Ajker Patrika

সিরিজসেরার টাকা কেন নিহত রিকশাচালকের পরিবারকে দেবেন মিরাজ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ০৬
সিরিজসেরার টাকা কেন নিহত রিকশাচালকের পরিবারকে দেবেন মিরাজ

পাকিস্তানে থাকতেই মেহেদী হাসান মিরাজ সিদ্ধান্ত নিয়েছিলেন, সিরিজসেরার টাকা নিহত রিকশাচালকের পরিবারকে দেবেন। বাংলাদেশের তারকার অলরাউন্ডার এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।  

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মিরাজসহ প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে দেশে ফিরেছেন। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ দলকে। সিরিজসেরার টাকা নিহত রিকশাচালকের পরিবারকে দেওয়ার কারণ আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় জানিয়েছেন মিরাজ। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘ম্যান অব দ্য সিরিজ হওয়ার ব্যাপারে কিছু তো জানতাম না। তবে দেশে এসে তাদের সাহায্য করব, সেটা তখনই নিয়ত করেছি। যেহেতু ম্যান অব দ্য সিরিজ হয়েছি, সেটাই উৎসর্গ করেছি।’

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট চলার সময় মিরাজ জানতে পারেন নিহত রিকশাচালকের কথা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে বাচ্চার কান্না দেখে আবেগপ্রবণ হয়ে যান মিরাজ। রিকশাচালকের পরিবারের জন্য কিছু করার সিদ্ধান্ত তখনই নিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। মিরাজ বলেন, ‘প্রথম টেস্টের শেষ দিকে সামাজিক মাধ্যমে দেখেছিলাম যে একটা ছেলে কান্না করেছে। ছেলেটার বয়স আমার ছেলের বয়সের মতোই। আমার বাবা মারা গেছেন নামাজ পড়তে গিয়ে, গুলি খেয়ে মারা গেছেন, আমি রক্ত দেখেছি। আমার বাবা ফিরে আসে না—ওই কথাগুলো আমার এখনো কানে বাজে। খুবই খারাপ লেগেছিল আমার।’

১৫৫ রান ও ১০ উইকেটের অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তান সিরিজে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন মিরাজ। রাওয়ালপিন্ডিতে পরশু দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের তারকা অলরাউন্ডার জানিয়েছিলেন, সিরিজসেরার টাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারকে দেবেন। সিরিজসেরার পুরস্কার হিসেবে তিনি পান ৫ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ১৪ হাজার টাকা। 

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১০ উইকেটে জিতে ক্রিকেটের রাজকীয় সংস্করণে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় পায় বাংলাদেশ। পাকিস্তানের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এটাও প্রথম কোনো জয়। একই ভেন্যুতে পরের টেস্টে ৬ উইকেটে জিতে বাংলাদেশ প্রথমবারের মতো ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ ধবলধোলাই করে পাকিস্তানকে। ধবলধোলাই হওয়ায় আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে ৮ নম্বরে নেমেছে পাকিস্তান। বাংলাদেশ ৯ নম্বরে থাকলেও রেটিং পয়েন্ট ১৩ বেড়ে হয়েছে ৬৬।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত