কাকতালীয় কি না, ভাবতে হবে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল তো আর হরহামেশা চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে একই রাতে হেরে বসে না! কালকের রাতটা ছিল সেরকমই কিছু।
আলাদা ম্যাচে ভারত ও পাকিস্তান হেরেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে। সেটাও এক ঘণ্টার ব্যবধানে! ম্যাচ দুটি শুরুও হয়েছে এক ঘণ্টার ব্যবধানে। নয়তো একই সময়ে হারের স্বাদ পেতে হতো রোহিত শর্মা ও বাবর আজমের দলকে।
এশিয়া কাপের হতাশা ভুলে গতকালই প্রথমবার মাঠে নেমেছে ভারত ও পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা নিজেদের ঘর থেকেই শুরু করার সুযোগ পেয়েছে তারা। কিন্তু দিনটা শেষ হয়েছে হতাশা দিয়ে।
মোহালিতে ভারতের গড়া ২০৮ রানের পাহাড় অস্ট্রেলিয়া টপকে গেছে চার বল আর সমানসংখ্যক উইকেট হাতে রেখে। এটি অজিদের দ্বিতীয় সর্বোচ্চ লক্ষ্য তাড়া করে জয়।
আর করাচিতে ইংল্যান্ড পাকিস্তানকে হারিয়েছে ৬ উইকেটে। তিন বছর পর দলে ফিরেই ফিফটির দেখা পেয়েছেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। তবে অভিষেকে ৩ উইকেট নেওয়া লুক উড হয়েছেন ম্যাচ-সেরা।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ভারত ও পাকিস্তান দুদলই ১-০ ব্যবধানে পিছিয়ে।
ভারত-অস্ট্রেলিয়া (সংক্ষিপ্ত স্কোর)
ভারত
২০ ওভারে ২০৮/৬
হার্দিক ৭১ *, রাহুল ৫৫
এলিস ৩/৩০, হ্যাজলউড ২/৩৯
অস্ট্রেলিয়া
১৯.২ ওভারে ২১১/৬
গ্রিন ৬১, ওয়েড ৪৫ *
অক্ষর ৩/১৭, উমেশ ২/২৭
ফল: অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ক্যামেরন গ্রিন
পাকিস্তান-ইংল্যান্ড (সংক্ষিপ্ত স্কোর)
পাকিস্তান
২০ ওভারে ১৫৮/৭
রিজওয়ান ৬৮, বাবর ৩১
উড ৩/২৪, আদিল ২/২৭
ইংল্যান্ড
১৯.২ ওভারে ১৬০ /৪
হেলস ৫৩, ব্রুক ৪২ *
কাদির ২/৩৬, হারিস ১/২৩
ফল: ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী
ম্যাচ-সেরা: লুক উড
কাকতালীয় কি না, ভাবতে হবে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল তো আর হরহামেশা চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে একই রাতে হেরে বসে না! কালকের রাতটা ছিল সেরকমই কিছু।
আলাদা ম্যাচে ভারত ও পাকিস্তান হেরেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে। সেটাও এক ঘণ্টার ব্যবধানে! ম্যাচ দুটি শুরুও হয়েছে এক ঘণ্টার ব্যবধানে। নয়তো একই সময়ে হারের স্বাদ পেতে হতো রোহিত শর্মা ও বাবর আজমের দলকে।
এশিয়া কাপের হতাশা ভুলে গতকালই প্রথমবার মাঠে নেমেছে ভারত ও পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা নিজেদের ঘর থেকেই শুরু করার সুযোগ পেয়েছে তারা। কিন্তু দিনটা শেষ হয়েছে হতাশা দিয়ে।
মোহালিতে ভারতের গড়া ২০৮ রানের পাহাড় অস্ট্রেলিয়া টপকে গেছে চার বল আর সমানসংখ্যক উইকেট হাতে রেখে। এটি অজিদের দ্বিতীয় সর্বোচ্চ লক্ষ্য তাড়া করে জয়।
আর করাচিতে ইংল্যান্ড পাকিস্তানকে হারিয়েছে ৬ উইকেটে। তিন বছর পর দলে ফিরেই ফিফটির দেখা পেয়েছেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। তবে অভিষেকে ৩ উইকেট নেওয়া লুক উড হয়েছেন ম্যাচ-সেরা।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ভারত ও পাকিস্তান দুদলই ১-০ ব্যবধানে পিছিয়ে।
ভারত-অস্ট্রেলিয়া (সংক্ষিপ্ত স্কোর)
ভারত
২০ ওভারে ২০৮/৬
হার্দিক ৭১ *, রাহুল ৫৫
এলিস ৩/৩০, হ্যাজলউড ২/৩৯
অস্ট্রেলিয়া
১৯.২ ওভারে ২১১/৬
গ্রিন ৬১, ওয়েড ৪৫ *
অক্ষর ৩/১৭, উমেশ ২/২৭
ফল: অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ক্যামেরন গ্রিন
পাকিস্তান-ইংল্যান্ড (সংক্ষিপ্ত স্কোর)
পাকিস্তান
২০ ওভারে ১৫৮/৭
রিজওয়ান ৬৮, বাবর ৩১
উড ৩/২৪, আদিল ২/২৭
ইংল্যান্ড
১৯.২ ওভারে ১৬০ /৪
হেলস ৫৩, ব্রুক ৪২ *
কাদির ২/৩৬, হারিস ১/২৩
ফল: ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী
ম্যাচ-সেরা: লুক উড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে ছিটকে গেছে বার্সেলোনা। তবু মৌসুমটা তাদের দুর্দান্তই কাটছে। দুটি শিরোপা জেতা হয়ে গিয়েছিল আগেই। বার্সেলোনা অপেক্ষায় ছিল লা লিগার। এস্পানিওলের মাঠে জিতে লিগ শিরোপাও নিশ্চিত হয়ে যায় কাতালানদের। তারপরই বড় আকারে উদ্যাপনের প্রস্তুতি। ঘরোয়া ট্রেবল জিতে ছাদখোলা বাসেই...
১ ঘণ্টা আগেগত মার্চের শেষে ক্রেইগ ব্র্যাথওয়েট ছেড়ে দেন টেস্ট ক্রিকেটের নেতৃত্ব। এবার নতুন অধিনায়ক ঠিক করতে হলো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে। তবে নতুন নেতৃত্ব রয়েছে চমক। দুই বছরের বেশি সময় ধরে টেস্ট না খেলা রোস্টন চেজকে সাদা বলের অধিনায়কত্ব দিয়েছে তারা। ২০২৩ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে খেলার..
২ ঘণ্টা আগেশারজায় আজ শুরু হচ্ছে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। আমিরাতের বিপক্ষে এর আগে কুড়ি ওভারের ৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, সবগুলোয় জিতেছেন শান্ত-লিটনরাই।
২ ঘণ্টা আগেঅ্যাটাক-সেট-হিট, বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টের এই তিন শব্দের দর্শন যেন দুবাইয়ের গরমেও অনুপ্রেরণা ইমন-শরীফুলদের। মুম্বাই ইন্ডিয়ানসে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্যামেন্টের অধীনে গত দুই দিন আইসিসি একাডেমি মাঠে নিবিড় অনুশীলন করেছে বাংলাদেশ দল। আগ্রাসী মানসিকতা, আত্মবিশ্বাসী শরীরী ভাষা...
২ ঘণ্টা আগে