লর্ডসে দ্বিতীয় টেস্টে চোটে পড়ার পরই নাথান লায়নকে নিয়ে শঙ্কার শুরু। এই শঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো। শেষ পর্যন্ত অ্যাশেজ থেকেই ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার এই স্পিনার।
লায়নের ছিটকে যাওয়ার কথা আজ নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ডান পায়ের মাংসপেশি ছিঁড়ে যাওয়ায় সিরিজের শেষ তিন টেস্টে খেলা হচ্ছে না তাঁর। গতকাল টেস্টের পঞ্চম দিনই মেডিকাল স্টাফদের সঙ্গে দেখা করেন লায়ন। অ্যাশেজের বাকি অংশে খেলতে পারবেন কি পারবেন না তা-ই জানতে চেয়েছিলেন তিনি। শেষ তিন ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার এই স্পিনারের বিকল্প হিসেবে কাউকে এখন পর্যন্ত নেওয়া হয়নি। টেস্টের শেষ দিনে লায়নের বিকল্প হিসেবে ফিল্ডিং করা ম্যাট রেনশকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাতে অস্ট্রেলিয়া এখন ১৬ জনের দল হয়ে গেছে। তবে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে থাকছেন রেনশ।
লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই টানা ১০০ টেস্ট খেলার রেকর্ড গড়েছেন নাথান লায়ন। এই টেস্টের দ্বিতীয় দিন চোটে পড়েন লায়ন। ফিল্ডিংয়ের সময় মাংসপেশিতে টান পেয়েছেন তিনি। চোট এতটাই বেশি যে তৎক্ষণাৎ মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন অস্ট্রেলিয়ার এই স্পিনার। তৃতীয় দিনেও খেলতে নামা হয়নি তাঁর। গত পরশু চতুর্থ দিন অস্ট্রেলিয়ার ৯ উইকেট পড়ার পর লায়ন ব্যাটিংয়ে নেমেছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। পায়ের চোট যে সারেনি, তা তাঁর (লায়ন) হাঁটার ধরনেই বোঝা গেছে। আর দ্বিতীয় ইনিংসে বোলিং, ফিল্ডিং কিছুই করতে পারেননি তিনি।
লায়ন ছিটকে যাওয়ায় টড মার্ফির একাদশে সুযোগ পাওয়া অনেকটাই নিশ্চিত। এ বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত সফরে টেস্টে অভিষেক হয় মার্ফির। ২.৫৬ ইকোনমি ও ২৫.২১ গড়ে নিয়েছেন ১৪ উইকেট। হেডিংলিতে বৃহস্পতিবার শুরু হবে অ্যাশেজের তৃতীয় টেস্ট। ১৯ ও ২৭ জুলাই হবে চতুর্থ ও পঞ্চম টেস্ট। শেষ দুই টেস্টের ভেন্যু ম্যানচেস্টার ও লন্ডনের ওভাল।
লর্ডসে দ্বিতীয় টেস্টে চোটে পড়ার পরই নাথান লায়নকে নিয়ে শঙ্কার শুরু। এই শঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো। শেষ পর্যন্ত অ্যাশেজ থেকেই ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার এই স্পিনার।
লায়নের ছিটকে যাওয়ার কথা আজ নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ডান পায়ের মাংসপেশি ছিঁড়ে যাওয়ায় সিরিজের শেষ তিন টেস্টে খেলা হচ্ছে না তাঁর। গতকাল টেস্টের পঞ্চম দিনই মেডিকাল স্টাফদের সঙ্গে দেখা করেন লায়ন। অ্যাশেজের বাকি অংশে খেলতে পারবেন কি পারবেন না তা-ই জানতে চেয়েছিলেন তিনি। শেষ তিন ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার এই স্পিনারের বিকল্প হিসেবে কাউকে এখন পর্যন্ত নেওয়া হয়নি। টেস্টের শেষ দিনে লায়নের বিকল্প হিসেবে ফিল্ডিং করা ম্যাট রেনশকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাতে অস্ট্রেলিয়া এখন ১৬ জনের দল হয়ে গেছে। তবে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে থাকছেন রেনশ।
লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই টানা ১০০ টেস্ট খেলার রেকর্ড গড়েছেন নাথান লায়ন। এই টেস্টের দ্বিতীয় দিন চোটে পড়েন লায়ন। ফিল্ডিংয়ের সময় মাংসপেশিতে টান পেয়েছেন তিনি। চোট এতটাই বেশি যে তৎক্ষণাৎ মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন অস্ট্রেলিয়ার এই স্পিনার। তৃতীয় দিনেও খেলতে নামা হয়নি তাঁর। গত পরশু চতুর্থ দিন অস্ট্রেলিয়ার ৯ উইকেট পড়ার পর লায়ন ব্যাটিংয়ে নেমেছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। পায়ের চোট যে সারেনি, তা তাঁর (লায়ন) হাঁটার ধরনেই বোঝা গেছে। আর দ্বিতীয় ইনিংসে বোলিং, ফিল্ডিং কিছুই করতে পারেননি তিনি।
লায়ন ছিটকে যাওয়ায় টড মার্ফির একাদশে সুযোগ পাওয়া অনেকটাই নিশ্চিত। এ বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত সফরে টেস্টে অভিষেক হয় মার্ফির। ২.৫৬ ইকোনমি ও ২৫.২১ গড়ে নিয়েছেন ১৪ উইকেট। হেডিংলিতে বৃহস্পতিবার শুরু হবে অ্যাশেজের তৃতীয় টেস্ট। ১৯ ও ২৭ জুলাই হবে চতুর্থ ও পঞ্চম টেস্ট। শেষ দুই টেস্টের ভেন্যু ম্যানচেস্টার ও লন্ডনের ওভাল।
বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
১ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
১ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৫ জনের প্রাথমিক দলে নুরুল হাসান সোহান থাকলেও তাঁর প্রস্তুতি ক্যাম্পের বেশির ভাগ সময়েই থাকা হচ্ছে না। আগামী ৭ আগস্ট সোহানের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল যাচ্ছে অস্ট্রেলিয়ায়। ‘এ’ দলের সফর শেষ হবে আগস্টের শেষ সপ্তাহে। প্রাথমিক দল
২ ঘণ্টা আগেট্রাজেডি—শব্দটি যেন মোহাম্মদ সিরাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উদাহরণ দিতে চাইলে এই সিরিজেরই অনেক কিছু মুহূর্ত তুলে ধরতে পারেন সিরাজ। লর্ডসে অদ্ভুতভাবে বোল্ড হয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য, বোলারদের ক্যাচ মিসের পর হতাশাচ্ছন্ন মুখ, একের পর এক ক্লান্তিকর স্পেল, এমনকি ব্রুকের ক্যাচ নিয়েও
২ ঘণ্টা আগে