Ajker Patrika

টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর আশা সাকিবের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জুন ২০২২, ১২: ৫৬
টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর আশা সাকিবের 

টেস্টে হতাশাজনকভাবে সিরিজ হারের পর রঙিন পোশাকের  ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের ক্রিকেটাররা। শুরুতেই টি-টোয়েন্টি ক্রিকেট। টেস্টের পর বাংলাদেশের আরেক হতাশার জায়গা। 

সাদা পোশাকে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হলেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভালো কিছুর প্রত্যাশা টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের। গতকাল চার দিনে সেন্ট লুসিয়ায় টেস্ট হারের পর সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, ‘অনেক জায়গা আছে, যেখানে আমাদের উন্নতি করতে হবে। যদি আমরা দলগতভাবে খেলতে পারি, আমি বিশ্বাস করি যে এই সিরিজ আমাদের কাজে দেবে।’

অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খুদে সংস্করণের ক্রিকেটে ব্যস্ত সূচি বাংলাদেশের। ওয়েস্ট সিরিজ শেষে শ্রীলঙ্কায় এশিয়া কাপ। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে মাহমুদউল্লাহরা খেলবেন ত্রিদেশীয় একটি সিরিজ। 

বিশ্বকাপে ভালো করতে হলে এসব সিরিজে ভালো খেলার তাগিদ সাকিবের, ‘ওয়েস্ট ইন্ডিজের মতো একটা দলের সঙ্গে টি-টোয়েন্টি খেলতে পারাটা বড় একটা চ্যালেঞ্জ হবে আমাদের। আমরা যদি এখানে ভালো করতে পারি, আত্মবিশ্বাসটা কাজে আসবে শ্রীলঙ্কায় এশিয়া কাপে। ভালো একটা মানসিকতা নিয়ে যাওয়ার জন্য কাজ করবে শ্রীলঙ্কায়। আমরা জানি খুবই কঠিন হবে। ভারত, পাকিস্তান, আফগানিস্তান—আমি বলব যে এশিয়ার ভেতরে এরা খুব ভালো টি-টোয়েন্টি দল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত