২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট হয়েছে আজ। খেলোয়াড় ধরে রাখা, সরাসরি চুক্তি ও নিলাম মিলিয়ে প্রত্যাশিতভাবে বেশির ভাগ ক্রিকেটারই দল পেয়েছেন। তবে অন্যবারের মতো এবারও কিছু নাম রয়েছে, যাঁরা বিপিএলের ১১তম সংস্করণে দল পাননি।
বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেনের কাছে দল না পাওয়া যেন কিছুটা অবাক হওয়ার মতো। অবাক হওয়াটাও স্বাভাবিক, ক্যারিয়ারে প্রথমবারের মতো বিপিএলে দল পাওয়া হলো না তাঁর। ২০২১ সালের এপ্রিলের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি রুবেলের।
সর্বশেষ বিপিএলে রুবেলের পারফরম্যান্স ছিল না সন্তোষজনক। খুলনা টাইগার্সের হয়ে তিন ম্যাচে সুযোগ পেয়েছিলেন একাদশে। সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন নিজেই। তিন ম্যাচে সব মিলিয়ে করেছেন ৫ ওভার, রান দিয়েছেন ৭২। ওভারপ্রতি রান দিয়েছেন ১৪.৪, বিপরীতে ছিলেন উইকেটশূন্য।
আগের বারের পারফরম্যান্সে রুবেলের ক্যারিয়ারে পড়েছে নেতিবাচক প্রভাব। তারপরও যেটা আগে কখনো হয়নি—প্রথমবার দল না পাওয়ায় রুবেলের কণ্ঠে বিস্ময়ের সুর, ‘আমার ক্যারিয়ারে কখনো হয়নি (দল না পাওয়া)। গত বিপিএলটা আমার ভালো যায়নি বলে দল পাব না, আমি খুব অবাক হয়েছি। এমন কিছু খেলোয়াড় দল পেয়েছে, অথচ আমি দল পাইনি, অবাকই হয়েছি। বুঝলাম না কোনো সিন্ডিকেট হয়েছে কি না।’
রুবেল ছাড়াও সর্বশেষ বিপিএলে দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম চৌধুরী দল পাননি এবার। গতবার বিপিএলের মাঝপথে রংপুর রাইডার্স দলে ভিড়িয়েছিল মুমিনুল হককে। এই বাঁহাতি ব্যাটারকেও এবার নেয়নি কোনো দল।
ফজলে মাহমুদ রাব্বিও রংপুরের হয়ে খেলেছিলেন গতবার। এই বাঁহাতি ব্যাটারও দল পাননি এবার। এই তালিকায় আছেন সাদমান ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান রানারাও।
২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট হয়েছে আজ। খেলোয়াড় ধরে রাখা, সরাসরি চুক্তি ও নিলাম মিলিয়ে প্রত্যাশিতভাবে বেশির ভাগ ক্রিকেটারই দল পেয়েছেন। তবে অন্যবারের মতো এবারও কিছু নাম রয়েছে, যাঁরা বিপিএলের ১১তম সংস্করণে দল পাননি।
বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেনের কাছে দল না পাওয়া যেন কিছুটা অবাক হওয়ার মতো। অবাক হওয়াটাও স্বাভাবিক, ক্যারিয়ারে প্রথমবারের মতো বিপিএলে দল পাওয়া হলো না তাঁর। ২০২১ সালের এপ্রিলের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি রুবেলের।
সর্বশেষ বিপিএলে রুবেলের পারফরম্যান্স ছিল না সন্তোষজনক। খুলনা টাইগার্সের হয়ে তিন ম্যাচে সুযোগ পেয়েছিলেন একাদশে। সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন নিজেই। তিন ম্যাচে সব মিলিয়ে করেছেন ৫ ওভার, রান দিয়েছেন ৭২। ওভারপ্রতি রান দিয়েছেন ১৪.৪, বিপরীতে ছিলেন উইকেটশূন্য।
আগের বারের পারফরম্যান্সে রুবেলের ক্যারিয়ারে পড়েছে নেতিবাচক প্রভাব। তারপরও যেটা আগে কখনো হয়নি—প্রথমবার দল না পাওয়ায় রুবেলের কণ্ঠে বিস্ময়ের সুর, ‘আমার ক্যারিয়ারে কখনো হয়নি (দল না পাওয়া)। গত বিপিএলটা আমার ভালো যায়নি বলে দল পাব না, আমি খুব অবাক হয়েছি। এমন কিছু খেলোয়াড় দল পেয়েছে, অথচ আমি দল পাইনি, অবাকই হয়েছি। বুঝলাম না কোনো সিন্ডিকেট হয়েছে কি না।’
রুবেল ছাড়াও সর্বশেষ বিপিএলে দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম চৌধুরী দল পাননি এবার। গতবার বিপিএলের মাঝপথে রংপুর রাইডার্স দলে ভিড়িয়েছিল মুমিনুল হককে। এই বাঁহাতি ব্যাটারকেও এবার নেয়নি কোনো দল।
ফজলে মাহমুদ রাব্বিও রংপুরের হয়ে খেলেছিলেন গতবার। এই বাঁহাতি ব্যাটারও দল পাননি এবার। এই তালিকায় আছেন সাদমান ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান রানারাও।
আবুধাবিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ানোর পর গত পরশু শেষ ওয়ানডেতে ২০০ রানের লজ্জার পরাজয়। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমর্থকদের হতাশার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা, ব্যঙ্গ রসিকতা তো হচ্ছেই। আজ দল যখন রাতে ফিরল, বিমানবন্দরে দুয়োও শুনতে হলো তাদের।
৭ ঘণ্টা আগেএশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
৮ ঘণ্টা আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
৯ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
১১ ঘণ্টা আগে