ক্রীড়া ডেস্ক
ডালাসে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ টি-টেন টুর্নামেন্টে সাকিব আল হাসানের দলে কাছে কোনো সুযোগই পাননি দীনেশ কার্তিকরা। ডালাস লোনস্টার্সকে ২৮ রানে হারিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় জয় তুলে নিয়েছেন সাকিবের লস অ্যাঞ্জেলস ওয়েভস।
ইউনিভার্সিটি অব টেক্সাসের মাঠে আগে ব্যাট করতে নেমে জর্জ মানসির তাণ্ডবে ১০ ওভারে ২ উইকেটে ১৩৯ রান তোলে লস অ্যাঞ্জেলস। ব্যাটিং করার সুযোগই পাননি সাকিব। জবাবে ১৪০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৭ উইকেটে ১১১ রানে থামে লোনস্টার্সের ইনিংস।
লোনস্টার্সের দুই উদ্বোধনী ব্যাটার শোয়েব মাকসুদ ও কলিন মুনরো ভালো শুরুরই ইঙ্গিত দিচ্ছিলেন। তবে শোয়েব ৮ বলে ১০ ও মুনরো ৮ বলে ১৫ রান করে ফিরলে চাপে পড়ে যায় দল। সেই চাপ আরও বেড়ে যায় সামিত প্যাটেল ও ডোয়াইন প্রিটোরিয়াস দ্রুত আউট হলে।
তবে ক্রিস গ্রিন ও অধিনায়ক দীনেশ কার্তিক হাল ছাড়েননি। তাঁদের ঝোড়ো ব্যাটিংয়ে বিপর্যয়ের মুখেও জয়ের স্বপ্ন দেখছিল লোনস্টার্স। সেই আশা অবশ্য পূরণ হয়নি। গ্রিন ৭ বলে দুটি করে চার-ছক্কায় ২১ ও কার্তিক ৭ বলে দুটি ছক্কায় ১৪ রান করে বিদায় নেন।
শেষ দিকে লড়েন হেইডেন ওয়ালশ। ১৪ বলে ৩০ রানের অপরাজিত থাকেন তিনি। ২ ওভার বল করে একটি উইকেট নেওয়ার বিপরীতে ২৫ রান দিয়েছেন সাকিব।
তার আগে ব্যাটিং করে ১৩৯ রান তোলে লস অ্যাঞ্জেলস। ৩৬ বলে ৫টি চার ও ৮টি ছক্কায় ৮০ রানের বিধ্বংসী ইনিংস অপরাজিত থাকেন জর্জ মানসি। এ ছাড়া অ্যাডাম রসিংটন ১০ বলে ২৬, টিম ডেভিড ৯ বলে ২৩ রান করেন। স্টিফেন এসকিনাজি ৬ বলে ৪ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
ডালাসে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ টি-টেন টুর্নামেন্টে সাকিব আল হাসানের দলে কাছে কোনো সুযোগই পাননি দীনেশ কার্তিকরা। ডালাস লোনস্টার্সকে ২৮ রানে হারিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় জয় তুলে নিয়েছেন সাকিবের লস অ্যাঞ্জেলস ওয়েভস।
ইউনিভার্সিটি অব টেক্সাসের মাঠে আগে ব্যাট করতে নেমে জর্জ মানসির তাণ্ডবে ১০ ওভারে ২ উইকেটে ১৩৯ রান তোলে লস অ্যাঞ্জেলস। ব্যাটিং করার সুযোগই পাননি সাকিব। জবাবে ১৪০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৭ উইকেটে ১১১ রানে থামে লোনস্টার্সের ইনিংস।
লোনস্টার্সের দুই উদ্বোধনী ব্যাটার শোয়েব মাকসুদ ও কলিন মুনরো ভালো শুরুরই ইঙ্গিত দিচ্ছিলেন। তবে শোয়েব ৮ বলে ১০ ও মুনরো ৮ বলে ১৫ রান করে ফিরলে চাপে পড়ে যায় দল। সেই চাপ আরও বেড়ে যায় সামিত প্যাটেল ও ডোয়াইন প্রিটোরিয়াস দ্রুত আউট হলে।
তবে ক্রিস গ্রিন ও অধিনায়ক দীনেশ কার্তিক হাল ছাড়েননি। তাঁদের ঝোড়ো ব্যাটিংয়ে বিপর্যয়ের মুখেও জয়ের স্বপ্ন দেখছিল লোনস্টার্স। সেই আশা অবশ্য পূরণ হয়নি। গ্রিন ৭ বলে দুটি করে চার-ছক্কায় ২১ ও কার্তিক ৭ বলে দুটি ছক্কায় ১৪ রান করে বিদায় নেন।
শেষ দিকে লড়েন হেইডেন ওয়ালশ। ১৪ বলে ৩০ রানের অপরাজিত থাকেন তিনি। ২ ওভার বল করে একটি উইকেট নেওয়ার বিপরীতে ২৫ রান দিয়েছেন সাকিব।
তার আগে ব্যাটিং করে ১৩৯ রান তোলে লস অ্যাঞ্জেলস। ৩৬ বলে ৫টি চার ও ৮টি ছক্কায় ৮০ রানের বিধ্বংসী ইনিংস অপরাজিত থাকেন জর্জ মানসি। এ ছাড়া অ্যাডাম রসিংটন ১০ বলে ২৬, টিম ডেভিড ৯ বলে ২৩ রান করেন। স্টিফেন এসকিনাজি ৬ বলে ৪ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১২ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৫ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৬ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৭ ঘণ্টা আগে