নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে না দাঁড়িয়ে উপায় থাকে না। নিউজিল্যান্ড দল সে কাজটা পরশু কী দারুণভাবেই না করেছে!
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে সফরকারীরা বাংলাদেশকে গুটিয়ে দিয়েছে মাত্র ৭৬ রানে। যা ঘরের মাঠে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন স্কোর। দুর্দান্ত সে জয়ে সিরিজটাও বাঁচিয়ে রেখেছে নিউজিল্যান্ড। আর এবার তো সিরিজ জয়েরই স্বপ্ন বুনতে শুরু করেছে তারা।
একটি জয় কীভাবে কোনো দলের শারীরিক ভাষা বদলে দেয়, তা আজ মিরপুরের বিসিবি একাডেমি মাঠে নিউজিল্যান্ডের অনুশীলন দেখে বোঝা গেল। কিউইদের কথাতেও ঝরে পড়ছিল আত্মবিশ্বাস।
অনুশীলনের ফাঁকে বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড কোচ গ্লেন পোকনাল যেন হুংকারই ছুড়লেন। বললেন, তাঁর দল ভড়কে যাচ্ছে না মোটেও। বরং আগুনের জবাব আগুন দিয়েই দিতে চান তাঁরা।
পোকনালের ভাষ্য, ‘দেশের মাঠে শুধু আমাদের বিপক্ষে নয়, সব দলের বিপক্ষেই বাংলাদেশের রেকর্ড দুর্দান্ত। এভাবে হারার পর (তৃতীয় ম্যাচে) তাদের রক্তক্ষরণ হওয়ার কথা এবং তারা শক্তভাবেই ফিরে আসতে চাইবে। তাদের পাল্টা আক্রমণ রুখতে আমরাও প্রস্তুত। আগুনের জবাব আগুন দিয়েই দিতে চাই। আমরা লড়াইয়ে নামতে মুখিয়ে আছি।’
আগামীকাল চতুর্থ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোই শুধু নয়, আরও বেশি কিছুর আশা করছেন পোকনাল, ‘এই সিরিজ থেকে আমাদের এখন অনেক কিছুই পাওয়ার আছে। একটা সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের সমানে। কাল ২-২ করে ফেলতে চাই। তারপর দেখা যাবে শেষ ম্যাচে কী হয়। ছেলেরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’
দেয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে না দাঁড়িয়ে উপায় থাকে না। নিউজিল্যান্ড দল সে কাজটা পরশু কী দারুণভাবেই না করেছে!
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে সফরকারীরা বাংলাদেশকে গুটিয়ে দিয়েছে মাত্র ৭৬ রানে। যা ঘরের মাঠে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন স্কোর। দুর্দান্ত সে জয়ে সিরিজটাও বাঁচিয়ে রেখেছে নিউজিল্যান্ড। আর এবার তো সিরিজ জয়েরই স্বপ্ন বুনতে শুরু করেছে তারা।
একটি জয় কীভাবে কোনো দলের শারীরিক ভাষা বদলে দেয়, তা আজ মিরপুরের বিসিবি একাডেমি মাঠে নিউজিল্যান্ডের অনুশীলন দেখে বোঝা গেল। কিউইদের কথাতেও ঝরে পড়ছিল আত্মবিশ্বাস।
অনুশীলনের ফাঁকে বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড কোচ গ্লেন পোকনাল যেন হুংকারই ছুড়লেন। বললেন, তাঁর দল ভড়কে যাচ্ছে না মোটেও। বরং আগুনের জবাব আগুন দিয়েই দিতে চান তাঁরা।
পোকনালের ভাষ্য, ‘দেশের মাঠে শুধু আমাদের বিপক্ষে নয়, সব দলের বিপক্ষেই বাংলাদেশের রেকর্ড দুর্দান্ত। এভাবে হারার পর (তৃতীয় ম্যাচে) তাদের রক্তক্ষরণ হওয়ার কথা এবং তারা শক্তভাবেই ফিরে আসতে চাইবে। তাদের পাল্টা আক্রমণ রুখতে আমরাও প্রস্তুত। আগুনের জবাব আগুন দিয়েই দিতে চাই। আমরা লড়াইয়ে নামতে মুখিয়ে আছি।’
আগামীকাল চতুর্থ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোই শুধু নয়, আরও বেশি কিছুর আশা করছেন পোকনাল, ‘এই সিরিজ থেকে আমাদের এখন অনেক কিছুই পাওয়ার আছে। একটা সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের সমানে। কাল ২-২ করে ফেলতে চাই। তারপর দেখা যাবে শেষ ম্যাচে কী হয়। ছেলেরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’
খেলাধুলা তাঁর অস্থিমজ্জায়। বাবা একসময় ফুটবলার ছিলেন, এখন ফুটবল সংগঠক। ছোট বোন আফঈদা খন্দকার বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। বাবা ও ছোট বোনকে দেখে ফুটবলার হওয়ার স্বপ্নই দেখেছিলেন আফরা খন্দকার। স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যায় দ্রুতই। তবে সেই আক্ষেপ পেছনে ফেলে আফরা এখন আলো ছড়াচ্ছেন বক্সিংয়ের রিং।
২ মিনিট আগেটেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ভক্ত-সমর্থকেরা আশা করেছিলেন, ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতে হয়তো দারুণ কিছু মুহূর্ত উপহার দেবে দলটি। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে এবার পুরো সিরিজেই ধোলাই খেয়ে গেল উইন্ডিজ।
২০ মিনিট আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে পাঁচটি স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। আগ্রহী পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে চারটিই বিদেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়ে কত অস্বস্তিকর বিষয় যে আসছে আমিনুল ইসলাম বুলবুলের সামনে! এই যেমন এক তরুণ ক্রিকেটারের পোশাকের রুচি নিয়ে প্রশ্ন উঠছে। কাল এক সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধে তো বন্ধুদের মারধরের অভিযোগ পর্যন্ত এসেছে।
১ ঘণ্টা আগে