জবাবে ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৩ রান তুলে থেমে যায় ডিওএইচএস। ৪৪ বলে ৪২ রান করেন রাকিন আহমেদ। বৃষ্টি আইনে আবাহনী ম্যাচ জেতে ২২ রানে।
এই ম্যাচে দারুণ ব্যাট করে নতুন করে পুরোনো দাবিই যেন রাখলেন সাইফ। এর আগে বেশ কয়েকবারই ওপরের দিকে ব্যাটিং করার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। ডিপিএল শুরুর আগে সংবাদমাধ্যমকে বলেছিলেন,‘টিম ম্যানেজমেন্ট আফিফের আগে আমাকে নামাবে না। তারপরও এক-দুইটা ম্যাচে সুযোগ দেওয়ার জন্য টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করব। গতবার আবাহনীর হয়ে ব্যাট হাতে দারুণ অবদান রেখেছি। যদি ওনারা চায় তাহলে অবশ্যই আমি ওপরে খেলতে আগ্রহী।’
ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগে একই দলে খেলেন দুই জাতীয় দল সতীর্থ আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। একই দলে খেললেও দুজনের মাঝে চলছে অন্য এক লড়াই। আফিফের সঙ্গে সাইফউদ্দিনের এ লড়াইটা মূলত ব্যাটিং পজিশন নিয়ে। সাইফ একাধিকবার জানিয়েছেন, পাঁচ-ছয়ে ব্যাটিং করতে চান তিনি। নিজের সেই বার্তা আজ ব্যাট হাতেই দিলেন তিনি।
ওল্ড ডিওএইচএসের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৭২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা আবাহনী। এই চাপ সামলে দলকে এগিয়ে নেন সাইফউদ্দিন। আফিফের সঙ্গে জুটি গড়ে ষষ্ঠ উইকেটে যোগ করেন ৬১ রান। আফিফের মন্থর ব্যাটিংয়ের বিপরীতে সাইফ ছিলেন দারুণ আক্রমণাত্মক। আফিফ ৯৩.১০ স্ট্রাইকরেটে করেন ২৯ বলে ১৭ রান। অন্যদিকে সাইফউদ্দিন ২১০.৫২ স্ট্রাইকরেটে দুটি চার ও তিনটি ছয়ে করেন ১৯ বলে ৪০ রান।
জবাবে ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৩ রান তুলে থেমে যায় ডিওএইচএস। ৪৪ বলে ৪২ রান করেন রাকিন আহমেদ। বৃষ্টি আইনে আবাহনী ম্যাচ জেতে ২২ রানে।
এই ম্যাচে দারুণ ব্যাট করে নতুন করে পুরোনো দাবিই যেন রাখলেন সাইফ। এর আগে বেশ কয়েকবারই ওপরের দিকে ব্যাটিং করার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। ডিপিএল শুরুর আগে সংবাদমাধ্যমকে বলেছিলেন,‘টিম ম্যানেজমেন্ট আফিফের আগে আমাকে নামাবে না। তারপরও এক-দুইটা ম্যাচে সুযোগ দেওয়ার জন্য টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করব। গতবার আবাহনীর হয়ে ব্যাট হাতে দারুণ অবদান রেখেছি। যদি ওনারা চায় তাহলে অবশ্যই আমি ওপরে খেলতে আগ্রহী।’
কয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
১ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
১ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শেষ। জাতীয় দলের ক্রিকেটাররা এখন পার করছেন অবসর সময়। তবে বিশ্রামে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগ। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সিরিজ খেলার চেষ্টা করছে বিসিবি।
৩ ঘণ্টা আগে