Ajker Patrika

বাসের ধাক্কায় প্রাণ গেল তরুণ ক্রিকেটারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ আগস্ট ২০২১, ০১: ৫০
বাসের ধাক্কায় প্রাণ গেল তরুণ ক্রিকেটারের

কাজ শেষে তিনি মোটরসাইকেলে ফিরছিলেন কলাবাগানের বাসায়। ফার্মগেট আসতেই পেছন থেকে একটা বাস ধাক্কা দেয় শহীদুল ইসলামকে (২৫)। সেখানেই জীবনপ্রদীপ নিভে যায় তরুণ বাঁহাতি স্পিনারের।

শহীদুলের সতীর্থ ও বন্ধুদের সূত্রে জানা যায়, বাস পেছন থেকে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত পান‌ তিনি। এরপর সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া  হলে সেখানেই মারা যান শহীদুল। বাসচালক আর সহকারীকে আটকের খবর পাওয়া গেছে।

রাজধানীর কলাবাগানে বেড়ে ওঠা শহীদ ঢাকার ক্লাব ক্রিকেটের পরিচিত নাম। ঢাকা ১ম বিভাগ ক্রিকেটের বিভিন্ন ক্লাবে তিনি খেলেছেন প্রায় এক যুগ। বাঁহাতি স্পিনার শহীদুল এক সময় কোচিং করেছেন কোচ ও ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরীর কাছে। ছাত্রের অকালপ্রয়াণে শোকাহত জালাল বললেন, ‘রাতে পেলাম তরতাজা স্পিনার শহীদুলের অকালপ্রয়াণের খবর। হৃদয়বিদারক এসব খবর মানতে কষ্ট হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত