Ajker Patrika

অশ্বিন-কুলদ্বীপের ঘূর্ণিতেই নাকাল ইংল্যান্ড, জয়ের ‘সুবাস’ পাচ্ছে ভারত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ১৬
অশ্বিন-কুলদ্বীপের ঘূর্ণিতেই নাকাল ইংল্যান্ড, জয়ের ‘সুবাস’ পাচ্ছে ভারত

টেস্টে ৫০০ উইকেট নেওয়ার কীর্তি কদিন আগেই রাজকোটে গড়েন রবীচন্দ্রন অশ্বিন। রাঁচিতে এবার সিরিজের চতুর্থ টেস্টেও নিজের ভেলকি দেখিয়েছেন অশ্বিন। সঙ্গে ঘূর্ণিজাদু দেখিয়েছেন কুলদীপ যাদব। দুই স্পিনারের ঘূর্ণিতে হাঁসফাঁস করতে থাকা ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ১৫০-এর আগেই। রাঁচি টেস্ট জিতে সিরিজ জেতার সম্ভাবনা এখন ভারতের। 

৪৬ রানের লিড নিয়ে আজ তৃতীয় দিনেই দ্বিতীয় ইনিংসে খেলতে নামে ইংল্যান্ড। দলীয় ১৯ রানেই ভেঙে যায় ইংল্যান্ডের উদ্বোধনী জুটি। পঞ্চম ওভারের পঞ্চম বলে অশ্বিনের বল ডিফেন্স করতে যান বেন ডাকেট। এজ হওয়া বল শর্ট লেগে ক্যাচ ধরেন সরফরাজ খান। ১৫ বলে ২ চারে ১৫ রান করেন ডাকেট। ঠিক তার পরের বলেই ওলি পোপকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন অশ্বিন। পোপ মেরেছেন গোল্ডেন ডাক। তাতে ইংল্যান্ডের স্কোর হয়ে যায় ৫ ওভারে ২ উইকটে ১৯ রান। এরপর চার নম্বরে ব্যাটিংয়ে আসেন জো রুট। তৃতীয় উইকেটে ৭২ বলে ৪৬ রানের জুটি গড়েন ক্রলি ও রুট। ১৭তম ওভারের শেষ বলে রুটকে ফিরিয়ে জুটি ভাঙেন অশ্বিন। ৩৪ বলে ১১ রান করেন রুট।

রুটের বিদায়ে ইংল্যান্ডের স্কোর হয়ে যায় ১৭ ওভারে ৩ উইকটে ৬৪ রান। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে টেস্ট ক্যারিয়ারের ১১তম ফিফটি তুলে নেন ক্রলি। চতুর্থ উইকেটে জনি বেয়ারস্টোকে নিয়ে গড়েন ৬৭ বলে ৪৫ রানের জুটি। ২৯তম ওভারের প্রথম বলে ক্রলিকে বোল্ড করে জুটি ভাঙেন কুলদীপ যাদব। ক্রলির ৬০ রানের ইনিংসই ইংল্যান্ডের ইনিংসের সর্বোচ্চ জুটি। ৯১ বলের ইনিংসে মেরেছেন ৭ চার।

ক্রলির বিদায়ের পর ৩৩তম ওভারের তৃতীয় বলে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে বোল্ড করেন কুলদীপ। ক্রলি, স্টোকসের দ্রুত বিদায়ে ইংল্যান্ডের স্কোর হয়ে যায় ৫ উইকটে ১২০ রান। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়া ইংল্যান্ড গুটিয়ে যায় ১৪৫ রানে। যেখানে ৫৪তম ওভারের দ্বিতীয় ও পঞ্চম বলে বেন ফোকস ও জেমস অ্যান্ডারসন—এই দুই ব্যাটারকে ফিরিয়ে ইংল্যান্ডের ইনিংসের সমাপ্তি টেনেছেন অশ্বিন। তাতে টেস্ট ক্যারিয়ারে ১ ইনিংসে ৩৫ বারের মতো ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন অশ্বিন। এরপর ১৯২ রানের লক্ষ্যে নামা ভারত ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪০ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ২৭ বলে ২৪ রান করে অপরাজিত। আরেক ওপেনার যশস্বী জয়সওয়াল ২১ বলে ১৬ রান করে দিনের খেলা শেষ করেছেন।

৭ উইকটে ২১৯ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। ভারতের নামের পাশে তখন ৭৩ ওভার। টেস্টে যেভাবে ব্যাটিং করা দরকার, সেভাবেই  ব্যাটিং করতে থাকেন ধ্রুব জুরেল ও কুলদীপ যাদব। ১৫.৩ ওভারে আরও ৩৪ রান যোগ করেন জুরেল ও কুলদীপ। অষ্টম উইকেটে তারা গড়েন ২০২ বলে ৭৬ রানের জুটি। ৮৯ তম ওভারের তৃতীয় বলে কুলদীপকে বোল্ড করে জুটি ভাঙেন জেমস অ্যান্ডারসন। ১৩১ বলে ২ চারে ২৮ রান করেন কুলদীপ। 

উইকেট নেওয়ার পর কুলদীপ যাদবের উচ্ছ্বাস। তিনি নিয়েছেন ৪ উইকেট

কুলদীপ যখন আউট হন, ভারতের স্কোর তখন ৮৮.৩ ওভারে ৮ উইকেটে ২৫৩ রান। এরপর দশ নম্বরে ব্যাটিংয়ে আসেন আকাশ দীপ। আকাশকে নিয়ে নবম উইকেটে ৭৫ বলে ৪০ রানের জুটি গড়তে অবদান রাখেন জুরেল। ১০১তম ওভারের শেষ বলে আকাশকে এলবিডব্লুর ফাঁদে ফেলে জুটি ভাঙেন শোয়েব বশির। টেস্টে প্রথমবারের মতো ১ ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন বশির। এরপর টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেওয়ার কাছাকাছি পৌঁছে যান জুরেল। শেষ পর্যন্ত ৯০ রানে আউট হয়েছেন তিনি। ১০৪তম ওভারের দ্বিতীয় বলে জুরেল বোল্ড করে ভারতের ইনিংসের সমাপ্তি টানেন টম হার্টলি। প্রথম ইনিংসে  ৩০৭ রানে অলআউট হয়েছে ভারত। এর আগে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৩৫৩ রানে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত