Ajker Patrika

সাকিবের চোখে মিরপুরের উইকেট ক্যারিয়ার শেষ করে দেওয়ার মতো! 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাকিবের চোখে মিরপুরের উইকেট ক্যারিয়ার শেষ করে দেওয়ার মতো! 

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে সিরিজ জয় বেশ আত্মবিশ্বাস জোগাবে বাংলাদেশকে। যদিও সিরিজ জিতলেও টপ অর্ডার ব্যাটসম্যানদের অফফর্ম ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

তবে সাকিব আল হাসান ব্যাটসম্যানদের এই পারফরম্যান্সে মোটেও বিচলিত নন। বিশ্বসেরা অলরাউন্ডারের মতে, সিরিজ দুটি যে ধরনের উইকেটে হয়েছে, তাতে ব্যাটসম্যানদের তেমন কিছুই করার ছিল না। 
সাকিব বলছেন, ‘এই ৯–১০টা ম্যাচ যারা খেলেছে, তারা সবাই অফফর্মেই আছে। কারণ উইকেটটাই এমন। এখানে কেউই খুব একটা ভালো করেনি। তাই এই পারফরম্যান্স বেশি বিবেচনা না করাই ভালো। এ রকম পিচে কেউ যদি ১০–১৫টা ম্যাচে খেলে, যেকোনো ব্যাটসম্যানের ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এটা স্বাভাবিক। যারা দলে আছে, তারা সবাই দেশকে জেতানোর সামর্থ্য রাখে।’

সিরিজ জয়ের আত্মবিশ্বাস বিশ্বকাপে ভালো করতে অনুপ্রাণিত করবে বলেই মনে করেন সাকিব, ‘আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। শেষ তিনটা সিরিজ জিতেছি। হয়তো অনেক সমালোচনা হয়েছে পিচ নিয়ে। কিন্তু জেতার মানসিকতা নিয়ে যাচ্ছি, এটাই মূল ব্যাপার। বিশ্বকাপের আগে আমাদের অনুশীলনের সুযোগ আছে। সেই অনুশীলনে সেখানকার কন্ডিশন ও পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাব। আমার মনে হয় পিচ ও কন্ডিশন তেমন গুরুত্ব বহন করবে না। জেতার আত্মবিশ্বাসটাই বড় কাজ দেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত