ক্রীড়া ডেস্ক
আইপিএল শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত। তবে যশ দয়ালের আপাতত প্রতিযোগিতামূলক ক্রিকেট নিয়ে কোনো ব্যস্ততা নেই। কিন্তু এই ফ্রী সময়টা নিশ্চিন্তে কাটানোর ফুরসত যে নেই। গুরুতর অভিযোগ ওঠার পর এখন বিচার সংক্রান্ত কাজে ব্যস্ত দয়াল।
বিয়ের নাম করে শারীরিক সম্পর্কের অভিযোগ তোলা গাজিয়াবাদের এক নারী এফআইআর দায়ের করেন দয়ালের বিরুদ্ধে। ভারতীয় বাঁহাতি পেসার এবার এই ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন। প্রয়াগরাজ পুলিশ স্টেশনে অভিযোগপত্র দায়ের করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটির হাতে এসেছে সেই অভিযোগপত্র। সংবাদমাধ্যমটি আজ এক প্রতিবেদনে জানিয়েছে, সেই নারীর বিরুদ্ধে দয়াল আইফোন ও ল্যাপটপ চুরির অভিযোগ এনেছেন। দয়ালের দাবি, ২০২১ সালে ইনস্টাগ্রামে সেই নারীর সঙ্গে পরিচয় হয় তাঁর (দয়াল)। এমনকি সেই নারীর বিরুদ্ধে এক লাখ রুপি নেওয়ার অভিযোগ করেন দয়াল। তিনি (নারী) তাঁর ও পরিবারের চিকিৎসার জন্য টাকা ধার নিয়ে পরিশোধের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু দয়ালের টাকা আর পরিশোধ করেননি সেই নারী।
দয়াল সেই নারীর বিরুদ্ধে তিন পাতার এক অভিযোগপত্র দায়ের করেছেন। ভারতীয় বাঁহাতি পেসারের দাবি, সেই নারী নিয়মিতই শপিংয়ের নাম করে টাকা ধার নিতেন। সেই নারী, তাঁর পরিবারের দুই ব্যক্তি ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিও করেছেন দয়াল। তিনি (দয়াল) যা অভিযোগ করেছেন, সেগুলোর পক্ষে যথেষ্ট প্রমাণ আছে বলে জানিয়েছেন ভারতীয় বাঁহাতি পেসার। সেই নারী যখন এফআইআর দায়ের করেছেন, সেটা শুনে আইনি পদক্ষেপ নিতে ব্যস্ত হয়ে পড়েন দয়াল।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দয়ালের বিরুদ্ধে রোববার গাজিয়াবাদের ইন্দিরাপুরাম পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছিলেন সেই নারী। ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৬৯ নম্বর ধারা অনুযায়ী প্রতারণা, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতির অভিযোগ করেছিলেন তিনি (নারী)। এক সিনিয়র পুলিশ কর্মকর্তা সেটা জানিয়েছিলেন।
এফআইআর দায়েরের আগে সেই নারী অভিযোগ বিয়ের নাম করে শারীরিক সম্পর্কের অভিযোগ এনেছিলেন। ইন্ডিয়া টুডে ২৮ জুন রাতে সূত্রের বরাতে জানিয়েছিল, আইজিআরএসের মাধ্যমে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তরে করা হয়েছিল অভিযোগ। সেই নারী তখন দাবি করেছিলেন, পাঁচ বছর ধরে তাঁর (দয়াল) সঙ্গে সম্পর্ক। এভাবেই বিয়ের নাম করে শারীরিকভাবে দয়াল নির্যাতন করে আসছিলেন বলে সেই নারী তখন দাবি করেছিলেন।
দয়াল এ বছর আইপিএলে চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটার। ১৫ ম্যাচে ৯.৫৯ ইকোনমিতে নেন ১৩ উইকেট। এর আগে ২০২২ সালে গুজরাট টাইটান্সের জার্সিতে আইপিএল জিতেছিলেন তিনি।
আরও পড়ুন:
আইপিএল শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত। তবে যশ দয়ালের আপাতত প্রতিযোগিতামূলক ক্রিকেট নিয়ে কোনো ব্যস্ততা নেই। কিন্তু এই ফ্রী সময়টা নিশ্চিন্তে কাটানোর ফুরসত যে নেই। গুরুতর অভিযোগ ওঠার পর এখন বিচার সংক্রান্ত কাজে ব্যস্ত দয়াল।
বিয়ের নাম করে শারীরিক সম্পর্কের অভিযোগ তোলা গাজিয়াবাদের এক নারী এফআইআর দায়ের করেন দয়ালের বিরুদ্ধে। ভারতীয় বাঁহাতি পেসার এবার এই ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন। প্রয়াগরাজ পুলিশ স্টেশনে অভিযোগপত্র দায়ের করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটির হাতে এসেছে সেই অভিযোগপত্র। সংবাদমাধ্যমটি আজ এক প্রতিবেদনে জানিয়েছে, সেই নারীর বিরুদ্ধে দয়াল আইফোন ও ল্যাপটপ চুরির অভিযোগ এনেছেন। দয়ালের দাবি, ২০২১ সালে ইনস্টাগ্রামে সেই নারীর সঙ্গে পরিচয় হয় তাঁর (দয়াল)। এমনকি সেই নারীর বিরুদ্ধে এক লাখ রুপি নেওয়ার অভিযোগ করেন দয়াল। তিনি (নারী) তাঁর ও পরিবারের চিকিৎসার জন্য টাকা ধার নিয়ে পরিশোধের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু দয়ালের টাকা আর পরিশোধ করেননি সেই নারী।
দয়াল সেই নারীর বিরুদ্ধে তিন পাতার এক অভিযোগপত্র দায়ের করেছেন। ভারতীয় বাঁহাতি পেসারের দাবি, সেই নারী নিয়মিতই শপিংয়ের নাম করে টাকা ধার নিতেন। সেই নারী, তাঁর পরিবারের দুই ব্যক্তি ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিও করেছেন দয়াল। তিনি (দয়াল) যা অভিযোগ করেছেন, সেগুলোর পক্ষে যথেষ্ট প্রমাণ আছে বলে জানিয়েছেন ভারতীয় বাঁহাতি পেসার। সেই নারী যখন এফআইআর দায়ের করেছেন, সেটা শুনে আইনি পদক্ষেপ নিতে ব্যস্ত হয়ে পড়েন দয়াল।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দয়ালের বিরুদ্ধে রোববার গাজিয়াবাদের ইন্দিরাপুরাম পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছিলেন সেই নারী। ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৬৯ নম্বর ধারা অনুযায়ী প্রতারণা, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতির অভিযোগ করেছিলেন তিনি (নারী)। এক সিনিয়র পুলিশ কর্মকর্তা সেটা জানিয়েছিলেন।
এফআইআর দায়েরের আগে সেই নারী অভিযোগ বিয়ের নাম করে শারীরিক সম্পর্কের অভিযোগ এনেছিলেন। ইন্ডিয়া টুডে ২৮ জুন রাতে সূত্রের বরাতে জানিয়েছিল, আইজিআরএসের মাধ্যমে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তরে করা হয়েছিল অভিযোগ। সেই নারী তখন দাবি করেছিলেন, পাঁচ বছর ধরে তাঁর (দয়াল) সঙ্গে সম্পর্ক। এভাবেই বিয়ের নাম করে শারীরিকভাবে দয়াল নির্যাতন করে আসছিলেন বলে সেই নারী তখন দাবি করেছিলেন।
দয়াল এ বছর আইপিএলে চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটার। ১৫ ম্যাচে ৯.৫৯ ইকোনমিতে নেন ১৩ উইকেট। এর আগে ২০২২ সালে গুজরাট টাইটান্সের জার্সিতে আইপিএল জিতেছিলেন তিনি।
আরও পড়ুন:
জয়ের জন্য চতুর্থ ইনিংসে উইন্ডিজের দরকার ছিল ২০৪ রান। দ্বিতীয় ইনিংস শুরু করে মিচেল স্টার্কের বোলিং তোপের মুখে পড়ে তারা। প্রথম ওভারেই ৩ উইকেট খোয়ানোর পর স্টার্কের তৃতীয় ওভারে স্বাগতিকেরা হারায় আরও দুই উইকেট। পরে স্কট বোল্যান্ড ও জশ হ্যাজলউডও উইকেট শিকারের দৌড়ে যোগ দিলে মাত্র ১৪.৩ ওভারেই ওয়েস্ট ইন্ডিজ
৪ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল নাম সাকিব আল হাসান। ব্যাটিংয়ে-বোলিংয়ে আস্থার প্রতীক। বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজনও বটে। মাঠের পারফরম্যান্স থেকে শুরু করে আন্তর্জাতিক স্বীকৃতি—সব জায়গায় তার উপস্থিতিই দলকে এনে দেয় বাড়তি আত্মবিশ্বাস। প্রায় ১ বছর ধরে তাঁকে ছাড়াই খেলছে বাংলাদেশ দল।
৪ ঘণ্টা আগেইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ইতিহাস গড়ল কিট চুক্তিতে। জার্মান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক পুমার সঙ্গে তারা নতুন এক চুক্তি করেছে, যার মূল্য ১ বিলিয়ন পাউন্ড—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ হাজার ৭০০ কোটি টাকা!
৬ ঘণ্টা আগেসকাল থেকে মুষলধারে বৃষ্টি। তাতে বসুন্ধরা কিংস অ্যারেনার অবস্থা নাজেহাল। তবু সেখানে হয় প্রথমার্ধের খেলা। মাঠের পরিস্থিতি আরও অবনতি হওয়ায় দ্বিতীয়ার্ধে বদলে যায় ভেন্যু। দুই ভেন্যুতে পৌনে ৫ ঘণ্টার খেলায় ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেন শান্তি মার্দি।
৬ ঘণ্টা আগে