জিম আফ্রো টি–টেনে দুর্দান্ত পারফরম্যান্স শেষে আজ বাংলাদেশে ফিরেছেন তাসকিন আহমেদ। প্রথমবারের মতো কোনো বিদেশি লিগে খেলতে গিয়ে শুরুটাও করেছেন অবিশ্বাস্য। যদিও ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁর দল বুলাওয়ে ব্রেভস তলানিতে শেষ করেছে।
দেশে ফিরে টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা জানানোর সময় সিকান্দার রাজা নাকি তাঁকে হালাল খাবারের ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন তাসকিন। বাংলাদেশি পেসার বলেছেন, ‘ভালো। উনি আসলে সব সময় অনেক সমর্থন করেছেন। আমার হালাল ফুডের জন্য অনেক কিছু আয়োজন করে দিয়েছেন। আমি তো ওর থেকে বয়সে অনেক ছোট। বন্ধু আবার ছোট ভাই কি। ছোট ভাই-ই তো।’
জাতীয় দলের বাইরে রাজা বাংলাদেশে বিপিএল খেলতে এলে তাসকিনের সঙ্গে তাঁর দুর্দান্ত সম্পর্ক গড়ে ওঠে। জিম্বাবুয়েতে খেলতে গিয়ে সেই সম্পর্কের ফল পেয়েছেন এবার তাসকিন। রাজার সহায়তা নিয়ে দুদিন আগে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘সে (রাজা) আমার অনেক কেয়ার করেছে। আমাকে হোমলি ফিল দেওয়ার চেষ্টা করছে। রিলাক্স থাকতে সহায়তা করেছে। বলেছে, কোনো চাপ নেই। খেলা ভালো হোক, খারাপ হোক, নিজের মতো উপভোগ করো।’
টুর্নামেন্ট শুরু থেকেই একটা দৃশ্য নিয়মিত দেখা গেছে। নিজেদের বোলিং ইনিংস শুরুর ওভারেই তাসকিনের উইকেট উদ্যাপন। উইকেট পাওয়ার শুরুটা করেছিলেন হারারে হারিকেনসের ভারতের সাবেক ওপেনার রবিন উথাপ্পাকে দিয়ে। আর শেষটা করেছেন আফগানিস্তানের ওপেনার হজরতউল্লাহ জাজাইকে বোল্ড করে। সব মিলিয়ে ৭ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি।
জিম আফ্রো টি–টেনে দুর্দান্ত পারফরম্যান্স শেষে আজ বাংলাদেশে ফিরেছেন তাসকিন আহমেদ। প্রথমবারের মতো কোনো বিদেশি লিগে খেলতে গিয়ে শুরুটাও করেছেন অবিশ্বাস্য। যদিও ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁর দল বুলাওয়ে ব্রেভস তলানিতে শেষ করেছে।
দেশে ফিরে টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা জানানোর সময় সিকান্দার রাজা নাকি তাঁকে হালাল খাবারের ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন তাসকিন। বাংলাদেশি পেসার বলেছেন, ‘ভালো। উনি আসলে সব সময় অনেক সমর্থন করেছেন। আমার হালাল ফুডের জন্য অনেক কিছু আয়োজন করে দিয়েছেন। আমি তো ওর থেকে বয়সে অনেক ছোট। বন্ধু আবার ছোট ভাই কি। ছোট ভাই-ই তো।’
জাতীয় দলের বাইরে রাজা বাংলাদেশে বিপিএল খেলতে এলে তাসকিনের সঙ্গে তাঁর দুর্দান্ত সম্পর্ক গড়ে ওঠে। জিম্বাবুয়েতে খেলতে গিয়ে সেই সম্পর্কের ফল পেয়েছেন এবার তাসকিন। রাজার সহায়তা নিয়ে দুদিন আগে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘সে (রাজা) আমার অনেক কেয়ার করেছে। আমাকে হোমলি ফিল দেওয়ার চেষ্টা করছে। রিলাক্স থাকতে সহায়তা করেছে। বলেছে, কোনো চাপ নেই। খেলা ভালো হোক, খারাপ হোক, নিজের মতো উপভোগ করো।’
টুর্নামেন্ট শুরু থেকেই একটা দৃশ্য নিয়মিত দেখা গেছে। নিজেদের বোলিং ইনিংস শুরুর ওভারেই তাসকিনের উইকেট উদ্যাপন। উইকেট পাওয়ার শুরুটা করেছিলেন হারারে হারিকেনসের ভারতের সাবেক ওপেনার রবিন উথাপ্পাকে দিয়ে। আর শেষটা করেছেন আফগানিস্তানের ওপেনার হজরতউল্লাহ জাজাইকে বোল্ড করে। সব মিলিয়ে ৭ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি।
আন্দ্রে রাসেল একটা ব্যাট উপহার দিয়েছিলেন টিম ডেভিডকে। সেই ব্যাট দিয়েই ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো খুন করলেন! গত বছর নভেম্বরের পর অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি সংস্করণে ব্যাট করতে নামলেন ডেভিড। পরের ঘটনা উঠে গেছে রেকর্ড বইয়ে। মাত্র ৩৭ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১৬ বলে করেছেন ফিফটি। অস্ট্রেলিয়ার হয়ে...
২৭ মিনিট আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে জো রুটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪৪ রান তাদের। ১৮৬ রানের লিড নিয়ে আজ ৪র্থ দিন আবারও ব্যাটিংয়ে নামবে তারা। বিকেল ৪টায় শুরু হবে খেলা। সরাসরি সনি টেন ১ ও ৫ খেলা সম্প্রচার করবে।
১ ঘণ্টা আগেটানা দুটি সিরিজ জয়; শ্রীলঙ্কার পর এবার পাকিস্তান। দুই সিরিজ মিলিয়ে চার ম্যাচে জয়। এই ধারাবাহিক সাফল্যে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ দলের, এই কথা বলছেন অধিনায়ক লিটন দাসসহ দলের অন্য সদস্যরা। তবে এই আত্মবিশ্বাস কতটা কাজে দেবে দলের এবং এটা কি সত্যি না কৃত্রিম, এ নিয়ে যখন আলোচনা, তখন লিটনদের সামনে...
২ ঘণ্টা আগেশচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসং
১৫ ঘণ্টা আগে