Ajker Patrika

চেতনের নির্বাচক কমিটিকে বরখাস্ত করল বিসিসিআই

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১৩: ১৩
Thumbnail image

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই কঠোর হলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে বরখাস্ত করল দেশটির ক্রিকেট বোর্ড। শুক্রবার এক মিডিয়া বার্তায় এমনটাই জানিয়েছে তাদের ক্রিকেট বোর্ড।

চেতনের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির সদস্যরা হলেন সুনিল জোশি, হারভিন্দর সিং ও দেবাশিস মোহান্তি। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, এই চারজন এখন ভারতের বিভিন্ন ভেন্যুতে বিজয় হাজারে ট্রফির ম্যাচ দেখছেন। তাঁরা বিসিসিআই থেকে বরখাস্ত হওয়ার কোনো রকম খবর এখনো পাননি। এমনকি এই নির্বাচক প্যানেল পুরোপুরি বাদ দেওয়া হবে কি না, সে ব্যাপারেও কিছু জানায়নি দেশটির ক্রিকেট বোর্ড।

পাঁচ সদস্যের নতুন নির্বাচক কমিটির জন্য বিজ্ঞপ্তিও দিয়েছে বিসিসিআই। তাতে জুড়ে দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত। ভারতের হয়ে ৭ টেস্ট বা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ বা ১০ ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে পাঁচ বছর আগে অবসর নিয়েছেন এবং বোর্ডের কোনো ক্রিকেট কমিটিতে পাঁচ বছর কাজ করেননি এমন ক্রিকেটাররাই আবেদন করতে পারবেন। সাবেক ক্রিকেটারদের জন্যও আবেদনের পথ খোলা রেখেছে বিসিসিআই। ২৮ নভেম্বর পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে আবেদনের সময়সীমা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত