ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো সংস্করণেই জয় ছিল না আফগানিস্তানের। আজকের আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৪ ম্যাচের প্রতিটিতে হেরেছিলেন রশিদ খান-মোহাম্মদ নবিরা। তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের সেই বৃত্ত ভাঙলেন তাঁরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম জয়টি এতটাই পরাক্রমে জিতেছে আফগানিস্তান, যাকে নিজেদের সংক্ষিপ্ত সংস্করণের ইতিহাসে এখন পর্যন্ত পাওয়া জয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি বলে জানিয়েছেন দলটির অধিনায়ক রশিদ।
এই জয় পাওয়ার ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রশিদ। ফজলহক ফারুকির সমান ৪টি উইকেট নিয়ে প্রতিপক্ষকে ৭৫ রানে অলআউট করেছেন তিনি। তাঁদের আগে অবশ্য ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে ১৫৯ রানের সংগ্রহ এনে দেন রহমানউল্লাহ গুরবাজ। এই তিন ত্রয়ীর সৌজন্যে পরে ৮৪ রানের জয় পায় আফগানিস্তান। বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ে ৪ পয়েন্ট নিয়ে এখন সুপার এইটের পথ সহজ করেছে তারা।
এমন দুর্দান্ত জয় নিয়ে রশিদ বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে এটা আমাদের সেরা পারফরম্যান্সগুলোর একটি। দারুণ দলীয় প্রচেষ্টা। শুধু বোলিং নয়, ব্যাটিংটাও দারুণ হয়েছে। আর যেভাবে শুরুটা এনে দিয়েছিলেন গুরবাজ-ইব্রাহিম, কারণ উইকেট মোটেই সহজ ছিল না।’
অন্যদিকে ৫৬ বলে ৮০ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হওয়া গুরবাজ জানিয়েছেন, এই জয়ের জন্য তিন বছর ধরে অপেক্ষা করে আছেন তিনি। ম্যাচে সমান ৫টি করে চার ও ছক্কা হাঁকানো আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘এর চেয়ে বিশেষ কিছু নেই। তিন বছর ধরে এই জয়ের অপেক্ষায় ছিলাম। শেষ পর্যন্ত তাদের পরাজিত করেছি আমরা। আস্থা আর বিশ্বাস শুরু থেকেই ছিল। আমাদের বিশ্বাস আছে যে আমরা এই সারফেসে যেকোনো দলকে হারাতে পারি।’
নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো সংস্করণেই জয় ছিল না আফগানিস্তানের। আজকের আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৪ ম্যাচের প্রতিটিতে হেরেছিলেন রশিদ খান-মোহাম্মদ নবিরা। তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের সেই বৃত্ত ভাঙলেন তাঁরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম জয়টি এতটাই পরাক্রমে জিতেছে আফগানিস্তান, যাকে নিজেদের সংক্ষিপ্ত সংস্করণের ইতিহাসে এখন পর্যন্ত পাওয়া জয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি বলে জানিয়েছেন দলটির অধিনায়ক রশিদ।
এই জয় পাওয়ার ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রশিদ। ফজলহক ফারুকির সমান ৪টি উইকেট নিয়ে প্রতিপক্ষকে ৭৫ রানে অলআউট করেছেন তিনি। তাঁদের আগে অবশ্য ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে ১৫৯ রানের সংগ্রহ এনে দেন রহমানউল্লাহ গুরবাজ। এই তিন ত্রয়ীর সৌজন্যে পরে ৮৪ রানের জয় পায় আফগানিস্তান। বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ে ৪ পয়েন্ট নিয়ে এখন সুপার এইটের পথ সহজ করেছে তারা।
এমন দুর্দান্ত জয় নিয়ে রশিদ বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে এটা আমাদের সেরা পারফরম্যান্সগুলোর একটি। দারুণ দলীয় প্রচেষ্টা। শুধু বোলিং নয়, ব্যাটিংটাও দারুণ হয়েছে। আর যেভাবে শুরুটা এনে দিয়েছিলেন গুরবাজ-ইব্রাহিম, কারণ উইকেট মোটেই সহজ ছিল না।’
অন্যদিকে ৫৬ বলে ৮০ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হওয়া গুরবাজ জানিয়েছেন, এই জয়ের জন্য তিন বছর ধরে অপেক্ষা করে আছেন তিনি। ম্যাচে সমান ৫টি করে চার ও ছক্কা হাঁকানো আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘এর চেয়ে বিশেষ কিছু নেই। তিন বছর ধরে এই জয়ের অপেক্ষায় ছিলাম। শেষ পর্যন্ত তাদের পরাজিত করেছি আমরা। আস্থা আর বিশ্বাস শুরু থেকেই ছিল। আমাদের বিশ্বাস আছে যে আমরা এই সারফেসে যেকোনো দলকে হারাতে পারি।’
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
১ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
২ ঘণ্টা আগে