Ajker Patrika

অস্ট্রেলিয়াকে ১২৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১৪: ৫৮
অস্ট্রেলিয়াকে ১২৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন বাংলাদেশের মেয়েরা। নিগার সুলতানা জ্যোতির ফিফটি, ফাহিমা খাতুন ও মুরশিদা খাতুনের কার্যকর দুই ইনিংসে চড়ে শক্তিশালী অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলকে ১২৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই ১০০ রানের আগেই গুটিয়ে যাওয়ার তিক্ত অভিজ্ঞতা হয় বাংলাদেশের মেয়েদের। টি-টোয়েন্টি সিরিজে সেই ভুলগুলো শুধরে রানে ফেরার চেষ্টাই ছিল তাঁদের লক্ষ্য। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অসাধারণ ব্যাটিংয়ে ৪ উইকেটে ১২৬ রান তুলেছে স্বাগতিকেরা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অধিনায়ক জ্যোতি।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়ে বাংলাদেশ। এই ম্যাচেও শুরুটা ছিল হতাশার। ইনিংসের প্রথম বলেই সোফি মোলিনা গোল্ডেন ডাকে ফেরান ওপেনার দিলারা আক্তারকে। পরের ওভারে ৩ নম্বরে নামা সোবহানা মোস্তারিও ফেরেন রানের খাতা খোলার আগে। 

তবে তৃতীয় উইকেটে মুরশিদা ও জ্যোতি শুরুর বিপর্যয় দারুণভাবে সামলে নেন। দুজনে গড়েন ৫৭ বলে ৫৭ রানের অসাধারণ এক জুটি। ১১তম ওভারে মুরশিদাকে ফিরিয়ে পেসার জর্জিয়া ওয়ারেহ্যাস ভাঙেন জুটি। ২৭ বলে ২০ রান আসে মুরশিদার ব্যাট থেকে। 

চতুর্থ উইকেটে ফাহিমাকে সঙ্গে নিয়ে ৫২ বলে ৬০ রানের আরেকটি দুর্দান্ত জুটি গড়েন জ্যোতি, যার কল্যাণে বাংলাদেশের স্কোর পৌঁছে যায় ১২৬ রানে। ৬৪ বলে ৭ চারের বাউন্ডারিতে ৬২ রানে অপরাজিত থাকেন জ্যোতি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে বাংলাদেশ অধিনায়কের এটি ষষ্ঠ ফিফটি। ২১ বলে ২৭ রান করে শেষ ওভারে আউট হন ফাহিমা। অস্ট্রেলিয়ার হয়ে দুটি উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার মোলিনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

মেয়ের কফিনে বাবার চুমু

মেয়েকে আনতে স্কুলে গিয়ে লাশ হয়ে ফিরলেন গাংনীর রজনী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত