ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টির মারদাঙ্গা ক্রিকেটে অভ্যস্ত গ্লেন ম্যাক্সওয়েল ব্যাটিংটাই যেন ভুলে গিয়েছেন। এবারের আইপিএলে তিন ইনিংস ব্যাটিং করে দুই অঙ্ক পেরোতে পেরেছেন কেবল একবার। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার এবার পেয়েছেন কড়া শাস্তি।
মুল্লানপুরে গতকাল চেন্নাই সুপার কিংস-পাঞ্জাব কিংস ম্যাচ শেষে ম্যাক্সওয়েলর বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। পাঞ্জাবের হয়ে খেলা ম্যাক্সওয়েলকে কোন অপরাধে শাস্তি দেওয়া হয়েছে, সেটা আইপিএল কর্তৃপক্ষ না জানালেও ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার দোষ স্বীকার করেছেন বলে আইপিএলের এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আচরণবিধির এক নম্বর ধারার অধীনে ২.২ অনুচ্ছেদ ভাঙার অভিযোগে ম্যাক্সওয়েলকে এমন কড়া শাস্তি দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়মের ২.২ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘স্বাভাবিক এবং ক্রিকেটীয় কার্যকলাপের বাইরে যে কোনো কাজ, যেমন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে উইকেটে আঘাত করা বা লাথি দেওয়া, বিজ্ঞাপন বোর্ড, সীমানার দড়ি ও ড্রেসিংরুমের জিনিসপত্র ক্ষতি করলে এমন শাস্তির বিধান রয়েছে।’
টস জিতে গতকাল প্রথমে ব্যাটিং নিয়ে পাঞ্জাব কিংস করেছে ২০ ওভারে ৬ উইকেটে ২১৯ রান। ৩৯ বলে সেঞ্চুরি করে আইপিএল ইতিহাসে চতুর্থ দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েন পাঞ্জাবের বাঁহাতি ব্যাটার প্রিয়াংশ আর্য্য। জবাবে ২০ ওভারে ৫ উইকেটে ২০১ রানে আটকে যায় চেন্নাই সুপার কিংস। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন আর্য্য। এবারই তিনি প্রথমবার আইপিএল খেলছেন। চার ম্যাচে ৭৫ বলে ১৫৮ রান করেছেন। স্ট্রাইকরেট ২১০.৬৭। আর আর্য্যর সতীর্থ ম্যাক্সওয়েল ৩ ইনিংসে করেছেন ৩১ রান। একটা ডাকও রয়েছে ম্যাক্সওয়েলের এবার। বোলিংয়ে ৮.১২ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট।
টি-টোয়েন্টির মারদাঙ্গা ক্রিকেটে অভ্যস্ত গ্লেন ম্যাক্সওয়েল ব্যাটিংটাই যেন ভুলে গিয়েছেন। এবারের আইপিএলে তিন ইনিংস ব্যাটিং করে দুই অঙ্ক পেরোতে পেরেছেন কেবল একবার। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার এবার পেয়েছেন কড়া শাস্তি।
মুল্লানপুরে গতকাল চেন্নাই সুপার কিংস-পাঞ্জাব কিংস ম্যাচ শেষে ম্যাক্সওয়েলর বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। পাঞ্জাবের হয়ে খেলা ম্যাক্সওয়েলকে কোন অপরাধে শাস্তি দেওয়া হয়েছে, সেটা আইপিএল কর্তৃপক্ষ না জানালেও ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার দোষ স্বীকার করেছেন বলে আইপিএলের এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আচরণবিধির এক নম্বর ধারার অধীনে ২.২ অনুচ্ছেদ ভাঙার অভিযোগে ম্যাক্সওয়েলকে এমন কড়া শাস্তি দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়মের ২.২ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘স্বাভাবিক এবং ক্রিকেটীয় কার্যকলাপের বাইরে যে কোনো কাজ, যেমন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে উইকেটে আঘাত করা বা লাথি দেওয়া, বিজ্ঞাপন বোর্ড, সীমানার দড়ি ও ড্রেসিংরুমের জিনিসপত্র ক্ষতি করলে এমন শাস্তির বিধান রয়েছে।’
টস জিতে গতকাল প্রথমে ব্যাটিং নিয়ে পাঞ্জাব কিংস করেছে ২০ ওভারে ৬ উইকেটে ২১৯ রান। ৩৯ বলে সেঞ্চুরি করে আইপিএল ইতিহাসে চতুর্থ দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েন পাঞ্জাবের বাঁহাতি ব্যাটার প্রিয়াংশ আর্য্য। জবাবে ২০ ওভারে ৫ উইকেটে ২০১ রানে আটকে যায় চেন্নাই সুপার কিংস। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন আর্য্য। এবারই তিনি প্রথমবার আইপিএল খেলছেন। চার ম্যাচে ৭৫ বলে ১৫৮ রান করেছেন। স্ট্রাইকরেট ২১০.৬৭। আর আর্য্যর সতীর্থ ম্যাক্সওয়েল ৩ ইনিংসে করেছেন ৩১ রান। একটা ডাকও রয়েছে ম্যাক্সওয়েলের এবার। বোলিংয়ে ৮.১২ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট।
জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৩ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৩ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
৫ ঘণ্টা আগেসেন্ট কিটসে গত বছর ডিসেম্বরে ‘একটি’ পয়েন্টের আক্ষেপে পুড়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জিতলেই উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ উঠে যেত পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। এক পয়েন্ট পেলেই ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়ে যেত তাদের। সিরিজের
৬ ঘণ্টা আগে