Ajker Patrika

মাহমুদউল্লাহর জায়গা নিয়ে কী ভাবছেন সাকিব 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাহমুদউল্লাহর জায়গা নিয়ে কী ভাবছেন সাকিব 

আইসিসি ওয়ানডে সুপার লিগের চক্র সেরা তিনে থেকে শেষ করেছে বাংলাদেশ। জুনে আফগানিস্তান সিরিজ। এরপর বড় দুটি টুর্নামেন্ট এশিয়া কাপ আর বিশ্বকাপ। বিশ্বকাপের দলটা কেমন হবে, সেটি জানতে আরও অপেক্ষা করতে হবে। এশিয়া কাপের আগেই বাংলাদেশ চূড়ান্ত করবে তাদের বিশ্বকাপ দল। তবে একটি জায়গা নিয়ে চলছে জোর আলোচনা—লোয়ার মিডল অর্ডারে জায়গা পাবেন মাহমুদউল্লাহ? 

পজিশনটাই এমন, এ জায়গায় দলে চলছে কঠিন প্রতিদ্বন্দ্বিতা। সাকিব আল হাসান মনে করেন, এই পজিশনের সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। ইংল্যান্ডে আজ সাংবাদিকদের সাকিব বলেছেন, ‘যদি ব্যক্তিগত জায়গা থেকে বলি প্রতিযোগিতা কিন্তু একজনের না, বেশ কজনের। প্রতিটা খেলোয়াড় ওখানে পারফর্ম করছে। ঘরোয়া ক্রিকেট দেখুন আফিফ আছে ওখানে, মোসাদ্দেক, সোহান (নুরুল হাসান), রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) অসাধারণ খেলেছে। দলের সঙ্গে রাব্বি আছে, মিরাজ সাতে ব্যাটিং করছে। একটা জায়গার জন্য ৬-৭ জনের অপশন। সিদ্ধান্তটা খুবই সহজ নয়। আমি নিশ্চিত বিশ্বকাপের জন্য কন্ডিশন, প্রতিপক্ষ মাথায় রেখে নির্বাচক, অধিনায়ক, কোচ সঠিক সিদ্ধান্তই নেবে।’

দলে কোথায় আর ঘাটতি আছে, কেমন দল হবে—সব চিহ্নিত করে বিশ্বকাপের আগে অধিনায়ক–কোচ সঠিক সিদ্ধান্ত নেবেন বলেই মনে করেন সাকিব। বাঁহাতি অলরাউন্ডার বললেন, ‘যে ভুল হচ্ছে কিংবা যে ভালো জিনিসগুলো হচ্ছে এসবই বিশ্বকাপ বা এশিয়া কাপ থেকে ঠিক হওয়া শুরু হবে। আমাদের সামনে খুব বেশি আন্তর্জাতিক ম্যাচও নেই। আমি নিশ্চিত কোচ, অধিনায়ক এসব চিহ্নিত করে। তারা খুবই ভালো চিন্তা করে যে কোন জায়গায় আরও ভালো করলে আরও একটু ভালো হতো। আমি নিশ্চিত কখনই কোনো দলের নেতা, দেশের প্রধান দেশের জন্য বা দলের জন্য খারাপ চায় না। সিদ্ধান্ত ঠিক, ভুল সবই হতে পারে।’

সাকিব মনে করেন, আগের বিশ্বকাপের ভুলের পুনরাবৃত্তি না করলে এবার ভারত বিশ্বকাপে ভালো কিছুর আশায় সাকিব, ‘আইসিসির টুর্নামেন্টে কন্ডিশন সব সময় ফেয়ার থাকে। আমাদের সবকিছুই ভালো করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। সবশেষ বিশ্বকাপে আমাদের ভালো সুযোগ ছিল। সামান্য কিছু কারণে হয়তো সফল হতে পারিনি। আমরা যেন ওই ভুলগুলো না করি সেটা নিশ্চিত করতে হবে। অবশ্যই অন্য দলগুলো তাদের জায়গা থেকে উন্নতি করছে, আমাদেরও উন্নতি করতে হবে তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত