Ajker Patrika

আইপিএল থেকে চলে আসায় মোস্তাফিজের আর্থিক ক্ষতি কত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ মে ২০২৪, ১২: ১৪
Thumbnail image

আইপিএল শেষ হতে এখনো ২৪ দিন বাকি। দলগুলো যখন শেষ চারের সমীকরণ মেলাতে ব্যস্ত, এ সময়ে চেন্নাই সুপার কিংসকে ছেড়ে দিতে হলো মোস্তাফিজুর রহমানকে। দারুণ ছন্দে থাকা মোস্তাফিজের সার্ভিস তারা কতটা মিস করবে, এরই মধ্যে চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিংয়ের মন্তব্যে পরিষ্কার। এ ধরনের টুর্নামেন্টে খেলে নিজের উন্নতির বিষয় তো আছেই সঙ্গে মাঝপথে দেশে ফিরে আর্থিক ক্ষতিও ফিজের কম নয়।

আইপিএলের নিলাম থেকে মোস্তাফিজকে চেন্নাই কিনেছিল তাঁর ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে (২ কোটি ৬৩ লাখ বাংলাদেশি টাকা)। চেন্নাই এখনো পর্যন্ত খেলেছে ১০ ম্যাচ, এর মধ্যে বাংলাদেশি পেসার খেলেছেন ৯ ম্যাচ। আইপিএলের ফাইনালে উঠতে পারলে চেন্নাইয়ের সর্বোচ্চ ১৭ ম্যাচ খেলার সুযোগ থাকছে। লিগ পর্বে বিদায় নিলেও খেলবে ১৪টি। ভিত্তিমূল্য যেটাই হোক, আইপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ভর করে সাধারণত ম্যাচ সংখ্যার ওপর। 

মোস্তাফিজের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, যেহেতু মোস্তাফিজ ৯টি ম্যাচ খেলেছেন, তিনি তাঁর পারিশ্রমিকের ৬৪ শতাংশ পাবেন। তাঁর ভিত্তিমূল্য অনুযায়ী আর কর কেটে সর্বোচ্চ ১ কোটি টাকা পেতে পারেন ফিজ। আইপিএলের মাঝপথে দেশে ফেরায় তাঁর আর্থিক ক্ষতি প্রায় কোটি টাকার। জিম্বাবুয়ে সিরিজে খেলতে বিসিবি তাঁকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছিল ১ মে পর্যন্ত। আজ বিকেলে তিনি চেন্নাই থেকে দেশেও ফিরেছেন। তবে এখনই জিম্বাবুয়ে সিরিজ খেলা হচ্ছে না তাঁর। কদিনের বিশ্রাম শেষে ঢাকা পর্বে যোগ দেবেন দলের সঙ্গে।

৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে চেন্নাই তো বটেই, আইপিএলের বোলারদের মধ্যে আজ বিকেল পর্যন্ত তিন জনের সঙ্গে শীর্ষে ছিলেন মোস্তাফিজ। ২০১৬ আইপিএলের পর আবারও চেনা রূপে ফেরা ফিজের টুর্নামেন্ট শেষ না হলেও এবার তাঁর পারফরম্যান্সে মুগ্ধ অনেকেই। ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম যেমন ফেসবুকে লিখেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে শঙ্কায় ছিলাম মোস্তাফিজুর রহমানের ভবিষ্যৎ নিয়ে। গত বেশ কিছুদিন থেকে ওর পারফরম্যান্স মোটেই সন্তোষজনক ছিল না। সত্যি কথা বলতে, জাতীয় দলে ওর জায়গা হবে কিনা সেটি নিয়ে সন্দেহ প্রকাশ করতেও অনেকে দ্বিধা করেনি। অথচ এই কদিনে সবকিছুই বদলে গেল। আমি নিশ্চিত সিএসকের (চেন্নাইয়) পরের ম্যাচে দল, সমর্থক, ধারাভাষ্যকারসহ সবাই মোস্তাফিজের অভাব অনুভব করবে। মোস্তাফিজের না থাকার ব্যাপারটা এবং তার ফেলে আসা বিশেষ মুহূর্তগুলো বারবার টিভি স্ক্রিনে ভেসে উঠবে। সবার মুখে মুখে উচ্চারিত হবে মোস্তাফিজের নাম। আর তার নামের পাশাপাশি উঠে আসবে বাংলাদেশের কথাও।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত