চোটের কারণে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ছিলেন না ক্রেইগ আরভিন। এবার যখন ফিরলেন তখন দলের অধিনায়ক হয়েই ফিরলেন স্পিন অলরাউন্ডার। শ্রীলঙ্কা সফরে তাঁর নেতৃত্বেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে।
চোট কাটিয়ে আরভিন ফিরলেও শ্রীলঙ্কা সফরে শন উইলিয়ামসকে পাচ্ছে না জিম্বাবুয়ে। চোটের কারণেই অভিজ্ঞ এই অলরাউন্ডারকে পাচ্ছে না তারা। গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে হারারেতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোট পান ৩৭ বছর বয়সী তারকা।
অন্যদিকে প্রথমবারের মতো জিম্বাবুয়ে দলে ডাক পেয়েছেন তাপিওয়া মুফুদজা। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করার পুরস্কারই পেয়েছেন ৩৩ বছর বয়সী অফ স্পিনার। ১৮ উইকেট নিয়ে সর্বশেষ ঘরোয়া টুর্নামেন্ট প্রো ফিফটি চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। তাঁর সঙ্গে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন ফারাজ আকরাম। ইতিমধ্যে অবশ্য জিম্বাবুয়ের হয়ে ৪ টি-টোয়েন্টি খেলেছেন পেস বোলিং অলরাউন্ডার। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকলেও নামার সুযোগ পাননি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৬ জানুয়ারি। এটা শেষেই সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে সেই সিরিজ শুরু হবে ১৪ জানুয়ারিতে। সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা।
শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াড—
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ফারাজ আকরাম, রায়ান বার্ল, জয়লর্ড গাম্বি, লুক জংওয়ে, তাকুদজাওয়ানাশে কাইতানো, তিনাশে কামুনহুকামুয়ি, ক্লিভ মাদান্দে, ওয়েলিংটন মাসাকাদজা, তাপিওয়া মুফুদজা, টনি মুনইয়ংগা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, শুম্বা মিল্টন।
শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড
সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জংওয়ে, তিনাশে কামুনহুকামুয়ি, ক্লিভ মাদান্দে, ওয়েলিংটন মাসাকাদজা, কার্ল মাম্বা, টনি মুনইয়ংগা, ব্লেসিং মুজারাবানি, আইন্সলি নদলোভু, রিচার্ড এনগারাভা, মিল্টন শুম্বা।
চোটের কারণে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ছিলেন না ক্রেইগ আরভিন। এবার যখন ফিরলেন তখন দলের অধিনায়ক হয়েই ফিরলেন স্পিন অলরাউন্ডার। শ্রীলঙ্কা সফরে তাঁর নেতৃত্বেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে।
চোট কাটিয়ে আরভিন ফিরলেও শ্রীলঙ্কা সফরে শন উইলিয়ামসকে পাচ্ছে না জিম্বাবুয়ে। চোটের কারণেই অভিজ্ঞ এই অলরাউন্ডারকে পাচ্ছে না তারা। গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে হারারেতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোট পান ৩৭ বছর বয়সী তারকা।
অন্যদিকে প্রথমবারের মতো জিম্বাবুয়ে দলে ডাক পেয়েছেন তাপিওয়া মুফুদজা। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করার পুরস্কারই পেয়েছেন ৩৩ বছর বয়সী অফ স্পিনার। ১৮ উইকেট নিয়ে সর্বশেষ ঘরোয়া টুর্নামেন্ট প্রো ফিফটি চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। তাঁর সঙ্গে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন ফারাজ আকরাম। ইতিমধ্যে অবশ্য জিম্বাবুয়ের হয়ে ৪ টি-টোয়েন্টি খেলেছেন পেস বোলিং অলরাউন্ডার। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকলেও নামার সুযোগ পাননি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৬ জানুয়ারি। এটা শেষেই সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে সেই সিরিজ শুরু হবে ১৪ জানুয়ারিতে। সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা।
শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াড—
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ফারাজ আকরাম, রায়ান বার্ল, জয়লর্ড গাম্বি, লুক জংওয়ে, তাকুদজাওয়ানাশে কাইতানো, তিনাশে কামুনহুকামুয়ি, ক্লিভ মাদান্দে, ওয়েলিংটন মাসাকাদজা, তাপিওয়া মুফুদজা, টনি মুনইয়ংগা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, শুম্বা মিল্টন।
শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড
সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জংওয়ে, তিনাশে কামুনহুকামুয়ি, ক্লিভ মাদান্দে, ওয়েলিংটন মাসাকাদজা, কার্ল মাম্বা, টনি মুনইয়ংগা, ব্লেসিং মুজারাবানি, আইন্সলি নদলোভু, রিচার্ড এনগারাভা, মিল্টন শুম্বা।
এক শ দিনের বেশি সময় কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। মাঠের বাইরের এই দীর্ঘ বিরতিতে বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নিয়ে দেখা দিয়েছে সংশয়। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টে বাংলাদেশের যাত্রা শুরু হবে...
১৭ মিনিট আগেযা চোখের সামনে ঘটতে দেখবেন, সেটা নিয়ে চুপ করে থাকার মতো মানুষ নন সুনীল গাভাস্কার। অপ্রত্যাশিত কিছু ঘটলে সেই ব্যাপারে কড়া মন্তব্য করতে দ্বিধাবোধ করেন না তিনি। ওভালে ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের মাঝপথে ক্রিস ওকস যে ছিটকে গেলেন, তাতে তাঁরই দায় দেখছেন গাভাস্কার।
১১ ঘণ্টা আগে২০২৫ বিপিএল শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৎকালীন সভাপতি ফারুক আহমেদ নতুন বিপিএল আয়োজনের অঙ্গীকার করেছিলেন। তবে সেই বিপিএল নিয়ে হয়েছে তুমুল সমালোচনা। মাঠের বাইরের ঘটনায় অনেক বেশি আলোচিত-সমালোচিত হয়েছে সেই বিপিএল।
১২ ঘণ্টা আগেএইচপি ও বাংলাদেশ ‘এ’ দল চট্টগ্রামে দুই দিনে দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল। তবে বৈরী আবহাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। প্রথম দিনে মাঠ প্রস্তুত করা নিয়ে সমস্যা থাকলেও দ্বিতীয় দিনের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে।
১৩ ঘণ্টা আগে