নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বোলিং চাইলেও টস হেরে ব্যাটিংয়ে অসন্তুষ্ট ছিলেন না সাকিব আল হাসান। কারণ, তাঁর কাছে অ্যান্টিগা থেকে সেন্ট লুসিয়ার উইকেট ব্যাটারদের জন্য বেশি বন্ধুত্বপূর্ণ মনে হয়েছে। বাংলাদেশ অধিনায়কের চাওয়া মেনেই যেন ব্যাটিং করছিলেন দুই ওপেনার তামিম ইকবাল আর মাহমুদুল হাসান জয়। অনেক দিন পর টেস্টের প্রথম সেশনের প্রথম এক ঘণ্টা প্রায় কাটিয়েই দিয়েছিলেন দুই ওপেনার। কিন্তু প্রথম সেশন শেষে স্কোরবোর্ড বলছে, দুই ওপেনারকে হারিয়ে ৭৫ রান তুলেছে বাংলাদেশ।
প্রথম ঘণ্টার ঠিক আগে আগে আউট হন জয়। তাঁর ৩১ বলে ১০ রানের ইনিংসের সমাপ্তি ঘটে অ্যান্ডারসন ফিলিপের বলে। অভিষেক টেস্ট খেলতে নেমেছেন এই পেসার। টেস্ট ক্যারিয়ারের প্রথম ওভারেই দেখা পেলেন উইকেটের। যতক্ষণ ছিলেন ওয়েস্ট ইন্ডিজ বোলারদের সামনে সংগ্রাম করেছেন জয়। সপ্তম ওভারে কিমার রোচের চতুর্থ-পঞ্চম বলে দুইবার রিভিউ নিয়ে বেঁচেছেন। দুইবারই তাঁকে আউট দেন রিচার্ড ইলিংওয়ার্থ। দুইবারই রোচের বল জয়ের লেগ স্টাম্প মিস করে যায়। তবে শেষ পর্যন্ত ইনিংসটা বড় করতে পারেননি এই ওপেনার।
গত কয়েক সিরিজে যেখানে প্রথম এক ঘণ্টায় বাংলাদেশের টেস্ট-ভাগ্য নির্ধারিত হয়ে যেত, আজ অন্তত সেটা হয়নি। জয়ের বিদায়ের পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে লড়েন তামিম। তবে ২৭ রানের জুটিটা পূর্ণতা পাওয়ার আগে আউট হয়ে যান তামিম। আলজারি জোসেফের লেংথ থেকে কিছু নিচের বলটা ড্রাইভ করতে গিয়ে জারমেইন ব্ল্যাকউডের ক্যাচে পরিণত হন। প্রথম ওভারে রোচের বলে ক্যারিবিয়ানরা রিভিউ নিলেও আম্পায়ার্স কলে বেঁচে যান তামিম।
রিভিউ আর আউটের মাঝখানে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের বিপক্ষে বেশ দাপট দেখিয়েই খেলেছেন। ৬৭ বলে ৪৬ রানের ইনিংসে বলকে ৯ বার সীমানা ছাড়া করেছেন। বড় একটা ইনিংস যখন অবধারিত মনে হচ্ছিল, তখনই দলকে আশা ভঙ্গের হতাশায় পোড়ান তামিম।
চতুর্থ উইকেটে আনামুল হক বিজয়কে নিয়ে মধ্যাহ্নভোজ বিরতিতে গেছেন শান্ত। ৪৫ বলে ১৬ রানে অপরাজিত আছেন তিনি। এই টেস্টটি শান্তর জন্য ক্যারিয়ারে নতুন বাঁক দেওয়ার। সর্বশেষ ১৭ ইনিংসে একটি ফিফটি। বাদ পড়তে পারতেন এই টেস্টেই। স্কোয়াডে সে অর্থে টপ অর্ডার ব্যাটার না থাকায় বেঁচে গেছেন এ যাত্রায়। সুযোগটা কতটুকু কাজে লাগাতে পারছেন শান্ত, সেটা এখন দেখার অপেক্ষা। তাঁর সঙ্গী বিজয়ের অবশ্য অনেকটা উল্টো। তাঁর জন্য এ টেস্টটি টেস্ট ক্যারিয়ার পুনর্জাগরণের। সর্বশেষ টেস্ট খেলেছিলেন এ মাঠেই, ৭ বছর ৯ মাস ১১ দিন আগে। তিনি অপরাজিত আছেন ৫ রানে।
বোলিং চাইলেও টস হেরে ব্যাটিংয়ে অসন্তুষ্ট ছিলেন না সাকিব আল হাসান। কারণ, তাঁর কাছে অ্যান্টিগা থেকে সেন্ট লুসিয়ার উইকেট ব্যাটারদের জন্য বেশি বন্ধুত্বপূর্ণ মনে হয়েছে। বাংলাদেশ অধিনায়কের চাওয়া মেনেই যেন ব্যাটিং করছিলেন দুই ওপেনার তামিম ইকবাল আর মাহমুদুল হাসান জয়। অনেক দিন পর টেস্টের প্রথম সেশনের প্রথম এক ঘণ্টা প্রায় কাটিয়েই দিয়েছিলেন দুই ওপেনার। কিন্তু প্রথম সেশন শেষে স্কোরবোর্ড বলছে, দুই ওপেনারকে হারিয়ে ৭৫ রান তুলেছে বাংলাদেশ।
প্রথম ঘণ্টার ঠিক আগে আগে আউট হন জয়। তাঁর ৩১ বলে ১০ রানের ইনিংসের সমাপ্তি ঘটে অ্যান্ডারসন ফিলিপের বলে। অভিষেক টেস্ট খেলতে নেমেছেন এই পেসার। টেস্ট ক্যারিয়ারের প্রথম ওভারেই দেখা পেলেন উইকেটের। যতক্ষণ ছিলেন ওয়েস্ট ইন্ডিজ বোলারদের সামনে সংগ্রাম করেছেন জয়। সপ্তম ওভারে কিমার রোচের চতুর্থ-পঞ্চম বলে দুইবার রিভিউ নিয়ে বেঁচেছেন। দুইবারই তাঁকে আউট দেন রিচার্ড ইলিংওয়ার্থ। দুইবারই রোচের বল জয়ের লেগ স্টাম্প মিস করে যায়। তবে শেষ পর্যন্ত ইনিংসটা বড় করতে পারেননি এই ওপেনার।
গত কয়েক সিরিজে যেখানে প্রথম এক ঘণ্টায় বাংলাদেশের টেস্ট-ভাগ্য নির্ধারিত হয়ে যেত, আজ অন্তত সেটা হয়নি। জয়ের বিদায়ের পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে লড়েন তামিম। তবে ২৭ রানের জুটিটা পূর্ণতা পাওয়ার আগে আউট হয়ে যান তামিম। আলজারি জোসেফের লেংথ থেকে কিছু নিচের বলটা ড্রাইভ করতে গিয়ে জারমেইন ব্ল্যাকউডের ক্যাচে পরিণত হন। প্রথম ওভারে রোচের বলে ক্যারিবিয়ানরা রিভিউ নিলেও আম্পায়ার্স কলে বেঁচে যান তামিম।
রিভিউ আর আউটের মাঝখানে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের বিপক্ষে বেশ দাপট দেখিয়েই খেলেছেন। ৬৭ বলে ৪৬ রানের ইনিংসে বলকে ৯ বার সীমানা ছাড়া করেছেন। বড় একটা ইনিংস যখন অবধারিত মনে হচ্ছিল, তখনই দলকে আশা ভঙ্গের হতাশায় পোড়ান তামিম।
চতুর্থ উইকেটে আনামুল হক বিজয়কে নিয়ে মধ্যাহ্নভোজ বিরতিতে গেছেন শান্ত। ৪৫ বলে ১৬ রানে অপরাজিত আছেন তিনি। এই টেস্টটি শান্তর জন্য ক্যারিয়ারে নতুন বাঁক দেওয়ার। সর্বশেষ ১৭ ইনিংসে একটি ফিফটি। বাদ পড়তে পারতেন এই টেস্টেই। স্কোয়াডে সে অর্থে টপ অর্ডার ব্যাটার না থাকায় বেঁচে গেছেন এ যাত্রায়। সুযোগটা কতটুকু কাজে লাগাতে পারছেন শান্ত, সেটা এখন দেখার অপেক্ষা। তাঁর সঙ্গী বিজয়ের অবশ্য অনেকটা উল্টো। তাঁর জন্য এ টেস্টটি টেস্ট ক্যারিয়ার পুনর্জাগরণের। সর্বশেষ টেস্ট খেলেছিলেন এ মাঠেই, ৭ বছর ৯ মাস ১১ দিন আগে। তিনি অপরাজিত আছেন ৫ রানে।
রিশাদ হোসেনের সাফল্যে বাংলাদেশ দলের সবচেয়ে বেশি খুশি কে হবেন, বলুন তো? মুশতাক আহমেদ। স্পিন পরামর্শক হিসেবে বাংলাদেশ দলের সব স্পিনারের সাফল্যই তাঁকে আনন্দিত করে। তবে খেলোয়াড়ি জীবনে নিজেই ছিলেন দুর্দান্ত এক লেগ স্পিনার। লেগিদের প্রতি তাঁর দুর্বলতা, ভালো লাগা থাকবেই। মিরপুরে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
৯ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে আলোচনা-সমালোচনা নতুন কিছু নয়। মিরপুরের উইকেটের চরিত্র নিয়ে এত দিন কাঠগড়ায় তোলা হতো কিউরেটর গামিনি ডি সিলভাকে। গামিনি এখন মিরপুরে না থাকলেও উইকেটের চরিত্র আছে আগের মতোই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে কালো মাটির ঘূর্ণি উইকেটে বিষাক্ত টার্ন পাচ্ছেন
৯ ঘণ্টা আগেব্যাট হাতে ১৩ বলের ২৬ রানের ঝোড়ো ক্যামিও, আর বল হাতে ক্যারিয়ারসেরা বোলিং—৬/৩৫; রিশাদ হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৪ রানে জিতল বাংলাদেশ। গতকাল মিরপুরে প্রথমে ব্যাট করে ২০৭ রানে তোলে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ ১৩৩ রানে অলআউট। এই জয়ে তিন ম্যাচের সিরিজে
১১ ঘণ্টা আগেপ্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বরাবরই আতঙ্কের আরেক নাম আর্লিং হাল্যান্ড। চলতি মৌসুমেও নিজের আধিপত্য দেখাচ্ছেন এই স্ট্রাইকার। তাঁকে আটকানোর সব চেষ্টাতেই ব্যর্থ হয় প্রতিপক্ষের রক্ষণভাগ। এবার হাল্যান্ডকে আটকানোর উপায় বলে দিলেন খোদ ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।
১৩ ঘণ্টা আগে