ডালাসে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ টি-টেন টুর্নামেন্টে সাকিব আল হাসানের দলে কাছে কোনো সুযোগই পাননি দীনেশ কার্তিকরা। ডালাস লোনস্টার্সকে ২৮ রানে হারিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় জয় তুলে নিয়েছেন সাকিবের লস অ্যাঞ্জেলস ওয়েভস।
ইউনিভার্সিটি অব টেক্সাসের মাঠে আগে ব্যাট করতে নেমে জর্জ মানসির তাণ্ডবে ১০ ওভারে ২ উইকেটে ১৩৯ রান তোলে লস অ্যাঞ্জেলস। ব্যাটিং করার সুযোগই পাননি সাকিব। জবাবে ১৪০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৭ উইকেটে ১১১ রানে থামে লোনস্টার্সের ইনিংস।
লোনস্টার্সের দুই উদ্বোধনী ব্যাটার শোয়েব মাকসুদ ও কলিন মুনরো ভালো শুরুরই ইঙ্গিত দিচ্ছিলেন। তবে শোয়েব ৮ বলে ১০ ও মুনরো ৮ বলে ১৫ রান করে ফিরলে চাপে পড়ে যায় দল। সেই চাপ আরও বেড়ে যায় সামিত প্যাটেল ও ডোয়াইন প্রিটোরিয়াস দ্রুত আউট হলে।
তবে ক্রিস গ্রিন ও অধিনায়ক দীনেশ কার্তিক হাল ছাড়েননি। তাঁদের ঝোড়ো ব্যাটিংয়ে বিপর্যয়ের মুখেও জয়ের স্বপ্ন দেখছিল লোনস্টার্স। সেই আশা অবশ্য পূরণ হয়নি। গ্রিন ৭ বলে দুটি করে চার-ছক্কায় ২১ ও কার্তিক ৭ বলে দুটি ছক্কায় ১৪ রান করে বিদায় নেন।
শেষ দিকে লড়েন হেইডেন ওয়ালশ। ১৪ বলে ৩০ রানের অপরাজিত থাকেন তিনি। ২ ওভার বল করে একটি উইকেট নেওয়ার বিপরীতে ২৫ রান দিয়েছেন সাকিব।
তার আগে ব্যাটিং করে ১৩৯ রান তোলে লস অ্যাঞ্জেলস। ৩৬ বলে ৫টি চার ও ৮টি ছক্কায় ৮০ রানের বিধ্বংসী ইনিংস অপরাজিত থাকেন জর্জ মানসি। এ ছাড়া অ্যাডাম রসিংটন ১০ বলে ২৬, টিম ডেভিড ৯ বলে ২৩ রান করেন। স্টিফেন এসকিনাজি ৬ বলে ৪ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
ডালাসে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ টি-টেন টুর্নামেন্টে সাকিব আল হাসানের দলে কাছে কোনো সুযোগই পাননি দীনেশ কার্তিকরা। ডালাস লোনস্টার্সকে ২৮ রানে হারিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় জয় তুলে নিয়েছেন সাকিবের লস অ্যাঞ্জেলস ওয়েভস।
ইউনিভার্সিটি অব টেক্সাসের মাঠে আগে ব্যাট করতে নেমে জর্জ মানসির তাণ্ডবে ১০ ওভারে ২ উইকেটে ১৩৯ রান তোলে লস অ্যাঞ্জেলস। ব্যাটিং করার সুযোগই পাননি সাকিব। জবাবে ১৪০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৭ উইকেটে ১১১ রানে থামে লোনস্টার্সের ইনিংস।
লোনস্টার্সের দুই উদ্বোধনী ব্যাটার শোয়েব মাকসুদ ও কলিন মুনরো ভালো শুরুরই ইঙ্গিত দিচ্ছিলেন। তবে শোয়েব ৮ বলে ১০ ও মুনরো ৮ বলে ১৫ রান করে ফিরলে চাপে পড়ে যায় দল। সেই চাপ আরও বেড়ে যায় সামিত প্যাটেল ও ডোয়াইন প্রিটোরিয়াস দ্রুত আউট হলে।
তবে ক্রিস গ্রিন ও অধিনায়ক দীনেশ কার্তিক হাল ছাড়েননি। তাঁদের ঝোড়ো ব্যাটিংয়ে বিপর্যয়ের মুখেও জয়ের স্বপ্ন দেখছিল লোনস্টার্স। সেই আশা অবশ্য পূরণ হয়নি। গ্রিন ৭ বলে দুটি করে চার-ছক্কায় ২১ ও কার্তিক ৭ বলে দুটি ছক্কায় ১৪ রান করে বিদায় নেন।
শেষ দিকে লড়েন হেইডেন ওয়ালশ। ১৪ বলে ৩০ রানের অপরাজিত থাকেন তিনি। ২ ওভার বল করে একটি উইকেট নেওয়ার বিপরীতে ২৫ রান দিয়েছেন সাকিব।
তার আগে ব্যাটিং করে ১৩৯ রান তোলে লস অ্যাঞ্জেলস। ৩৬ বলে ৫টি চার ও ৮টি ছক্কায় ৮০ রানের বিধ্বংসী ইনিংস অপরাজিত থাকেন জর্জ মানসি। এ ছাড়া অ্যাডাম রসিংটন ১০ বলে ২৬, টিম ডেভিড ৯ বলে ২৩ রান করেন। স্টিফেন এসকিনাজি ৬ বলে ৪ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
ওয়ানডে থেকে টি-টোয়েন্টি—সংস্করণ বদলাতেই যেন বদলে গেলেন বাবর আজম। কদিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাবরের ছিল দুটি ফিফটি, এবার টি-টোয়েন্টিতে রানের জন্য রীতিমতো ধুঁকছেন তিনি। একজন অধিনায়ককে যখন সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা, তাঁর বেলায় ঘটছে উল্টো।
২৮ মিনিট আগেমেহেদী হাসান মিরাজ এখন ব্যস্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশে আছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। এই টেস্টের মাঝেই তাঁর নাম দেখা গেল কানাডা লিগে।
১ ঘণ্টা আগেমেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
২ ঘণ্টা আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগে