সর্বশেষ বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ‘টাইমড আউট’ হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। সেই আউট নিয়ে পরে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের ক্রিকেটীয় চেতনা নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে। সেটা এখন অতীত।
তবে গতকাল আরেকটি অদ্ভুত আউট হয়ে আলোচনায় ছিলেন ম্যাথুস। ১৪১ রানের সময় বাউন্ডারি মারতে গিয়ে ‘হিট আউট’ হন শ্রীলঙ্কার ব্যাটার। তাঁর এই আউট পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। শ্রীলঙ্কান ব্যাটারের অদ্ভুত আউটের দিনেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আরেকটি আলোচিত আউটের ঘটনা ঘটে। যেটা অনেকটা আড়ালেই পড়ে গিয়েছিল। তবে ধীরে ধীরে সেটিও আলোচনা-সমালোচনায় রূপ নিয়েছে। হামজা শেখের আউট হওয়ার ধরন নিয়ে। এমনটা করতে গিয়ে যে আউট হবেন সেটা হয়তো কখনো কল্পনাও করেননি ইংল্যান্ডের যুব দলের ব্যাটার। যা কল্পনা করেননি তাই ঘটেছে তাঁর সঙ্গে।
জিম্বাবুয়ের উইকেটরক্ষক রায়ান কামওয়েম্বাকে সহায়তা করতে গিয়ে বিপদে পড়েছেন হামজা, যার জন্য তাঁকে আউট হয়ে ফিরতে হয়েছে ড্রেসিংরুমে। ইনিংসের ১৭ ওভারের ঘটনা। জিম্বাবুয়ের বাঁহাতি স্পিনার রায়ান সিম্বির বল ড্রাইভ করার চেষ্টা করলে তা প্যাডে আঘাত হানে। পায়ের কাছে স্থির থাকায় তা হাত দিয়ে উঠিয়ে জিম্বাবুয়ের উইকেটরক্ষককে দেন, যা হরহামেশাই ক্রিকেটে দেখা যায়।
কিন্তু এর বিপরীতে যা দেখা যায় না, তা-ই করে বসলেন কামওয়েম্বা। হাতে বল ধরেই আবেদন শুরু করে দেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক। তাঁর সঙ্গে তখন আবেদনে যোগ দেন বোলার সিম্বিও। তাঁদের আবেদনে সাড়া দিয়ে আঙুল তোলেন আম্পায়ার। আসলে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের নিয়মে হামজাকে আউট দিতে বাধ্য হন আম্পায়ার। এতে অবাক হয়ে যান হামজা। আম্পায়ারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে লাভ না হওয়ায় ১ রান নিয়ে ড্রেসিংরুমে ফিরতে হয় তাঁকে।
এ নিয়ে এখন সামাজিক মাধ্যম সরগরম। ইংল্যান্ডে জাতীয় দলের ব্যাটার স্যাম বিলিংস সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ওয়াও।’ আর ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি পেসার লিখেছেন, ‘ওহ, নিজেকে নিয়ন্ত্রণ করেন! সে স্থির থাকা বলটি উইকেটরক্ষককে দিয়েছিল। তার উপকারই করেছিল! এটা কীভাবে আউট দিতে পারেন।’
২০১৭ সালের আগ পর্যন্ত এই আউটকে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট নামে ডাকা হতো। তবে এটা এখন ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের আওতায় রেখেছে আইসিসি। আইসিসি আইনের ৩৭.৪ ধারায় আছে, ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ডের’ নিয়মে ব্যাটার তখনই আউট হবেন, যদি খেলার সময় ফিল্ডারের সম্মতি ছাড়া ব্যাট অথবা কোনো হাত ব্যবহার করে বল কোনো ফিল্ডারকে দেন।
হামজার আউটে ইংল্যান্ড দল হতাশ হলেও জয় নিয়েই পড়ে মাঠ ছেড়েছে তারা। সুপার সিক্সের ম্যাচে প্রতিপক্ষকে ২৩৭ রানের লক্ষ্য দিলে জিম্বাবুয়ে করতে পারে মাত্র ৯১ রান। তবে ১৪৬ রানে জয়েও টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠা হয়নি তাদের। গ্রুপ ‘২’ থেকে শেষ চারে উঠেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
সর্বশেষ বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ‘টাইমড আউট’ হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। সেই আউট নিয়ে পরে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের ক্রিকেটীয় চেতনা নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে। সেটা এখন অতীত।
তবে গতকাল আরেকটি অদ্ভুত আউট হয়ে আলোচনায় ছিলেন ম্যাথুস। ১৪১ রানের সময় বাউন্ডারি মারতে গিয়ে ‘হিট আউট’ হন শ্রীলঙ্কার ব্যাটার। তাঁর এই আউট পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। শ্রীলঙ্কান ব্যাটারের অদ্ভুত আউটের দিনেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আরেকটি আলোচিত আউটের ঘটনা ঘটে। যেটা অনেকটা আড়ালেই পড়ে গিয়েছিল। তবে ধীরে ধীরে সেটিও আলোচনা-সমালোচনায় রূপ নিয়েছে। হামজা শেখের আউট হওয়ার ধরন নিয়ে। এমনটা করতে গিয়ে যে আউট হবেন সেটা হয়তো কখনো কল্পনাও করেননি ইংল্যান্ডের যুব দলের ব্যাটার। যা কল্পনা করেননি তাই ঘটেছে তাঁর সঙ্গে।
জিম্বাবুয়ের উইকেটরক্ষক রায়ান কামওয়েম্বাকে সহায়তা করতে গিয়ে বিপদে পড়েছেন হামজা, যার জন্য তাঁকে আউট হয়ে ফিরতে হয়েছে ড্রেসিংরুমে। ইনিংসের ১৭ ওভারের ঘটনা। জিম্বাবুয়ের বাঁহাতি স্পিনার রায়ান সিম্বির বল ড্রাইভ করার চেষ্টা করলে তা প্যাডে আঘাত হানে। পায়ের কাছে স্থির থাকায় তা হাত দিয়ে উঠিয়ে জিম্বাবুয়ের উইকেটরক্ষককে দেন, যা হরহামেশাই ক্রিকেটে দেখা যায়।
কিন্তু এর বিপরীতে যা দেখা যায় না, তা-ই করে বসলেন কামওয়েম্বা। হাতে বল ধরেই আবেদন শুরু করে দেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক। তাঁর সঙ্গে তখন আবেদনে যোগ দেন বোলার সিম্বিও। তাঁদের আবেদনে সাড়া দিয়ে আঙুল তোলেন আম্পায়ার। আসলে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের নিয়মে হামজাকে আউট দিতে বাধ্য হন আম্পায়ার। এতে অবাক হয়ে যান হামজা। আম্পায়ারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে লাভ না হওয়ায় ১ রান নিয়ে ড্রেসিংরুমে ফিরতে হয় তাঁকে।
এ নিয়ে এখন সামাজিক মাধ্যম সরগরম। ইংল্যান্ডে জাতীয় দলের ব্যাটার স্যাম বিলিংস সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ওয়াও।’ আর ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি পেসার লিখেছেন, ‘ওহ, নিজেকে নিয়ন্ত্রণ করেন! সে স্থির থাকা বলটি উইকেটরক্ষককে দিয়েছিল। তার উপকারই করেছিল! এটা কীভাবে আউট দিতে পারেন।’
২০১৭ সালের আগ পর্যন্ত এই আউটকে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট নামে ডাকা হতো। তবে এটা এখন ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের আওতায় রেখেছে আইসিসি। আইসিসি আইনের ৩৭.৪ ধারায় আছে, ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ডের’ নিয়মে ব্যাটার তখনই আউট হবেন, যদি খেলার সময় ফিল্ডারের সম্মতি ছাড়া ব্যাট অথবা কোনো হাত ব্যবহার করে বল কোনো ফিল্ডারকে দেন।
হামজার আউটে ইংল্যান্ড দল হতাশ হলেও জয় নিয়েই পড়ে মাঠ ছেড়েছে তারা। সুপার সিক্সের ম্যাচে প্রতিপক্ষকে ২৩৭ রানের লক্ষ্য দিলে জিম্বাবুয়ে করতে পারে মাত্র ৯১ রান। তবে ১৪৬ রানে জয়েও টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠা হয়নি তাদের। গ্রুপ ‘২’ থেকে শেষ চারে উঠেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে