Ajker Patrika

বিশ্বকাপ খেলতে দুবাই পৌঁছালেন বাংলাদেশের মেয়েরা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ২১: ০৬
বিশ্বকাপ খেলতে দুবাই পৌঁছালেন বাংলাদেশের মেয়েরা

বিশ্বকাপ খেলতে অন্য দলগুলো বাংলাদেশে আসার কথা ছিল এত দিনে। কিন্তু এখন উল্টো বাংলাদেশের মেয়েদের যেত হলো দুবাইয়ে। 

রাজনৈতিক পটপরিবর্তের পর দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ায় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন সম্ভব হয়নি বাংলাদেশের। আইসিসি সেই বিশ্বকাপ সরিয়ে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। তবে ভেন্যু সরে গেলেও আয়োজক স্বত্ব থাকছে বাংলাদেশের হাতে। 

৩-২০ অক্টোবর—দুবাই ও শারজায় হবে ১০ দলের এবারের বিশ্বকাপ। সেই বিশ্বকাপে অংশ নিতে দুবাই পৌঁছেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিমানবন্দরে নিগার সুলতানা জ্যোতি-জাহানারা আলমদের একটি ভিডিও পোস্ট করে বিসিবি ক্যাপশনে লিখেছে, ‘বাংলাদেশ নারী দল দুবাই পৌঁছেছে, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিযোগিতা করতে প্রস্তুত হচ্ছে।’ 

আজ সকালেই বিশ্বকাপ খেলতে উড়াল দেয় বাংলাদেশ দল। সকালের দিকে মেয়েদের বিমানবন্দরে যাওয়ার আরেকটি ভিডিও পোস্ট দেয় বিসিবি। ক্যাপশনে লেখে, ‘বাংলাদেশ নারী দল ২০২৪ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ছে।’ 

এর আগে পরশু মিরপুর স্টেডিয়ামে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বিশ্বকাপের আনুষ্ঠানিক ফটোশুটে অংশ নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত