বছর পার হতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন বিশ্ব রেকর্ড জিম্বাবুয়ের। গত বছর এশিয়ান মঙ্গোলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ উইকেটে ৩১৪ রান করেছিল নেপাল। সিকান্দার রাজার সেঞ্চুরিতে সেটি ছাপিয়ে আজ দক্ষিণ আফ্রিকা অঞ্চলের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ৪ উইকেটে জিম্বাবুয়ে করেছে ৩৪৪ রান।
জিততে হলে বিশ্ব রেকর্ডই গড়তে হতো গাম্বিয়াকে। সে রকম কোনো প্রতিদ্বন্দ্বিতাই দেখাতে পারেনি তারা। রিচার্ড এনগারাভা-ব্রেন্ডন মাভুতাদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ১৪.৪ ওভারে মাত্র ৫৪ রানে গুটিয়ে যায় তারা। জিম্বাবুয়ে পেল ২৯০ রানের রেকর্ড গড়া জয়।
কেনিয়ার নাইরোবিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। শুরু থেকেই ছক্কা-চারের বৃষ্টি নামান ব্যাটাররা। ওপেনার ব্রায়ান বেনেট ৭টি চার ও একটি ছক্কায় করেন ২৬ বলে ৫০ রান। ৯ চার ও ৪ ছক্কায় ১৯ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন মারুমানি।
চার নম্বরে নেমে ৪৩ বলে ১৩৩ রানে অপরাজিত থাকেন সিকান্দার রাজা। ইনিংসে ছিল ১৫টি ছক্কা ও ৭টি চার। ৩৩ বলে তুলে নেন প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিও রেটি। নামিবিয়ার ইয়ান নিকোল লফটি–ইটনও ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন। এস্তোনিয়ার সাহিল চৌহান ২৭ বলে দ্রুততম সেঞ্চুরি করে শীর্ষে রয়েছেন।
ক্লাইভ মাদান্দে অপরাজিত থাকেন ১৭ বলে ৫৩ রানে। তাঁর ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৩টি চার। যার সৌজন্যে জিম্বাবুয়ে স্কোর গড়ে ৩৪৪ রানের। ইনিংসে ছিল ২৭টি ছক্কা, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো দলের সর্বোচ্চ ছক্কা।
বছর পার হতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন বিশ্ব রেকর্ড জিম্বাবুয়ের। গত বছর এশিয়ান মঙ্গোলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ উইকেটে ৩১৪ রান করেছিল নেপাল। সিকান্দার রাজার সেঞ্চুরিতে সেটি ছাপিয়ে আজ দক্ষিণ আফ্রিকা অঞ্চলের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ৪ উইকেটে জিম্বাবুয়ে করেছে ৩৪৪ রান।
জিততে হলে বিশ্ব রেকর্ডই গড়তে হতো গাম্বিয়াকে। সে রকম কোনো প্রতিদ্বন্দ্বিতাই দেখাতে পারেনি তারা। রিচার্ড এনগারাভা-ব্রেন্ডন মাভুতাদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ১৪.৪ ওভারে মাত্র ৫৪ রানে গুটিয়ে যায় তারা। জিম্বাবুয়ে পেল ২৯০ রানের রেকর্ড গড়া জয়।
কেনিয়ার নাইরোবিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। শুরু থেকেই ছক্কা-চারের বৃষ্টি নামান ব্যাটাররা। ওপেনার ব্রায়ান বেনেট ৭টি চার ও একটি ছক্কায় করেন ২৬ বলে ৫০ রান। ৯ চার ও ৪ ছক্কায় ১৯ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন মারুমানি।
চার নম্বরে নেমে ৪৩ বলে ১৩৩ রানে অপরাজিত থাকেন সিকান্দার রাজা। ইনিংসে ছিল ১৫টি ছক্কা ও ৭টি চার। ৩৩ বলে তুলে নেন প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিও রেটি। নামিবিয়ার ইয়ান নিকোল লফটি–ইটনও ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন। এস্তোনিয়ার সাহিল চৌহান ২৭ বলে দ্রুততম সেঞ্চুরি করে শীর্ষে রয়েছেন।
ক্লাইভ মাদান্দে অপরাজিত থাকেন ১৭ বলে ৫৩ রানে। তাঁর ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৩টি চার। যার সৌজন্যে জিম্বাবুয়ে স্কোর গড়ে ৩৪৪ রানের। ইনিংসে ছিল ২৭টি ছক্কা, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো দলের সর্বোচ্চ ছক্কা।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে