Ajker Patrika

বিপিএলে দল না পেয়ে অবাক রুবেল

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১৮: ৪৮
বিপিএলে দল না পেয়ে অবাক রুবেল

২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট হয়েছে আজ। খেলোয়াড় ধরে রাখা, সরাসরি চুক্তি ও নিলাম মিলিয়ে প্রত্যাশিতভাবে বেশির ভাগ ক্রিকেটারই দল পেয়েছেন। তবে অন্যবারের মতো এবারও কিছু নাম রয়েছে, যাঁরা বিপিএলের ১১তম সংস্করণে দল পাননি। 

বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেনের কাছে দল না পাওয়া যেন কিছুটা অবাক হওয়ার মতো। অবাক হওয়াটাও স্বাভাবিক, ক্যারিয়ারে প্রথমবারের মতো বিপিএলে দল পাওয়া হলো না তাঁর। ২০২১ সালের এপ্রিলের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি রুবেলের। 

সর্বশেষ বিপিএলে রুবেলের পারফরম্যান্স ছিল না সন্তোষজনক। খুলনা টাইগার্সের হয়ে তিন ম্যাচে সুযোগ পেয়েছিলেন একাদশে। সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন নিজেই। তিন ম্যাচে সব মিলিয়ে করেছেন ৫ ওভার, রান দিয়েছেন ৭২। ওভারপ্রতি রান দিয়েছেন ১৪.৪, বিপরীতে ছিলেন উইকেটশূন্য। 

আগের বারের পারফরম্যান্সে রুবেলের ক্যারিয়ারে পড়েছে নেতিবাচক প্রভাব। তারপরও যেটা আগে কখনো হয়নি—প্রথমবার দল না পাওয়ায় রুবেলের কণ্ঠে বিস্ময়ের সুর, ‘আমার ক্যারিয়ারে কখনো হয়নি (দল না পাওয়া)। গত বিপিএলটা আমার ভালো যায়নি বলে দল পাব না, আমি খুব অবাক হয়েছি। এমন কিছু খেলোয়াড় দল পেয়েছে, অথচ আমি দল পাইনি, অবাকই হয়েছি। বুঝলাম না কোনো সিন্ডিকেট হয়েছে কি না।’ 

রুবেল ছাড়াও সর্বশেষ বিপিএলে দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম চৌধুরী দল পাননি এবার। গতবার বিপিএলের মাঝপথে রংপুর রাইডার্স দলে ভিড়িয়েছিল মুমিনুল হককে। এই বাঁহাতি ব্যাটারকেও এবার নেয়নি কোনো দল। 

ফজলে মাহমুদ রাব্বিও রংপুরের হয়ে খেলেছিলেন গতবার। এই বাঁহাতি ব্যাটারও দল পাননি এবার। এই তালিকায় আছেন সাদমান ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান রানারাও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত