Ajker Patrika

আরভিন ফিরলেও জিম্বাবুয়ের দলে নেই উইলিয়ামস

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ২১: ৫৭
আরভিন ফিরলেও জিম্বাবুয়ের দলে নেই উইলিয়ামস

চোটের কারণে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ছিলেন না ক্রেইগ আরভিন। এবার যখন ফিরলেন তখন দলের অধিনায়ক হয়েই ফিরলেন স্পিন অলরাউন্ডার। শ্রীলঙ্কা সফরে তাঁর নেতৃত্বেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে। 

চোট কাটিয়ে আরভিন ফিরলেও শ্রীলঙ্কা সফরে শন উইলিয়ামসকে পাচ্ছে না জিম্বাবুয়ে। চোটের কারণেই অভিজ্ঞ এই অলরাউন্ডারকে পাচ্ছে না তারা। গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে হারারেতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোট পান ৩৭ বছর বয়সী তারকা। 

অন্যদিকে প্রথমবারের মতো জিম্বাবুয়ে দলে ডাক পেয়েছেন তাপিওয়া মুফুদজা। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করার পুরস্কারই পেয়েছেন ৩৩ বছর বয়সী অফ স্পিনার। ১৮ উইকেট নিয়ে সর্বশেষ ঘরোয়া টুর্নামেন্ট প্রো ফিফটি চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। তাঁর সঙ্গে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন ফারাজ আকরাম। ইতিমধ্যে অবশ্য জিম্বাবুয়ের হয়ে ৪ টি-টোয়েন্টি খেলেছেন পেস বোলিং অলরাউন্ডার। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকলেও নামার সুযোগ পাননি। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৬ জানুয়ারি। এটা শেষেই সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে সেই সিরিজ শুরু হবে ১৪ জানুয়ারিতে। সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা।

শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াড—
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ফারাজ আকরাম, রায়ান বার্ল, জয়লর্ড গাম্বি, লুক জংওয়ে, তাকুদজাওয়ানাশে কাইতানো, তিনাশে কামুনহুকামুয়ি, ক্লিভ মাদান্দে, ওয়েলিংটন মাসাকাদজা, তাপিওয়া মুফুদজা, টনি মুনইয়ংগা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, শুম্বা মিল্টন।

শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড 
সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জংওয়ে, তিনাশে কামুনহুকামুয়ি, ক্লিভ মাদান্দে, ওয়েলিংটন মাসাকাদজা, কার্ল মাম্বা, টনি মুনইয়ংগা, ব্লেসিং মুজারাবানি, আইন্সলি নদলোভু, রিচার্ড এনগারাভা, মিল্টন শুম্বা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত